শুক্রবার   ০৩ মে ২০২৪   বৈশাখ ২০ ১৪৩১   ২৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
৪১০

উৎকণ্ঠা স্কুল-কলেজে যৌন হয়রানিতে

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২২  

হচ্ছে নির্দেশিকা, থাকবে পাঁচ সদস্যের কমিটি, অঙ্গীকারনামা দিতে হবে শিক্ষকদেরও, অঙ্গীকারের ব্যত্যয় হলে ফৌজদারি আইনে ব্যবস্থা

 মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) অধীন সব স্কুল-কলেজ ও দফতরে যৌন হয়রানি রোধে আসছে নির্দেশিকা। এমন অপরাধ প্রতিরোধে প্রতিটি প্রতিষ্ঠানে গঠন করা হবে পাঁচ সদস্যের কমিটি। শিক্ষাপ্রতিষ্ঠানে যোগদান করার ক্ষেত্রে ‘যৌন নির্যাতন করবেন না’ এমন অঙ্গীকারনামা দিতে হবে শিক্ষকদেরও। এই অঙ্গীকারের ব্যত্যয় হলে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হবে। ছাত্র-ছাত্রী, নারীদের যৌন হয়রানিমুক্ত সুস্থ ও মানবিক পরিবেশ নিশ্চিত করতে এ উদ্যোগ নিয়েছে মাউশি অধিদফতর। শিগগিরই এ নির্দেশিকা চূড়ান্ত করে ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানা গেছে।

নির্দেশিকার খসড়া থেকে জানা যায়, যৌন নিপীড়নের অভিযোগ গ্রহণ, তদন্ত পরিচালনা ও সুপারিশ করতে প্রতিটি প্রতিষ্ঠান একটি কমিটি গঠন করবে। কমপক্ষে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটির বেশির ভাগ সদস্য হবেন নারী। সম্ভব হলে কমিটির প্রধান করতে হবে নারীকে। এই কমিটির দুজন সদস্য অন্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নিতে হবে, যারা জেন্ডার বিষয়ে ও যৌন নির্যাতনের বিরুদ্ধে কাজ করেন। কমিটির কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে ১০ কার্যদিবসের মধ্যে অভিযুক্ত সদস্যকে বাদ দিয়ে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির পাশাপাশি শিক্ষার্থীরাও পাঁচ সদস্যবিশিষ্ট একটি যৌন হয়রানি সুরক্ষা কমিটি গঠন করবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে একটি অভিযোগ বাক্সও স্থাপন করা হবে।
নির্দেশিকার তথ্যমতে, স্কুল-কলেজে শিক্ষকদের চাকরিতে যোগদানের সময় ১৫০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার করতে হবে। অঙ্গীকারে বলতে হবে- ‘যৌন নির্যাতন করব না, প্রতিরোধে কাজ করব; দেশ ও শিক্ষার্থীদের স্বার্থবিরোধী কোনো কাজ করব না; যৌতুকের বিরুদ্ধে কাজ করব’। এসব অঙ্গীকারে ব্যত্যয় করলে ফৌজদারি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে খসড়ায়। আরও বলা হয়েছে, যৌন হয়রানি সংক্রান্ত কোনো ঘটনা সংঘটিত হওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে কমিটির কাছে অভিযোগ করতে হবে। ৩০ কার্যদিবস পার হওয়ার পরও যদি অভিযোগ গ্রহণের যুক্তিসঙ্গত কারণ থাকে তাহলেও অভিযোগ গ্রহণ করতে হবে। অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযোগকারী ও অভিযুক্ত ব্যক্তির পরিচয় গোপন রাখতে হবে। অভিযোগ পাওয়ার ৩০ দিনের মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন কর্তৃপক্ষের কাছে দাখিল করবে এ কমিটি। তবে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিকে (ছাত্র ব্যতিরেকে) সাময়িকভাবে বরখাস্ত ও শিক্ষার্থীদের ক্ষেত্রে ক্লাস থেকে বিরত রাখতে হবে। অভিযোগের প্রতিবেদন পাওয়ার ৩০ কর্মদিবসের মধ্যে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। অভিযোগ দণ্ডবিধি বা দেশের প্রচলিত কোনো আইন অনুযায়ী অপরাধ হিসেবে গণ্য হলে অভিযোগকারী আদালতের দ্বারস্থ হতে পারবে।

যৌন হয়রানির শিকার ব্যক্তি ন্যায়বিচার পাননি মনে করলে ১৫ দিনের মধ্যে আঞ্চলিক পরিচালক (কলেজ) অথবা উপ-পরিচালক (মাধ্যমিক) বরাবর আপিল করবেন। আপিলের ১৫ দিনের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে। অভিযোগকারী কোথাও ন্যায়বিচার না পেলে তিনি সরাসরি মহাপরিচালক বরাবর নির্ধারিত ফরমে অভিযোগ দায়ের করতে পারবেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ গতকাল প্রতিবেদককে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নিপীড়ন ও হয়রানি প্রতিরোধে নানা ব্যবস্থা নিচ্ছি, এরই অংশ হিসেবে যৌন হয়রানি হতে সুরক্ষা প্রদানসংক্রান্ত নির্দেশিকা করা হচ্ছে। তিনি বলেন, শিগগিরই এটি চূড়ান্ত করে অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশসহ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও দফতরকে জানানো হবে। প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী অথবা অন্য কেউ যৌন হয়রানির শিকার হলে দ্রুত কমিটির কাছে অভিযোগ করতে হবে। যৌন নিপীড়ন বা নির্যাতনের মতো অপরাধ শিক্ষাপ্রতিষ্ঠানে বরদাশত করা হবে না।

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর