মেলবোর্ন থেকে লর্ডস একটুও পাল্টাননি ফিঞ্চ
প্রকাশিত: ২৬ জুন ২০১৯

দিন যায় অ্যারন ফিঞ্চ যেন পাল্টান না। মেলবোর্ন থেকে লর্ডস; ক্রিকেটের দুই ঐতিহ্যবাহী স্টেডিয়ামে ইংলিশদের বিপক্ষে সেঞ্চুরি করে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। চার বছর আগে অস্ট্রেলিয়ায় হওয়া বিশ্বকাপে ইংলিশদের বিপক্ষে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ১২৮ বলে ১৩৫ রানের অসাধারণ একটি ইনিংস খেলেছিলেন ফিঞ্চ। এবার ইংল্যান্ডের মাটিতে ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে করলেন সেঞ্চুরি। ১১৬ বলে ১০০ রানের অনবদ্য সেঞ্চুরির কল্যাণেই অস্ট্রেলিয়া পায় বড় রানের ভিত। সেই রান টপকাতে গিয়েই নতজানু হয়ে পড়ে কুলিন ইংলিশ দল। তাই অস্ট্রেলিয়ার ৬৪ রানের জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার মঞ্চে ম্যান অব দ্য ম্যাচ হয়েই দিনটিকে স্মরণীয় করে রাখলেন তিনি। অথচ এই ফিঞ্চ যে বিশ্বকাপে এতটা ভালো খেলবে সেটা কে জানতো?
সর্বশেষ ১২টি ম্যাচের আগে ১২টি ম্যাচ খেলে করেছিলেন মোটে ২৬২ রান; যেখানে একটিও সেঞ্চুরি হাঁকাতে পারেননি, গড় ছিল মাত্র ২১.৮। সেই ফিঞ্চ কিনা শেষ ১২টি ম্যাচে ৮৬.০৯ গড়ে করেছেন ৯৪৭ রান। যেখানে সেঞ্চুরি রয়েছে ৪টি! অবিশ্বাস্য এই ফিঞ্চের কারণে ধুঁকতে থাকা অস্ট্রেলিয়া যেন প্রাণ ফিরে পেয়েছে। বিশ্বকাপের আগের এক বছর ওয়ার্নার-স্মিথকে ছাড়া অজি দলকে নেতৃত্ব দিয়ে অনেক বাজে সময় পার করেছেন। কিন্তু শেষ কয়েকটি ম্যাচ তথা বিশ্বকাপে যেন নিজের জাত চিনিয়েছেন এই অজি ব্যাটসম্যান। ব্যাটিংয়ের পাশাপাশি অধিনায়কত্বেও তিনি অন্যান্য সবার মন জয় করেছেন।
ম্যাচের গুরুত্বের দিক দিয়ে ভারত-পাকিস্তান ম্যাচের থেকে কম গুরুত্ব বহন করে না এই ম্যাচটি। মর্যাদার এই লড়াইয়ে শুরুতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। আগের ম্যাচে শ্রীলংকার বিপক্ষে অপ্রত্যাশিত হারে কিছুটা বিপর্যস্ত দেখা গেছে এদিন ইংল্যান্ড দলকে। পুরো ম্যাচেই তাদের ফিল্ডারদের মিসফিল্ডিং ছিল চোখে পড়ার মত। অথচ এই ইংল্যান্ড অনেকেরই অচেনা। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ম্যাচের থেকেও এই ম্যাচে স্পটলাইট ছিল ওয়ার্নার-স্মিথের উপর। তাদের সঙ্গে ইংলিশ সমর্থকরা কেমন আচরণ করেন সেটাই দেখার অপেক্ষায় ছিল সবাই। চিরাচরিত ইংলিশ সমর্থকরা তাদের স্বভাবখচিত ব্যবহারটাই করেছেন এই দুই জনের সঙ্গে। ব্যাটিংয়ে ওয়ার্নার কিংবা স্মিথ যখন নামেন তখনই তা সাজোরে দুয়োধ্বনি দিতে থাকেন। যদি টস করতে নামার সময় ফিঞ্চ জানিয়েছিলেন, এসব দুয়োধ্বনিকে তারা গ্রাহ্য করেন না। তারা নিজেদের খেলাটা খেলে যেতে চান।
উদ্বোধনী জুটিই ইংলিশদের পুরো ম্যাচ থেকে ছিটকে দেয়। ধীরে ধীরে ইনিংস বড় করার কাজ করতে থাকেন দুই ওপেনার ফিঞ্চ ও ওয়ার্নার। পেস মেশিন আর্চার ও ওকসকে বেশ ভালোভাবেই মোকাবেলা করেন তারা। প্রথম দশ ওভারে ৪৪ রান তুলে ভালো সূচনা করেন দুজনে। ১৮তম ওভারে এসে দলীয় রান দাঁড়ায় ১০০। ১৯তম ওভারের প্রথম বলে দুই রান নিয়ে হাফ সেঞ্চুরি পূরণ করেন ফিঞ্চ। এর পরের ওভারেই অর্ধশতক পূরণ করেন ওয়ার্নারও। দুজনের জুটি যখন জমে ক্ষির তখনই আঘাত হানেন মঈন আলী।
২৩তম ওভারের তৃতীয় বলে হঠাৎ লাফিয়ে ওঠা বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে রুটের হাতে ক্যাচ দিয়ে ৫৩ রান করে আউট হন ওয়ার্নার। যাওয়ার আগে ৬টি চার হাঁকান তিনি। ১২৩ রানের উদ্বোধনী জুটি অস্ট্রেলিয়াকে তিনশো পার করার স্বপ্ন দেখায়।
দ্বিতীয় উইকেট জুটিতে উসমান খাজাকে নিয়ে ৫০ রানের জুটি গড়েন ফিঞ্চ। খাজা বেন স্টোকসের বলে বোল্ড হলে কিছুটা বিপর্যয়ে পড়ে অজিরা। ৩২তম ওভারে দলীয় ১৭৩ রানে খাজা আউট হলে ক্রিজে আসেন স্মিথ। এরই মাঝে জোফরা আর্চারের করা ৩৬তম ওভারের দ্বিতীয় বলে ফাইন লেগে ঠেলে দিয়ে দুই রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন ফিঞ্চ। এবারের বিশ্বকাপে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। সব মিলিয়ে বিশ্বকাপে এটি তার চতুর্থ সেঞ্চুরি। ইংলিশদের বিপক্ষে ৫ম এবং সব মিলিয়ে ১৫তম সেঞ্চুরি এটি। হাশিম আমলা, বিরাট কোহল, ধাওয়ান, ওয়ার্নারের পরেই সবচেয়ে কম ইনিঙ্গসে ১৫টি সেঞ্চুরি করার মাইলফলকে পৌছান ফিঞ্চ। ১২৬ তম ম্যাচে এসে তিনি দেখা পান ১৫তম সেঞ্চুরির।
সেঞ্চুরির পরের বলটাতেই ফাইন লেগে ক্রিস ওকসের হাতে ক্যাচ দিয়ে আউট হন ফিঞ্চ। ২টি ছক্কা ও ১১টি চারের সহায়তায় নিজের ইনিংসটি সাজান ফিঞ্চ। ৩৬তম ওভারে ১৯০ রানে ৩ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া যখন তিনশোর স্বপ্ন দেখছিল তখন ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা। শেষ দিকে আর তেমন রান না তোলার কারণে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৫ রানেই থামে অজিদের ইনিংস। শেষ দিকে এলেক্স ক্যারির ২৭ বলে ৩৮ রান দলের বড় সংগ্রহে সাহায্য করে।
২৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫৩ রানেই ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। বাটলার ও স্টোকস কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা বেশিক্ষণ টিকেনি। এক স্টোকসই যা লড়াই করেছেন ইংলিশদের হয়ে। তার ৮৯ রানের সুবাদে ইংলিশরা দুইশোর কোটা পার হয়। ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপের বড় ধস নামান বেহেন্ডোরফ। তিনি একাই নেন ৪৪ রানে ৫ উইকেট। এছাড়া মিচেল স্টার্ক ৪৩ রানে নেন ৪ উইকেট।
ম্যাচ সেরার পুরস্কার জেতা ফিঞ্চ বলেন, আমি খুব খুশি। টুর্নামেন্টের সেমিতে উঠতে না পারলে আপনি কখনোই টুর্নামেন্টটি জিততে পারবেন না। আমরা ভালো ক্রিকেট খেলেছি এখন পর্যন্ত। ইংল্যান্ডও ভালো দল। তারা বল এবং ব্যাটে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেছে। বেহেন্ডোর্ফ দারুণ বল করেছে। প্যাট কামিংস নতুন বল ছাড়াও ভালো বোলিং করেছে। ন্যাথান লায়ন অসাধারণ ছিল। যদিও সে উইকেট পায়নি কিন্তু সে অসাধারণ ছিল ম্যাচে। ওয়ার্নার আজকে তার সেরা দিনে ছিলে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আউট হয়। আমরা খুব আত্মবিশ্বাসী নিজেদের নিয়ে। আমি তেমন খারাপ খেলিনি। দলের হয়ে যেকোনো সময় কিছু করাটা অনেক বেশি স্পেশাল। সেঞ্চুরি পাওয়ার জয়টা বেশ আনন্দ দিচ্ছে। উইকেট শুরুর দিকে কিছুটা পেস সহায়ক ছিল। ওকস ভালো বল করেছে। সে টানা ৭ ওভারে করেছে। আমরা ভেবেছিলাম সে ৫ ওভার পর থেমে যাবে কিন্তু পরে আরো দুই ওভার করেছে। ওয়ার্নারকে আজ বেশ আত্মবিশ্বাসী লাগছিল কারণ আপনি জানেন যাদের বিপক্ষে আপনি ভালো খেলেন তাদের সঙ্গে খেললে আত্মবিশ্বাস বাড়বেই। আমার মনে হয় আমরা দারুণ খেলেছি। তবে সেঞ্চুরি করার পর আউট হয়ে যাওয়াটা কিছুটা হতাশ করেছে আমাকে। এই স্কোরটাই যথেষ্ট ছিল আমাদের জন্য। আমরা যদি ভালো জায়গায় বল করতে পারি তাহলে ওরা পারবে না। আমরা হয়তো আর কিছু রান করতে পারতাম কিন্তু এই রানেই আমরা তাদের আটকিয়েছি। এরকম উইকেটে রান নিলে চাপ বাড়তেই থাকে। যদি ঠিক জায়গাতে বল করেই যান তাহলে ব্যাটসম্যানদের পক্ষে রান নেয়া কষ্টকর। উইকেট কিছুটা স্লো ছিল।

- নিউইয়র্ক ফ্যাশন হাউজের গ্রান্ড ওপেনিং ১৫ সেপ্টেম্বর
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- ৯/১১ গভীর শ্রদ্ধায় স্মরণ
- নিউইয়র্কে সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত
- গোল্ডেন এজ হোমকেয়ারের উদ্যোগে ‘ঈদে মিলাদুন্নবী’ অনুষ্ঠিত
- জামাইকা মুসলিম সেন্টারের ফান্ড রেইজিংঃ ৪ লাখ ডলার সংগৃহিত
- আতিফ আসলাম শো’তে হাজার হাজার শ্রোতার ভীড়
- নারায়নগঞ্জ জেলা সমিতির সভাপতি শামীম ও সম্পাদক পিন্টু
- বাংলাদেশ সোসাইটির সুবর্ণ জয়ন্তী ২ নভেম্বর
- নেপালের আগুনের স্ফুলিঙ্গ ভারতে ছড়াতে পারে!
- কমিউনিটিতে সৌহার্দ্যরে সুবাতাস!
- জাকসু নির্বাচন:ছাত্রদলসহ পাঁচ প্যানেলের বর্জন
- হোমকেয়ার নিয়ে গভর্নর ও পিপিএল’র অনিয়মে তদন্ত
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- ড.ইঊনূসের আগমনে যুক্তরাষ্ট্র আঃলীগের প্রতিরোধ সমাবেশ ঘোষণা
- জরিপে বিশাল ব্যবধানে এগিয়ে
মামদানির সমর্থনে বাংলাদেশিদের সমাবেশ - ডাকসু নির্বাচন বিএনপির জন্য সতর্কবার্তা
- আজকাল ৮৮৭
- নাইন ইলেভেনের নগরীতে মেয়র হবেন মুসলিম?
- ফোন ছাড়া নামাজ পড়তে যাওয়ায় বেঁচে গেছেন হামাস নেতারা: রিপোর্ট
- ট্রাম্পের মিত্র চার্লি কার্ককে গুলি করে হত্যা
- পরীমনির বিরুদ্ধে ব্যবসায়ী নাছিরের মামলা চলতে বাঁধা নেই
- ফ্রান্সজুড়ে ব্লকেডে ব্যাপক ধরপাকড়, গ্রেফতার ৬৭৫
- ছিটকে গিয়েও সর্বোচ্চ ধনীর খেতাব ফিরে পেলেন ইলন মাস্ক
- ডাকসুতে শিবিরের জয় ভারতের জন্য উদ্বেগজনক : শশী থারুর
- হংকংকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
- নির্বাচন ও বিচারের মতোই গুরুত্বপূর্ণ হলো জুলাই সনদ
- কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা বরখাস্ত
- আন্দোলন ‘হাইজ্যাক’ হওয়ার অভিযোগ নেপালের জেন-জির
- এবার ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভ, পুলিশের সঙ্গে তরুণদের সংঘর্ষ
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- ‘আজকাল’- ৮৫৯
- ‘আজকাল’- এখন বাজারে।
- আজকালের আজকের সংখ্যা ৮৬০
- নাট্যজনদের মিলনমেলা কৃষ্টির নাট্যেৎসব প্রশংসিত
- ঈদের কেনাকাটায় কোন ধরনের পোশাক ক্রেতাদের মন কাড়ছে ?
- আজকের আজকাল ৮৬১ সংখ্যা
- টক দই খেলে কী উপকার
- ‘আজকাল’- ৮৭১ সংখ্যা
- সাপ্তাহিক আজকাল আজকের সংখ্যা ৮৬৬
- আজকাল ৮৬২তম সংখ্যা
- ইনস্টাগ্রামে ছড়ায় ছবির বিভ্রান্তি
- গরমে স্বস্তি দেবে অ্যালোভেরার জুস, আরো যে উপকার
- ‘আজকাল’- ৮৬৭ সংখ্যা
- আজকের সংখ্যা ৮৬৫
- আজকাল’- ৮৭৪
- আজকাল ৮৬৮ সংখ্যা
- ফেসবুক-ইনস্টাগ্রামে ‘ম্যাস সেন্সরশিপ’র নেপথ্যে ইসরাইল
- আজকালের আজকের সংখ্যা ৮৭২

- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- আউট, অর নট-আউট!
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা