ভোটের সময় ইন্টারনেট নিয়ে যে প্রস্তাব করা হয়েছে
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮

আসন্ন একাদশ জাতীয় নির্বাচনের সময় প্রয়োজনে ইন্টারনেটের গতি কমানোর প্রস্তাব দিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। এছাড়া ভোটের দিন মোবাইল ফোনের নেটওয়ার্ক ‘টু-জি’ করা এবং ভোটের তিন দিন আগে থেকে মোবাইল ব্যাংকিং বন্ধ রাখার পরামর্শ এসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। নির্বাচন কমিশনের সঙ্গে আজ বৃহস্পতিবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সভায় এসব পরামর্শ ওঠে আসে।
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভায় উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর তরফ থেকে এসব প্রস্তাব দেওয়া হয়েছে। বৈঠকে সুষ্ঠু ভোট অনুষ্ঠানে ইসির কাছে বেশকিছু সুপারিশ ও প্রস্তাবনাও দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এসবের মধ্যে রয়েছে- ভোটের তিন দিন আগে মোবাইল ব্যাংকিংয়ের নেটওর্য়াক বন্ধ রাখা, মোবাইল নেটওর্য়াক বন্ধ রাখা, ফোরজি থেকে নেটওর্য়াক টুজিতে নামিয়ে আনা, সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণে রাখা, প্রতিদ্বন্দ্বি প্রার্থীর কাছে কেবল বৈধ অস্ত্র রাখা; তবে-তা প্রদর্শন না করা, প্রার্থীর বাইরে যাদের কাছে বৈধ অস্ত্র রয়েছে তা নির্বাচনের ৭ দিন আগে জমা দেয়া, সাংবাদিকদের ভোটের পরিচয়পত্র দেয়ার আগে তাদের সঠিকতা যাচাই করা, পর্যবেক্ষক এবং পর্যবেক্ষন সংস্থাগুলোর উপর সতর্ক নজর রাখা, ভোটকেন্দ্রে ভোটগ্রহণ কর্মকর্তা ছাড়া অন্য কারো মোবাইল নিয়ে প্রবেশ করতে না দেয়া এবং কেন্দ্রের মধ্যে ছবি ও ভিডিও তোলা সম্পূর্ণরুপে নিষিদ্ধ রাখা।
বৈঠকে উপস্থিত গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রিটার্নিং কর্মকর্তারা এসব দাবি জানান। ওই বৈঠকে দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় ভোটের ৯/১০দিন আগে থেকেই (২০ ডিসেম্বরের পর) আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও বেশি খারাপ হওয়ার শঙ্কার কথা জানিয়ে ইসির পক্ষ থেকে এই সময়কালীন ভোটের মাঠে সেনাবাহিনী মোতায়েন করার পূর্বঘোষিত সিদ্ধান্ত বাস্তবায়ন করা যায় কিনা সে বিষয়ে মতামত চাওয়া হয়। তবে এনিয়ে দ্বৈতমত আসায় কোনো সিদ্ধান্তে পৌঁছা যায়নি। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে বৈঠকে চার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী এবং ইসি সচিব সচিব হেলালুদ্দীন আহমদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ, র্যাব, বিজিবি, সব জেলা পুলিশ সুপার (এসপি), সব জেলা রিটার্নিং কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্রমতে, বৈঠকে র্যাবের মহাপরিচালক মোবাইল নিয়ে কেন্দ্রে না যাওয়ার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, কেন্দ্রের অভ্যন্তরে ভোটকক্ষে কোন ধরণের ছবি ও ভিডিও ধারণ করা যাবে না; এ বিধি-নিষেধ আরোপ করতে হবে। সাংবাদিকদের নির্বাচনের কার্যক্রম পর্যবেক্ষণের ক্ষেত্রে যেনো তেনো ভাবে কাউকে কার্ড না দিতে ইসির প্রতি অনুরোধ জানান র্যাব ডিজি। তিনি আরো বলেন, নির্বাচনে দেশী-বিদেশী পর্যবেক্ষকদের কার্যক্রম সর্তকতার সঙ্গে অবলম্বন করার জন্য বিশেষভাবে তাগিদ দেন।
সশস্ত্রবাহিনীর বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার বলেন, নির্বাচন কমিশন যে নিদের্শনা দেবে সেই অনুযায়ী আমরা কাজ করব। পাবর্ত্য এলাকায় ঝামেলা বিদ্যমান; সেখানের রিটার্নিং কর্মকর্তাকে সর্তক থাকতে হবে। নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রাখতে ওই এলাকার জন্য হেলিকপ্টার প্রস্তুত রাখতে হবে।
বৈঠকে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, বিভিন্ন রাজনৈতিক দল নানা সুযোগ নিয়ে নির্বাচনে বিশৃঙখলা তৈরি করতে পারে। এ সুযোগে জঙ্গিরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ওই গোষ্ঠীটি নির্বাচনের প্রচারণা শুরুর পর তৎপর হয়ে উঠেছে। পুলিশকে ব্যস্ত রাখার কৌশলে নেমেছে। এমনকি দফায় দফায় ফোন দিয়ে মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে কাজে বিঘ্ন তৈরির চক্রান্তে নেমেছে। ইতোমধ্যে তাদের ওই পরিকল্পনা ফাঁস হয়েছে; তাদের নথি আমাদের কাছে এসে পৌছেছে। মোবাইল ব্যাংকিং নির্বাচনের ৩দিন আগে বন্ধ রাখতে হবে। মনিটরিং ও ট্রাকিং বন্ধ রাখতে হবে।
একজন পুলিশ সুপার বলেন, ক্ষমতাসীন দলের বড় নেতাদের নির্বাচন করে হত্যার পরিকল্পনা নিয়ে মিশনে নেমেছে। দেশে গুপ্ত হত্যা ও খুন বেড়ে যেতে পারে। উত্থান ঘটতে পারে জঙ্গি চক্রের। ওই কর্মকর্তা কেন্ত্রে ভোটগ্রহণ কর্মকর্তা ছাড়া কাউকে মোবাইল নিয়ে প্রবেশ না করতে ব্যবস্থা নিতে কমিশনকে অনুরোধ জানিয়েছেন।
এদিকে নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে ভোটের তিন দিন আগে মোবাইল ব্যাংকিং কার্যক্রম বন্ধ করার প্রস্তবনা দেয়া হয়েছে বৈঠকে। এই প্রস্তাবের পক্ষে যুক্তি দেয়া হয়, নির্বাচনকালীন সময়ে বিদেশ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা আসতে পারে। এসব টাকা নির্বাচনকে প্রভাবিত করতে পারে। এক্ষেত্রে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইসিকে অনুরোধ করেছেন। বৈঠকে সেনাবাহিনীর মোতায়েনের বিষয়ে সভায় দুই ধরনের বক্তব্য উঠে এসেছে। ইসির পূর্ব ঘোষণা অনুযায়ী ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ছিল। বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর একটি পক্ষের দাবি, নয় দিনের চেয়ে সেনা মোতায়েন বাড়ানো হোক। আরেক পক্ষের দাবি, সেনাবাহিনী মোতায়েনের সময় কমিয়ে বরং বিজিবিকে আগে নামানো হোক। রোহিঙ্গা বিষয়েও আলোচনা হয়েছে বৈঠকে। বলা হয়েছে, রোহিঙ্গারা নির্বাচন প্রভাবিত করতে পারে। সেজন্য বিশেষ নজরদারি বাড়াতে হবে।
বৈঠকে নির্বাচন কমিশনারও কিছু নির্দেশনা দেন। নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, আমার কাছে ২৪ ঘণ্টা ফোন আসছে। বেশিরভাগই বলেন, স্যার ভোট দিয়ে বাসায় ফিরতে পারবো কিনা? ভোটারদের এই আশঙ্কা রাখা যাবে না। এটা দূর করতে হবে আপনাদের।
নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, ১২ ডিসেম্বর ঢাকা-১ আসনের প্রার্থীকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো। রিটার্নিং কর্মকর্তাকে ফোন করে জানতে চাইলে জানান, তিনি নাকি কিছু জানেন না। একজন প্রার্থীকে তুলে নিয়ে গেলো আপনি কিছুই জানেন না। তাহলে এতো সমন্বয়হীনতা নিয়ে আপনারা কাজ করছেন কিভাবে? তিনি বলেন, আগামী ২০ ডিসেম্বরের পর পরিস্থিতি আরও বেশি খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। ওই সময়টিতে আপনাদের অধিক ধৈর্য্য ধারণ করতে হবে। মনে রাখতে হবে, ফৌজদারি অপরাধ আর আচরণবিধি এক নয়। আপনাদের ছোট্ট একটা ভুলের কারণে অনেক কিছু ঘটে যেতে পারে।
সভা শেষে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, বৈঠকে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে গণমাধ্যমের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সভার প্রস্তাবগুলোর বিষয়ে কমিশন বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।t

- বেঙ্গল ফেডারেল ক্রেডিট ইউনিয়ন অনুমোদন পেল
- লেফটেন্যান্ট কমান্ডার হলেন সৈয়দ সুমন
- ট্রাম্প-ক্যুমো ফোনালাপ
ষড়যন্ত্রের অভিযোগ মামদানির - ট্রাম্প-পুতিন বৈঠকে ভারতের লাভক্ষতি
- গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সংবাদ সম্মেলন
- বনভোজনে বাবা-মা’র সামনেই মর্মান্তিক মৃত্যু
- ড. ইউনূস অশান্তির দূত : ড. নবী
- টাইমস স্কয়ারে একই দিনে ২টি দুর্গাপূজা
- মুনা কনভেনশন
বাংলাদেশি মুসলিমের মহাসম্মেলন - ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড মোতায়েন
- নিউইয়র্ক পাবনাবাসির বনভোজন কাল
- ১৫ আগস্ট উপলক্ষ্যে নিউইয়র্কে নানা আয়োজন
- বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি
ভোটের আগে অনেক চ্যালেঞ্জ - নিউইয়র্ক সিটি শিক্ষার্থীদের টেস্ট স্কোরে সাফল্য
- হাসিনা ভাগ্নি টিউলিপের পূর্বাচল কেলেংকারি
- বিবাহভিত্তিক গ্রীনকার্ডে কড়াকড়ি: ভূয়া স্বামী-স্ত্রী দেখালেই ডিপোর
- ৫০ হাজার ডলার বোনাস
আইস পুলিশে ১ লাখ আবেদন - প্রবাসীরা ভোটাররা পাচ্ছেন স্মার্ট কার্ড
- আজকালের আজকের সংখ্যা ৮৮৩
- এলডিসি উত্তরণের সিদ্ধান্ত আত্মঘাতী
- ‘কেন সিসি ক্যামেরা লাগিয়েছিস’ বলে চড় মারে ডাকাত
- ইতালিতে বাড়ছে অনিয়মিত অভিবাসীর সংখ্যা, শীর্ষে বাংলাদেশিরা
- কী থাকছে ভোটের রোডম্যাপে
- রাতে জামিনে কারামুক্ত শমী কায়সার
- নির্বাচন ফেব্রুয়ারিতেই, বয়কটকারীরা রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে
- বৈধ না হলে নির্বাচন আয়োজনের কোনো মানে হয় না : ড. ইউনূস
- ইলিশ গেল কই?
- ‘গ্রেটার ইসরাইল’ আধ্যাত্মিক মিশনে নেতানিয়াহু
- ধর্ষণ করতে গিয়ে ধরা খেল ছাত্রলীগ থেকে ছাত্রদল নেতা হওয়া রকি
- মিয়ানমারের বন্দিশিবিরে বৈদ্যুতিক শক, গণধর্ষণ
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- আজকাল ৮৫৫ তম সংখ্যা
- ৩০ দিন পর থাকবে না ফেসবুক লাইভ ভিডিও, বিকল্প কী?
- আজকালের আজকের সংখ্যা ৮৫৮
- চিনি ছাড়ার সহজ ৫ উপায়
- ‘আজকাল’- ৮৫৯
- যুক্তরাষ্ট্রের ‘এআই ঘোড়ার’ লাগাম টেনে ধরল চীনের ডিপসিক
- আজ ভালোবাসা দিবস
- ‘আজকাল’- এখন বাজারে।
- আজকালের আজকের সংখ্যা ৮৬০
- ঈদের কেনাকাটায় কোন ধরনের পোশাক ক্রেতাদের মন কাড়ছে ?
- নাট্যজনদের মিলনমেলা কৃষ্টির নাট্যেৎসব প্রশংসিত
- টক দই খেলে কী উপকার
- এবার ইন্সটাগ্রামে আসছে ডিসলাইক বাটন
- আজকের আজকাল ৮৬১ সংখ্যা
- ‘আজকাল’- ৮৭১ সংখ্যা
- আজকের সংখ্যা ৮৫৭
- আজকাল ৮৬২তম সংখ্যা

- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ভাঁজ করা যাবে এই ফোন
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ