শনিবার   ২৭ জুলাই ২০২৪   শ্রাবণ ১২ ১৪৩১   ২০ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
১০১

প্রায় বিনাভাড়ায় দুই লাখ আবাসন!

আজকাল রিপোর্ট -

প্রকাশিত: ৮ জুন ২০২৪  


নিউইয়র্ক সিটির সহায়তা প্রকল্প  আবেদনের শেষ দিন ৯ জুন

নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটি ১৫ বছর পর আবার বাড়ি ভাড়ার জন্য সেকশন ৮ আবেদন গ্রহণ করছে। সিটির নিম্ন আয়ের মানুষদের জন্য নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটির এটি একটি কল্যাণমূলক পদক্ষেপ। আবেদন সম্পূর্ণ বিনা খরচে করা যাবে। কোন ফি নেই। এ কর্মসূচির মাধ্যমে সিটি হাউজিং হাজার হাজার নিউইয়র্কবাসীকে অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে সহায়তা করবে। আবেদন করার সময় দেয়া হয়েছে মাত্র ছয় দিন। ৩ জুন সোমবার থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী রোববার ৯ জুন আবেদন গ্রহণ শেষ হবে। অনলাইনে আবেদন করতে উৎসাহিত করা হয়েছে। নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটি সূত্রে জানা গেছে, ২ লাখ আবেদন বিবেচনায় আনা হবে। নির্বাচিতদের পর্যায়ক্রমে বাসা ভাড়ার খরচ প্রদান শুরু হবে। এটিকে এক ধরনের জ্যাকপট বলা হয়। আবেদনপত্র গৃহীত হলে আজীবন সরকার থেকে বাসাভাড়া পাওয়া যায়। সরকার বাসা ভাড়া প্রাপ্তিতে সরাসরি সহায়তা করে।
সেকশন ৮ এর সুবিধা হল আবেদনকারী নিজেই সিটির যে কোনো এলাকায় প্রাইভেট হাউজ বা এপার্টমেন্ট পছন্দ করে ভাড়া নিতে পারবেন। প্রাইভেট বাড়ি বা এপার্টমেন্টের বিল্ডিংয়ের মালিকের সাথে সিটির হাউজিং ডিপার্টমেন্টের লীজ স্বাক্ষর করে ভাড়া নিলে সিটি সরাসরি বাড়ির মালিককে ভাড়া প্রদান করবে।
ইউএস ডিপার্টমেন্ট অফ হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট ১৯৭০ সালে সেকশন ৮ হাউজিং চয়েস ভাউচার প্রথম চালু করেছিল। ১৫ বছর আগে শেষ এটি চালু করা হয়েছিল। ১৫ বছর পর এবার আবার এটি এলো। এতে যারা যোগ্য বিবেচিত হবেন এবং সিটির হাউজিং অথরিটির সকল শর্ত পূরণ করবেন তাদের পরিবারের সদস্য সংখ্যা, বার্ষিক আয়ের ভিত্তিতে মাসে মাসে বাড়ি ভাড়ার ভাউচার বা চেক ইস্যু করা হবে। প্রোগ্রামটি স্বল্প আয়ের ব্যক্তি এবং পরিবারগুলিকে বাসা বা  অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে সহায়তা করে। ভাউচার হোল্ডাররা সাধারণত তাদের আয়ের ৩০ শতাংশ ভাড়া দিয়ে দেয় ও সেকশন ৮ আবাসন ভর্তুকি বাকিটা কভার করে। নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ হাউজিং প্রিজারভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এবং নিউইয়র্ক স্টেট ডিভিশন অফ হোমস অ্যান্ড কমিউনিটি রিনিউয়াল ও সেকশন ৮ এই ভাউচার ইস্যু করবে।
নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটি অনুসারে, যোগ্য হওয়ার জন্য পরিবারের প্রধানদের সাধারণত কমপক্ষে ১৮ বছর বয়সী হতে হবে। পরিবারের একজন সদস্যকে অবশ্যই মার্কিন নাগরিক হতে হবে বা যোগ্য অভিবাসন স্ট্যাটাস থাকতে হবে। পরিবারগুলিকে অবশ্যই এরিয়া মিডিয়ান আয়ের ৫০ শতাংশ বা তার নিচে উপার্জন করতে হবে। একজন একক ব্যক্তি বছরে ৫৪ হাজার ডলারের বেশি উপার্জন করতে পারবে না। ৩ সদস্যের পরিবারর সর্বোচ্চ আয় হতে হবে ৬৯,৯০০ ডলার।
আবেদনের সময়সীমা শেষ হবার পর লটারীতে ২ লাখ পরিবারকে অপেক্ষমান তালিকায় আনা হবে। এরপর অগ্রাধিকারের ভিত্তিতে বাসা ভাড়ার জন্য প্রক্রিয়া শুরু হবে। চূড়ান্ত নির্বাচিতরা বাসা ভাড়ার ভাউচার পাবেন। নিউইয়র্ক সিটি হাউজিং ডিপার্টমেন্টের ওয়েবসাইটে গিয়ে রোববারের মধ্যে আবেদন করা যাবে। বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠন ও ব্যক্তি এই আবেদন  প্রক্রিয়ায় সাহায্য করছে। গত রোববার ২ জুন কমিউনিটি একটিভিস্ট সৈয়দ আল আমিন রাসেল জ্যাকসন হাইটসে সেকশন ৮ এর তথ্য বিনিময় করার জন্য একটি ওয়ার্কশপও করেছেন। এতে আগ্রহী অনেক বাংলাদেশি আবেদনকারী অংশ নেন।
সিটির সেকশন-৮ নামের বহুল পরিচিত এই কর্মসূচির আওতায় যোগ্যরা হাউজিং চয়েস ভাউচার (এইচসিভি) পাবেন। যার মাধ্যমে ভাড়াটিয়াদের মোট ভাড়ার সিংহ ভাগ সরাসরি বাড়ির মালিককে পরিশোধ করা হয়। সাধরণত মাসিক ভাড়ার ৭০ শতাংশ পর্যন্ত সহায়তা দেয়া হয় সিটি থেকে। এ ধরনের ভাড়াটিয়াদের ইলেকট্রিক, গ্যাস বিল পরিশোধেও নগর থেকে সহযোগিতা পাওয়া যায়। তহবিল সংকটের কারণে ২০০৯ সাল থেকে নতুন আবেদনের সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল।
সাম্প্রতিক সময়ে নিউইয়র্কের জীবন যাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সিটি নতুন করে এ সুবিধা আবার চালুর উদ্যোগ নিয়েছে।
আবেদনকারীদের মধ্য থেকে যোগ্য ২ লাখ অধিবাসীকে অপেক্ষমান তালিকায় রাখা হবে। উন্মুক্ত লটারির মাধ্যমে তাদের নির্বাচিত করা হবে। এতে সবার সমান  সুযোগ থাকবে।  পরবর্তীতে ধাপে ধাপে তাদের আবাসনের ভাড়ায় ভর্তুকি সুবিধা দেয়া হবে। সুবিধাপ্রাপ্তদের ভাড়ার ৪০ শতাংশের বেশি পরিশোধ করতে হয় না। তবে, আয় ও পরিবারের ধরন বুঝে শতভাগ ভর্তুকিও পেতে পারে কোন-কোন পরিবার। অপেক্ষমান তালিকায় থাকার জন্য বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। কর্মসূচি চালুর ঘোষণা দিয়ে সিটি মেয়র এরিক এডামস বলেন, প্রায় ১৫ বছর পর, হাজার-হাজার নিউইয়র্কারের জন্য নতুন করে সেকশন-৮ এর দরজা আবার খুলে দিচ্ছি। এর মাধ্যমে আরও বেশি নিউইয়র্কবাসীকে তাদের প্রয়োজনীয় আবাসন খুঁজে পেতে সহায়তা করছি। সিটির আবাসন সংকট মাথায় রেখে আমরা আমাদের প্রতিটি টুলস ব্যবহার করছি। ‘২৪ ইন ২৪’ পরিকল্পনার আওতায় ২০২৪ সালে সরকারি জমিতে ২৪টি আবাসন প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এছাড়া ‘সিটি অফ ইয়েস ফর হাউজিং অপরচুনিটি’ কর্মসূচীর আওতায় নিউইয়র্ক সিটির প্রতিটি নেইবরহুডেও আবাসনের প্রকল্প নেয়া হচ্ছে। আমরা প্রতিটি নিউইিয়র্কারকে আবাসনে সাহায্যের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
এনওয়াইসিএইচএ জানিয়েছে, বর্তমানে ভাউচারের অপেক্ষমান তালিকায় রয়েছে ৩ হাজার ৭৫৯ জন। নতুনরা এ পুলে যোগ দেবে। এছাড়া বর্তমানের ১ লাখ ১৫ হাজার ৩৪৬টি একটিভ ভাউচার রয়েছে এবং ৯৬ হাজার ৫০০ জন ভাড়ায় সুবিধা পাচ্ছেন বা ভাড়া খুজছেন। সাধারণত অপেক্ষমান তালিকা থেকে চলাফেরার অক্ষম, বয়স্ক এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার দেয়া হয়।
এদিকে ভাউচার ব্যবহারে কিছু প্রতিবন্ধকতাও রয়েছে। সাধারণত নিউইয়র্কের বহু বাড়ির মালিক সেকশন-৮ এর ভাড়াটিয়াদের ভাড়া দিতে চান না। এর একাধিক কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে-ভাড়া হিসাবে পাওয়া এ অর্থ বছর শেষের কর বিবরণীতে লুকানোর সুযোগ থাকে না। তবে বাড়ির মালিকদের জন্য এ ধরনের ভাড়াটেকে ভাড়া না দেয়া বেআইনি।

 

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর