নুরের ওপর নৃশংস হামলা: সারা দেশে প্রতিবাদ বিক্ষোভ অবরোধ
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৫

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর নৃশংস হামলার ঘটনায় সারা দেশে প্রতিবাদের ঝড় উঠেছে। রাজধানী ঢাকায় কেন্দ্রসহ বিভিন্ন স্থানে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পাশাপাশি শুক্রবার রাতে ও শনিবার দিনভর সড়ক-মহাসড়ক অবরোধ, সমাবেশ, বিক্ষোভ, লাঠি মিছিল, মানববন্ধন, মশাল মিছিল করেছেন গণঅধিকার পরিষদ, এনসিপি ও আপ বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আর তদন্ত কমিটি গঠন, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ। বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। পাশাপাশি পুলিশ বিভাগ থেকেও করা হচ্ছে তদন্ত কমিটি।
এদিকে ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা। ঘটনাটি গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। হামলাকারী মেরুন কালারের টি-শার্ট পরিহিত ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। তার নাম মিজানুর রহমান। তিনি পল্টন থানার কনস্টেবল। চিকিৎসকরা জানিয়েছেন, জ্ঞান ফিরলেও নুর এখনো আশঙ্কামুক্ত নন। তার চিকিৎসায় গঠন করা হয়েছে ছয় সদস্যের মেডিকেল বোর্ড। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার দুপুর ১টার দিকে প্রধান উপদেষ্টা মোবাইলে ফোন করে নুরের স্বাস্থ্যের খোঁজ নেওয়ার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন। এ সময় প্রধান উপদেষ্টাকে শুক্রবারের ঘটনার বিস্তারিত জানান নুরুল হক নুর। প্রধান উপদেষ্টা কাকরাইলের ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বিদ্যমান পরিস্থিতিতে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে মন্ত্রণালয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। পৃথক বৈঠক হয়েছে পুলিশ সদর দপ্তর এবং ডিএমপি সদর দপ্তরেও। বৈঠকের পর্যালোচনায় উঠে এসেছে, নুরের ওপর হামলার ঘটনায় পুলিশ সদস্যরা অস্বাভাবিক আচরণ করেছেন। বলা হয়, বেআইনি জনসমাগম বন্ধ করতে আইনগত কিছু প্রক্রিয়া আছে। এ প্রক্রিয়ার অংশ হিসাবে প্রথমে সতর্ক করতে হবে। এরপর পানি ছুড়তে হবে। এতে কাজ না হলে গ্যাস গান নিক্ষেপ করতে হবে। গ্যাস গানে কাজ না হলে টিয়ারশেল মারতে হবে। এরপর লাঠিপেটা করা যেতে পারে। কিন্তু সব প্রক্রিয়া বাদ দিয়ে হঠাৎ করে লাঠিপেটা করা নিঃসন্দেহেই রহস্যজনক। কেন এটা করা হলো সেটা বের করতে ডিএমপির পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস এন নজরুল ইসলাম যুগান্তরকে বলেন, নুরের ওপর হামলার ঘটনায় কোনো পুলিশ সদস্যের দায়-দায়িত্ব নির্ধারণে একটি কমিটি গঠন করা হবে। হামলার ঘটনায় কারও ইন্ধন আছে কি-না জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি নিয়ে গোয়েন্দা সংস্থার লোকজন কাজ করছে। তারা ভালো বলতে পারবেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নুরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এক সভায় শনিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিচার বিভাগীয় তদন্তের নেতৃত্বে থাকবেন হাইকোর্টের একজন বিচারপতি। ‘অন্তর্বর্তী সরকার এই ঘটনার সম্পূর্ণ বিচারিক তদন্তের নির্দেশ দিয়েছেন। যারা দায়ী, তাদের আইনের আওতায় আনা হবে।’ তিনি বলেন, শনিবার প্রধান উপদেষ্টা নুরুল হকের সঙ্গে মুঠোফোনে কথা বলেছেন। এ সময়ে তিনি (ড. ইউনূস) নুরুল হকসহ আহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানান। তাদের সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিতের বিষয়ে নির্দেশনা দিয়েছেন। প্রয়োজনে নুরুল হককে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে বলে জানানো হয়েছে। প্রশ্ন ছিল, নুরুল হক নুরকে লাঠিপেটার ভিডিও চিত্রে লাল শার্ট পরিহিত এক ব্যক্তিকে দেখা গেছে। তিনি কে? জবাবে শফিকুল আলম বলেন, এটা তদন্ত করা হচ্ছে। আমি যেটা জানি, উনি হচ্ছেন একজন পুলিশ কনস্টেবল। উনি ডিউটিতেই ছিলেন।’
তীব্র নিন্দা অন্তর্বর্তী সরকারের : নুরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার এক বিবৃতিতে বলা হয়, এই ধরনের সহিংসতা ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিতের ঐতিহাসিক সংগ্রামে জাতিকে একত্র করা গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিটের ওপরেও আঘাত বলে মনে করে অন্তর্বর্তী সরকার। এ ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে বলা হয়, সর্বোচ্চ গুরুত্বসহকারে তদন্ত সম্পন্ন করা হবে। প্রভাব বা পদমর্যাদা যাই হোক না কেন, জড়িত কোনো ব্যক্তি জবাবদিহি থেকে রেহাই পাবে না। স্বচ্ছতা এবং দ্রুততার সঙ্গে এর বিচার সম্পন্ন করা হবে। বিবৃতিতে আরও বলা হয়, আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের ফেব্র“রির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। জনগণের ইচ্ছা জয়ী হবে, কোনো অশুভ শক্তিকে গণতন্ত্রের পথে অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে দেওয়া হবে না।
তিন দাবি : গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় সরকারের কাছে তিন দফা দাবি জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ থেকে এ দাবি জানান তিনি। তিন দফা দাবির মধ্যে রয়েছে- আজকের (শনিবার) মধ্যে সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করা। এ সময় রাশেদ খান অভিযোগ করে বলেন, নুরকে হত্যার উদ্দেশে তাকে বুটজুতা দিয়ে পেষা হয়েছে। অনেকে বলেছেন আমরা নাকি জাতীয় পার্টির কার্যালয়ে গিয়েছিলাম, সে জন্য মেরেছে। অথচ আমরা সেখান থেকে আমাদের কার্যালয়ের সামনে আসার পরই নুরসহ নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা হয়েছে। হামলায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। নুরকে হত্যার মাস্টার প্ল্যান অনুযায়ী নির্দয়ভাবে পেটানো হয়েছে উলেখ করে পুলিশ ও প্রতিরক্ষা সংস্কার কমিটি গঠনের দাবি জানান তিনি।
মেরুন রঙের টিশার্ট পরা যুবক পল্টন থানার ওসির গাড়িচালক : শুক্রবার রাতে জাতীয় পার্টির সঙ্গে গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের সংঘর্ষের একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে মেরুন রঙের টিশার্ট পরা এক যুবককে লাঠি হাতে নিয়ে বেধড়ক হামলা চালাতে দেখা যায় গণঅধিকারের নেতাকর্মীদের ওপর। ওই যুবকের পরিচয় নিয়ে তুমুল হইচই শুরু হয় বিভিন্ন মাধ্যমে। এই অবস্থায় প্রথমে দায়িত্ব না নিলেও ওই যুবকের পরিচয় নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। জানা গেছে, ওই যুবক পল্টন থানায় কনস্টেবল হিসাবে কর্মরত। তার নাম মিজানুর রহমান (বিপি নম্বর- ৯৭১৭১৯৭২৪৩)। তিনি পল্টন থানার ওসি নাসিরুল আমিনের গাড়িচালক। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম জানান, মিজানুরের পরিচয় শনাক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মামলা হয়নি : জাতীয় পার্টির সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গণঅধিকার সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মী আহতের ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। শনিবার সন্ধ্যায় ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, এ পর্যন্ত কেউ মামলা করতে আসেনি। অন্যদিকে এর আগে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান গণমাধ্যমকে জানান, নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে তারা পরবর্তী পদক্ষেপ নেবেন।
স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ছড়ানো কলরেকর্ড ভুয়া : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিও কল রেকর্ডটি ভুয়া বলে দাবি করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলছে, অডিও কল রেকর্ডটি বিকৃত বা কৃত্রিমভাবে তৈরি কণ্ঠ। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসানের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অডিওটি সম্পূর্ণ ভুয়া এবং এতে ব্যবহৃত কণ্ঠ স্বরাষ্ট্র উপদেষ্টার নয়। সচেতন যে কেউ সহজেই বুঝতে পারবেন এটি বিকৃত বা কৃত্রিমভাবে তৈরি কণ্ঠ। ‘ইসমাইল চৌধুরী সম্রাট’সহ একাধিক ভুয়া ফেসবুক আইডি থেকে ছড়িয়ে পড়া ২৫ সেকেন্ডের এই অডিওতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ভিপি নুরের বিষয়ে এক অজ্ঞাতপরিচয় পুলিশ কর্মকর্তাকে নির্দেশনা দিতে শোনা যায় বলে দাবি করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের ভুয়া ও বিভ্রান্তিকর অডিও রেকর্ড জনসাধারণকে মিথ্যা তথ্য দিচ্ছে।
জি এম কাদেরের গ্রেফতার দাবি : জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে, ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’ নামের একটি সংগঠন। শনিবার বিকাল চারটার পর রাজধানীর উত্তরায় অবস্থিত জি এম কাদেরের বাসার সামনে আয়োজিত সংবাদ সম্মেলন করে এই দাবি জানায় সংগঠনটি। পরে সেখানে জি এম কাদেরের কুশপুত্তলিকা পোড়ানো হয়। সংবাদ সম্মেলনে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের মুখপাত্র ফানতাসির মাহমুদ সাংবাদিকদের বলেন, জি এম কাদের এবং জাতীয় পার্টি ছিল ভারতের পালিত দল এবং আওয়ামী লীগের গৃৃহপালিত বিরোধী দল। তারা পরপর তিনটি নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। সেজন্য তদন্ত সাপেক্ষে তাদের নিষিদ্ধ করতে হবে।
জাতীয় পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ : জাতীয় পার্টির কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে জাতীয় পার্টির পক্ষ থেকে অভিযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড এবং জলকামান ব্যবহার করে পুলিশ। শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এর আগে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে সংগঠনের নেতাকর্মীর বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি কাকরাইল-বিজয়নগর হয়ে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে যাওয়ার পথে হঠাৎ এই হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হামলাকারীরা এ সময় জাতীয় পার্টির কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকে পড়েন এবং নিচ তলায় থাকা লাইব্রেরিতে আগুন দেন। ভবনের সামনে থাকা সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতি ভাঙচুর করেন হামলাকারীরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশসহ আইনপ্রয়োগকারী সদস্যরা এগিয়ে আসেন। এ সময় তাদের উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপেরও ঘটনা ঘটে। পুলিশ প্রথমে নিরাপত্তা বলয় গড়ে তোলার চেষ্টা করে। কিন্তু ত
জিএম কাদেরের বাসভবনে নিরাপত্তা জোরদার : এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উত্তরার বাসভবনে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার সকাল থেকে একদল লোক জড়ো হয়ে জিএম কাদেরকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে তার বিচারের দাবিতে সেখানে স্লোগান দিচ্ছিলেন। পরে সংশ্লিষ্ট থানা থেকে নিরাপত্তা বাড়ানো হয়।
তারেক রহমানসহ বিভিন্ন দলের নিন্দা, বিক্ষোভ : নুরের ওপর হামলা ও কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার নিন্দা জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দল। হামলার প্রতিবাদে শনিবার রাজধানীতে বিক্ষোভও করেছে কয়েকটি দল। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নেতারা। এদিকে এদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বিএনপিসহ বেশ কয়েকটি দলের নেতা। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশকে অবশ্যই বেআইনি মবের শাসন থেকে বেরিয়ে আসতে হবে। নুরুল হক নুরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, আমরা বর্তমানে একটি অত্যন্ত স্পর্শকাতর গণতান্ত্রিক উত্তরণের সময় অতিক্রম করছি, যার প্রথম ধাপ হলো জাতীয় নির্বাচন। আমাদের সম্মিলিতভাবে নিশ্চিত করতে হবে যে আজ যা ঘটেছে, তেমন অস্থিতিশীল ঘটনা যেন আর ছড়িয়ে পড়তে না পারে এবং আমাদের গণতন্ত্রের পথে অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত না করে। তিনি বলেন, বিএনপি এবং মিত্র গণতন্ত্রপন্থি অংশীদারদের অবশ্যই সংযম ও সহনশীলতা বজায় রাখতে হবে। গত বছরের গণ-অভ্যুত্থানে
নুরের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।
নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির মহাসচিব মাওলানা সাজেদুর রহমান ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবিব এক যৌথ বিবৃতিতে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্তপূর্বক কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। নুরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনায় নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল। সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার শনিবার এক বিবৃতিতে বলেন, বাংলাদেশ এখন একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে দেশকে অস্থিতিশলী করার ষড়যন্ত্র পরিলক্ষিত হচ্ছে। নুরুল হক নুরের ওপর হামলা তারই আলামত বলে মনে করা হচ্ছে।
হাসপাতালে রাজনৈতিক দলের নেতারা : এদিকে শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা। দুপুরে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। আইসিইউতে নুরকে দেখার পর চিকিৎসকদের কাছ থেকে তার সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। এ সময় মঈন খান সাংবাদিকদের বলেন, রাজপথে নুরুল হক নুরের অবস্থান স্পষ্ট। তার ওপর এভাবে হামলার ঘটনা দেশের মানুষ মেনে নিতে পারে না। এ ঘটনার আমরা তদন্ত চাই। এর আগে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম নুরুল হক নুরকে দেখতে যান। তিনি তার সর্বশেষ চিকিৎসা সম্পর্কে অবহিত হন। নুরুল হক নুরের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানান ডা. রফিকুল ইসলাম। নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুলাহ মোহাম্মদ তাহের। আইসিইউতে চিকিৎসাধীন নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। এ সময় নুরুল হক নুরের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। দুপুরে নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল যান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদত সাইফুল হক।
হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ : নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছেন জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের উদ্যোগে শনিবার বাদ জোহর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে।
নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর বিজয়নগর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলে এবি পার্টিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মী অংশ নেন। বিকাল সোয়া ৫টার দিকে বিজয়নগর আলরাজী কমপ্লেক্সের সামনে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন তারা। এর আগে জামান টাওয়ারের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিজয়নগর আসেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। বেশ কিছুক্ষণ অবরোধের পর তারা সড়ক ছেড়ে দিয়ে নিজ নিজ সংগঠনের ব্যানারে মিছিল নিয়ে পৌনে ৬টার দিকে স্থান ত্যাগ করেন। এ সময় নেতাকর্মীরা অবিলম্বে নুরের ওপর হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানান।
নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে বাইতুল মোকাররম উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মিছিলে নেতৃত্ব দেন দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ। বিক্ষোভ মিছিল করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) । জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে বক্তব্য দেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুসহ কেন্দ্রীয় নেতারা।
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’ নামের একটি সংগঠন। বিকাল ৪টার পর রাজধানীর উত্তরায় অবস্থিত জিএম কাদেরের বাসার সামনে আয়োজিত সংবাদ সম্মেলন করে এই দাবি জানায় সংগঠনটি। পরে সেখানে জিএম কাদেরের কুশপুত্তলিকা পোড়ানো হয়।
হামলার প্রতিবাদে সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে মশাল মিছিল বের করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
৪৬ নাগরিকের বিবৃতি : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ, একই ইস্যুতে রাস্তায় নামা ডিপ্লোমা শিক্ষার্থীদের ওপরও হামলা ও নুরুল হক নুরের ওপর হামলা ঘটনার নিন্দা জানিয়েছেন দেশের ৪৬ জন বিশিষ্ট নাগরিক। এক বিবৃতিতে সব শ্রেণি-পেশা, রাজনৈতিক দল, সামাজিক ও ধর্মীয় গোষ্ঠী এবং ব্যক্তির প্রতি গণতান্ত্রিক আচরণ প্রদর্শনের জন্য আইনশৃঙ্খলা বাহিনির প্রতি আহŸানও জানান তারা। বিবৃতিদাতারা হলেনÑকবি কাজল শাহনেওয়াজ, অধ্যাপক রায়হান রাইন, প্রবাসী লেখক ও নৃবিজ্ঞানী সায়েমা খাতুন, অর্থনীতিবিদ জিয়া হাসান, সহকারী অধ্যাপক জিএইচ হাবীব, নির্মাতা আশফাক নিপুণ, লেখক ও সম্পাদক রাখাল রাহা, রাজনৈতিক বিশ্লেষক ড. মারুফ মলিক প্রমুখ।
রাজশাহী : শুক্রবার রাত সাড়ে ১১টায় রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। মিছিলটি রাজশাহী কলেজের সামনের সড়ক দিয়ে ঘুরে সাহেববাজার গণকপাড়া হয়ে জাতীয় পার্টির অফিসের সামনে দিয়ে যাচ্ছিল। পরে রাত ১২টার দিকে গণকপাড়ায় জাতীয় পার্টির রাজশাহী জেলা ও মহানগর অফিসে হামলা করা হয়। কয়েকজন নেতাকর্মী ভেতরে ঢুকে অফিসের দরজা এবং চেয়ার-টেবিল ভাঙচুর করেন। এরপর সাইনবোর্ড খুলে রাস্তায় এনে আগুন জ্বালিয়ে দেন। পরে সেখানে পুলিশের দুটি গাড়ি যায়। মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘পুলিশ পৌঁছার আগেই জাতীয় পার্টির অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।’
খুলনা : খুলনায় জাতীয় পার্টি কার্যালয়ে হামলা চালিয়েছে গণঅধিকার পরিষদ খুলনার নেতাকর্মীরা। তবে পুলিশী তৎপরতায় তারা কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে পারেনি। বিক্ষোভকারীরা প্রধান ফটকের সামনে দলের সাইন বোর্ড ভেঙে দেয়। তখন পুলিশ লাঠি চার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। গণঅধিকার পরিষদের দাবি পুলিশের সঙ্গে ধাওয়া-পালটাধাওয়া ও লাঠিচার্জে তাদের ১৫-২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার বিকাল ৫টায় নগরীর ডাকবাংলো মোড়ে জাতীয় পার্টির জেলা ও মহানগর কার্যালয়ে এ ঘটনা ঘটে। গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহসম্পাদক এসকে রাশেদ বলেন, মিছিল নিয়ে আমাদের ছেলেরা ডাকবাংলোর জাতীয় পার্টি অফিসের সামনে গেলে সেখানে অবস্থানরত জাতীয় পার্টির নেতাকর্মী এবং পুলিশ তাদের ওপর হামলা চালায়। হামলায় গণঅধিকার পরিষদের অন্তত ২০ নেতাকর্মী আহত হন। তাদেরকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, গণঅধিকার পরিষদের কিছু নেতাকর্মী লাঠিসোটা নিয়ে মিছিল সহকারে ডাকবাংলোস্থ জাতীয় পার্টি অফিসের সামনে আসে। তারা সেখানে বিশৃঙ্খলা চালানোর চেষ্টা করলে পুলিশ তাদেরকে সরিয়ে দেয়।
টাঙ্গাইল : শনিবার বেলা ১১টার দিকে জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নিরালা মোড় পার হয়ে টাঙ্গাইল সদর থানার পাশে জেলা জাতীয় পার্টির অফিসে যায়। এ সময় জাতীয় পার্টির অফিস ভাঙচুর করা হয়। একপর্যায়ে অফিসের ভেতরে প্রবেশ করে ভাঙচুর করা হয়।
ঠাকুরগাঁও : শনিবার দুপুর দেড়টায় গণধিকার পরিষদের নেতাকর্মীরা ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় জাতীয় পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর ও বাইরে আগুন ধরিয়ে দেয়। হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল বলেন, উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুরের খবর পেয়ে হরিপুর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করে।

- কমলা হ্যারিসের রাষ্ট্রীয় সুবিধায় ট্রাম্পের হস্তক্ষেপ
- ট্রাম্পের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে, কী ঘটেছে?
- নিঃস্ব থেকে হাজার কোটি টাকার মালিক
- ভারত সফর বাতিল করলেন ট্রাম্প
- লিটনের ঝড়ো ব্যাটিংয়ে সহজ জয় বাংলাদেশের
- পাঁচ ব্যাংকে জমা টাকাই এখন দুঃস্বপ্ন, গ্রাহকরা ফিরছেন খালি হাতে
- আতঙ্ক বাড়াচ্ছে আগ্নেয়াস্ত্র
- নুরের ওপর নৃশংস হামলা: সারা দেশে প্রতিবাদ বিক্ষোভ অবরোধ
- বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা
- ম্যানহাটনে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত
- বাংলাদেশ-আমেরিকান কার ও লিমোজিন এসো: বর্ণাঢ্য বনভোজন
- ইডিপির বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক উৎসব কাল
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটি’র ব্যাক টু স্কুল কর্মসূচি
- যশোর সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত
- নারায়ণগঞ্জ সমিতির পিকনিকে হাজারো মানুষের ভিড়ে
- অ্যাবারনি’র জমকালো অ্যাওয়ার্ড নাইটে রিয়েলটদের মিলনমেলা
- নিউইয়র্কে ক্ষুদে শিক্ষার্থীদের জন্য ভালো’র ‘ব্যাক টু স্কুল’ উদ্যো
- প্রবাসী সুরক্ষা আইন বাস্তবায়ন কমিটির মতবিনিময়
- সকল বিভেদ ভুলে এক হয়ে চলার আহবান শাহ নেওয়াজের
- নিউইয়র্কে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান
- ‘কথিত সাংবাদিক’ ছাবেদ সাথী গ্রেপ্তার
- ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন ফেড গভর্নর
- ঢাকার মার্কিন দূতাবাসে হামলায় আশঙ্কায় সতর্ক ঢাকা
- আজ ফোবানার পর্দা উঠছে নায়াগ্রা ফলসে
- কনস্যুলেটে হামলায় সিদ্দিক ও ইকবালের বিরুদ্ধে অভিযোগ
- প্রার্থীদের নাম থাকছে না ব্যালটে প্রবাসীরা ভোট দেবেন মার্কায়
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- যুক্তরাষ্ট্রে গির্জায় বন্দুকধারীর হামলায় দুই শিশু নিহত,
- বহু নারীর জীবন নষ্টে তৌহিদ আফ্রিদি
- যুক্তরাষ্ট্রে সিডিসি প্রধানকে বরখাস্ত
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- ৩০ দিন পর থাকবে না ফেসবুক লাইভ ভিডিও, বিকল্প কী?
- আজকালের আজকের সংখ্যা ৮৫৮
- ‘আজকাল’- ৮৫৯
- আজ ভালোবাসা দিবস
- ‘আজকাল’- এখন বাজারে।
- আজকালের আজকের সংখ্যা ৮৬০
- নাট্যজনদের মিলনমেলা কৃষ্টির নাট্যেৎসব প্রশংসিত
- ঈদের কেনাকাটায় কোন ধরনের পোশাক ক্রেতাদের মন কাড়ছে ?
- টক দই খেলে কী উপকার
- আজকের আজকাল ৮৬১ সংখ্যা
- এবার ইন্সটাগ্রামে আসছে ডিসলাইক বাটন
- ‘আজকাল’- ৮৭১ সংখ্যা
- আজকের সংখ্যা ৮৫৭
- সাপ্তাহিক আজকাল আজকের সংখ্যা ৮৬৬
- আজকাল ৮৬২তম সংখ্যা
- ইনস্টাগ্রামে ছড়ায় ছবির বিভ্রান্তি
- গরমে স্বস্তি দেবে অ্যালোভেরার জুস, আরো যে উপকার

- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উস্কানি মন্তব্যে যুক্তরাষ্ট্রের নিন্দা