হাসিনাকে ফেরত পর্যালোচনায় ভারত
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫
► মৃত্যুদণ্ডের রায়ের কপি পেলেন আইনজীবীরা ► প্লট দুর্নীতি মামলার রায় আজ ► ব্যাংকের ভল্টে সোনার ভান্ডার নিয়ে তোলপাড়
মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায়ের কপি দেওয়া হয়েছে আইনজীবীদের। আজ ৩০ কাঠা প্লট দুর্নীতি মামলার রায় দেওয়া হবে। তাঁকে দেশে ফেরত আনা নিয়েও চলছে আলোচনা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের পাঠানো চিঠি পেয়েছেন তাঁরা। সেটি এখন পর্যালোচনা করে দেখা হচ্ছে। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, ভারতকে চিঠি দেওয়া হলেও জবাব এখনো আসেনি। এদিকে অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার লকারে ৮৩২ ভরি সোনা পাওয়া নিয়ে চলছে তোলপাড়।
জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পাওয়ার কথা জানিয়েছেন আইনজীবীরা। প্রসিকিউশন জানিয়েছে, রায় পর্যালোচনা করে তারা এ বিষয়ে মন্তব্য করবে। অন্যদিকে এ মামলায় পাঁচ বছর কারাদ প্রাপ্ত আরেক আসামি ও রাজসাক্ষী (অ্যাপ্রুভার) পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের আইনজীবী জানিয়েছেন, আসামির পরিবারের সঙ্গে কথা বলে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন তিনি।
নিয়ম অনুযায়ী, পূর্ণাঙ্গ অনুলিপিতে রায় প্রদানকারী তিন বিচারকের স্বাক্ষরের পর সত্যায়িত কপি পাবে প্রসিকিউশন ও গ্রেপ্তার আসামিপক্ষ। পূর্ণাঙ্গ রায়ের সত্যায়িত অনুলিপি পাঠানো হবে জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়েও। রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের ৩০ দিনের মধ্যে আপিলের বাধ্যবাধকতা রয়েছে আইনে। কিন্তু শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁন কামাল পলাতক থাকায় তাঁরা রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাচ্ছেন না। এর আগে ১৭ নভেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড এবং রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছর কারাদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ রায় দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। ওই দিন রায়ের সারাংশ ঘোষণার সময় ট্রাইব্যুনাল জানান, পূর্ণাঙ্গ রায়টি ৪৫৩ পৃষ্ঠার। গতকাল রায়ের বিষয়ে জানতে চাইলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্যতম প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমরা রায়ের অনুলিপি পেয়েছি। তবে আপাতত কারও সঙ্গে শেয়ার করব না। রায় পর্যালোচনা
শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের আনা পাঁচটি অভিযোগ রায়ের সময় পরিমার্জন করে দুটিতে ভাগ করেন ট্রাইব্যুনাল। এর মধ্যে একটিতে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁন কামালকে আমৃত্যু কারাদণ্ড এবং অন্যটিতে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল-১। দুই অভিযোগেই রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে দেওয়া হয় পাঁচ বছর জেল।
রায়ের সময় ট্রাইব্যুনাল বলেন, মানবতাবিরোধী অপরাধের যেসব অভিযোগ আনা হয়েছে, তাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও আইজিপি আবদুল্লাহ আল-মামুনের অপরাধ প্রমাণিত হয়েছে। তবে সম্পূর্ণ সত্য প্রকাশ করায় চৌধুরী মামুনের সাজা কমানো হয়েছে। ট্রাইব্যুনাল বলেন, শেখ হাসিনা ড্রোন, হেলকপ্টার এবং প্রাণঘাতী অস্ত্র ব্যহারের নির্দেশ দিয়ে সুপিরিয়র রেসপনসিবিলিটি করেছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপি প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ পালন করেছেন। শেখ হাসিনা তাঁদের এ নির্দেশ দিয়েছেন। রায়ে আন্দোলন দমন করার জন্য প্রাণঘাতী অস্ত্র ব্যবহার এবং হেলিকপ্টার থেকে গুলির ‘নির্দেশ’ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল এবং ডিএসসিসির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে শেখ হাসিনার টেলিফোন কথোপকথন তুলে ধরেন ট্রাইব্যুনাল।
কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপট, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলা এবং পরে আন্দোলনকারীদের ওপর গুলি করে হত্যার বিস্তারিত বর্ণনা দিয়েছেন ট্রাইব্যুনাল। বিচারকাজ চলার সময় অডিও-ভিডিওসহ যেসব তথ্য-উপাত্ত ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে সেসবও বর্ণনা করেন বিচারক। ঘটনার শিকার ও সাক্ষীরা কী বলেছেন তার বর্ণনা দেওয়া হয়। ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থান চলাকালে বিভিন্ন ভিডিওতে পাওয়া শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের তথ্যপ্রমাণের বিবরণ দেওয়া হয় রায়ে। এ ছাড়া ঢাকার যাত্রাবাড়ী, রামপুরা, বাড্ডা, সাভার, আশুলিয়া, বিভাগীয় শহর রংপুরসহ বিভিন্ন স্থানে যেভাবে প্রাণঘাতী গুলি ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যা করা হয়েছে, সেগুলোর ভিডিও ও তথ্যপ্রমাণের বিবরণও রায়ে দেওয়া হয়েছে।
প্লট বরাদ্দে দুর্নীতি রায় আজ : ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ৪৭ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক তিন মামলার রায় আজ ঘোষণা করা হবে।
ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বেলা ১১টার পর এ রায় ঘোষণা করবেন। দুদকের প্রসিকিউটর মো. তরিকুল ইসলাম জানান, আমরা ৪৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড প্রত্যাশা করেছি।
রাজউকের সদস্য খোরশেদ আলমের আইনজীবী অ্যাডভোকেট মো. শাহীনুর ইসলাম বলেন, তিনি আশা করছেন তার আসামি খালাস পাবেন। কারণ সে কোনো অপরাধ করেনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হুকুম পালন করেছে মাত্র। এর আগে, ২৩ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে এই তিন মামলায় রায় ঘোষণার জন্য ২৭ নভেম্বর দিন ধার্য করেন। এই তিন মামলায় শুরু থেকে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল পলাতক রয়েছেন। রাজউক-এর সাবেক সদস্য খুরশীদ আলম কারাগারে রয়েছেন। শেখ হাসিনা তিন মামলার আসামি। জয় ও পুতুল পৃথক এক মামলার আসামি। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত ১৪ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে একটি মামলা করেন দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন। তদন্ত শেষে গত ১০ মার্চ ১২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া।
বাংলাদেশের অনুরোধ পর্যালোচনা করছে ভারত : ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য করা ঢাকার অনুরোধটি ভারত পর্যালোচনা করছে। বিষয়টি ভারতের চলমান অভ্যন্তরীণ বিচারিক ও আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে যাচাই করা হচ্ছে।
গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং বাংলাদেশের স্থায়িত্বের জন্য ভারত দায়বদ্ধ। বিশেষ করে বাংলাদেশের জনতার স্বার্থে ভারত সব পক্ষের সঙ্গে গঠনমূলক সম্পর্ক রেখে চলবে। এদিকে ছয় ভারতীয় নাগরিককে বাংলাদেশ থেকে ফেরত আনতে নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। এ প্রসঙ্গে রণধীর জয়সোয়াল বলেন, বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতের কনস্যুলার বার্তালাপ হয়। ঢাকার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। এই মুহূর্তে নতুন কোনো তথ্য নেই।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের বাসিন্দা সোনালী খাতুন, স্বামী ড্যানিশ শেখ, নাবালক পুত্র সাবিরসহ ছয়জনকে অবৈধ অনুপ্রবেশকারী বলে বাংলাদেশে পুশইন করে ভারত। তাদেরকে ফের ভারতে ফিরিয়ে এনে নাগরিকত্ব পরিচয় নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন আদালত।
শেখ হাসিনাকে ফেরত চেয়ে লেখা চিঠির জবাব এখনো আসেনি : পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায়ের পর শেখ হাসিনাকে ফেরত চেয়ে নয়াদিল্লিকে লেখা চিঠির জবাব এখনো আসেনি। কবে আসবে জানি না। এত দ্রুত উত্তর আশাও করে না ঢাকা। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, নোট ভারবালের মাধ্যমে নয়াদিল্লির বাংলাদেশ মিশন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত এর কোনো উত্তর আসেনি। তিনি আরও বলেন, আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করার জন্য পশ্চিমাদের কোনো চাপ অনুভব করছি না। ভারত যদি নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে চায়, তবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে নির্বাচন কমিশন।
এয়ারবাস কেনার সিদ্ধান্ত প্রসঙ্গে তৌহিদ হোসেন জানান, ফ্রান্স থেকে এয়ারবাস কেনা হোক বা না হোক, এর ফলে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। সম্পর্ক স্বাভাবিক ও সুদৃঢ় থাকবে।
সব স্বর্ণ শেখ হাসিনার নয় : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকার থেকে ৮৩২ ভরি স্বর্ণের গয়না পাওয়া গেছে। অগ্রণী ব্যাংকের লকারে রাখা সব স্বর্ণ শুধু শেখ হাসিনার নয়, তার বোন শেখ রেহানা ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ পরিবারের অন্য সদস্যদেরও ছিল বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন এসব জানান।
তিনি বলেন, ভল্টে থাকা নথি এবং অন্যান্য তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, জব্দ করা স্বর্ণালংকারের মধ্যে কিছু অংশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত, আবার কিছু অংশ তার বোন এবং মেয়ের ব্যক্তিগত সম্পদ।
আক্তার হোসেন বলেন, স্বর্ণালংকারগুলো আলাদা আলাদাভাবে মার্কিং (চিহ্নিত) করা ছিল। আমাদের অনুসন্ধানকারী দলের কর্মকর্তারা এখন স্বর্ণালংকারগুলো আলাদা করবেন। কার কোন অংশটুকু আছে, তা নির্ধারণ করা হবে। আমাদের অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট যে অংশগুলো থাকবে, সেগুলো এই অনুসন্ধানের সঙ্গে সম্পৃক্ত, সেগুলো তারা বিবেচনা করবেন। অন্যগুলো অন্য অনুসন্ধানের অংশ হতে পারে। জব্দ করা ৮৩২ ভরি স্বর্ণালংকারের মধ্যে শেখ হাসিনার কতটুকু- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেই অংশটুকু নির্ধারণ করার জন্যই ইনভেন্টরি করা হয়েছে এবং তার যে সম্পদ বিবরণী দাখিল করেছেন তার সঙ্গে মিলিয়ে যাচাই করে তার অংশটুকু নির্ধারণ করা হবে। তার জন্যই এত কার্যক্রম।
এর আগে মঙ্গলবার বিকালে রাজধানীর দিলকুশায় অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় শেখ হাসিনার দুটি লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ পায় দুদক।
- ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বাবা হতে চলেছেন
- নিউইয়র্কে জিয়াউর রহমানের ৯০তম জন্মদিবস পালন
- ব্রংকসে এসেন্ড এবিএ ও চিশতি সিপিএ অফিস উদ্বোধন
- আরও ৩৬ বাংলাদেশি ডিপোর্ট
- গাড়ির ইন্স্ুেরন্স ও চুরি কমানোর উদ্যোগ
- ব্রংকসে প্রবাসী বাংলাদেশিরা জাকির চৌধুরীর পেছনে ঐক্যবদ্ধ। নিউইয়র্
- যাদের ভোটে বদলে যেতে পারে সমীকরণ
- ৩০ বছরের মধ্যে ভয়াবহ তুষারঝড় নিউইয়র্কে!
- আল জাজিরাকে সজীব ওয়াজেদ জয়
‘হাসিনা আর রাজনীতি করবেন না’ - আল-জাজিরার বিশ্লেষণ
জামায়াত কি দেশ চালাতে সক্ষম? - কুফরি ও হঠকারিতার বিরুদ্ধে তারেক
- রব ও মান্না নেই বিএনপির সাথে
- নিউইয়র্কের খোকন তারেকের প্রতিদ্বন্দ্বি
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- পাকিস্তানী পুলিশ তালহা অফিসার যৌন হয়রানীর অভিযোগে সাসপেন্ড
- যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ
বেপড়োয়া ট্রাম্পের জনপ্রিয়তায় ধ্বস - আজকাল ৯০৬ তম সংখ্যা
- নতুন রেকর্ড গড়ে স্বর্ণের ভরি আড়াই লাখ টাকা ছাড়াল
- ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
- গ্রিনল্যান্ড ইস্যুতে সিদ্ধান্ত বদলালেন ট্রাম্প
- অভিবাসন ইস্যুতে মানবিক হওয়ার আহ্বান মামদানির
- ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- শ্বশুরবাড়ি গিয়ে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান
- মাঠের ভোটযুদ্ধ শুরু
- সরকারি বেতন দ্বিগুণ করার সুপারিশ
- ফ্রান্স ও ন্যাটো প্রধানের বার্তার স্ক্রিনশট ফাঁস করলেন ট্রাম্প
- ভয়ংকর জঙ্গল সলিমপুর
- রাশিয়ার হামলায় কিয়েভের প্রায় অর্ধেক এলাকা বিদ্যুৎবিহীন: ইউক্রেন
- গাজায় ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী ভাইরাস
- ভিসা বন্ড আজ থেকে চালু
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- সরাসরি কাবার ওপর সূর্য, বিরল মহাজাগতিক ঘটনা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- ১৮ জুলাই সবাইকে বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট দেবে সরকার
- আজকাল সংখ্যা ৮৭৯
- এক কোটি আইডি ডিলিট করল ফেসবুক, শুদ্ধি অভিযানের ঘোষণা
- কবির জন্য একটি সন্ধ্যা
- আজকালের আজকের সংখ্যা ৮৭৮
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮১ তম সংখ্যা
- রেকর্ড দামের পর ক্রিপ্টোকারেন্সির দরপতন
- আজকাল ৮৮৯
- প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
