নানা কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন সংগঠনের স্বাধীনতা দিবস উদযাপন
প্রকাশিত: ১ এপ্রিল ২০২৩
আজকাল রিপোর্ট
যথাযোগ্য মর্যাদায় এবং ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে ২৬ র্মাচ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। মাহে রমজানের কারণে ব্যাপক আকারে না হলেও বাংলাদেশ সোসাইটি সহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এই উপলক্ষে গ্রহণ করেছিল ভিন্ন ভিন্ন কর্মসূচি। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস, জাতিসংঘে বাংলাদেশ অস্থায়ী মিশনও দিবসটি উদযাপন করে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে।
বাংলাদেশ সোসাইটি : স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ সোসাইটি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতে সোসাইটি কর্তৃক পরিচালিত বাংলা স্কুলের ছেলেমেয়েরা স্বাধীনতা দিবসের উপরে তাদের বিভিন্ন কার্যক্রম সোসাইটির কর্মকর্তাদের প্রদর্শন ও পরিবেশন করেন।
২৬ মার্চ সোসাইটি ভবনে সংগঠনের সভাপতি মোঃ আব্দুর রব মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সোসাইটির কর্মকর্তরা ছাড়াও অংশ গ্রহণ করেন এটর্নি মইন চৌধুরী, কাজী তোফায়েল প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন দেওয়ান,সহ-সভাপতি ফারুক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী, কোষাধ্যক্ষ মোঃ নওশেদ হোসেন, জনসংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, স্কুল ও শিক্ষা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য, কার্যকরী সদস্য ফারহানা চৌধুরী ও মোঃ সাদী মিন্টু ।
আলোচনা সভায় বক্তারা বাংলাদেশকে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে যে সকল বীর মুক্তিযোদ্ধারা তাদের প্রাণ বিলিয়ে দিয়েছেন, তাদের বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সাথে সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর সম্মান ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
আলোচনা সভা শেষে শহীদ বীর মুক্তিযোদ্ধা সহ সকল মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের শান্তির জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
জালালাবাদ এসোসিয়েশন : জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের আয়োজনে স্বাধীনতা দিবসে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
২৬শে মার্চ উডহভেন বুলেভার্ডের জয়া হলে আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনা সভার বক্তারা স্বাধীনতা যুদ্ধের সকল বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিমের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি মোঃ মহিউদ্দিন দেওয়ান, সংগঠনের সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, এটর্নী মঈন চৌধুরী, ছদরুন নূর, কাউসারুজ্জামান কয়েছ, অনুষ্ঠানের আহ্বায়ক ও সংগঠনের সহ-সভাপতি শফিউদ্দীন তালুকদার,শমসের আলী,সাবেক সাধারণ সম্পাদক জুনেদ এ খান, আব্দুল হাসিব মামুন, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ চৌধুরী ও বিশিষ্ট চিকিৎসক ডা: মাহফুজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কারী খালেদ মিয়া ও জামাল হোসেন। এছাড়া ইফতারের পূর্বে দোয়া পরিচালনা করেন মাওলানা রাশিদ আহমেদ। বোর্ড অফ ট্রাষ্টীর পক্ষে এটর্নী মঈন চৌধুরী উপস্থিত সকল জালালাবাদবাসীকে অভিনন্দন জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অফ আমেরিকা ইনকের সাবেক সাধারণ সম্পাদক মিসবাহ মজিদ, আতাউর রহমান সেলিম,আহমেদ জিল্লু, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ড সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, আজিমুর রহমান বুরহান, ফারুক চৌধুরী, রিজু মোহাম্মদ, মোঃ সাদী মিন্টু, জুসেফ চৌধুরী, সাব্বির হোসেন, তোফাজল হোসেন আহমেদ, মোঃ আজদু মিয়া তালুকদার,সোহান আহমেদ টুটুলআব্দুল মান্নান,নাজমুল হক মাহবুব,মোস্তফা কামাল, মিসবাহ আহমেদ, মো: জামাল হোসেন, রেজাউল আলম অপু, জাবেদ উদ্দিন,শেখ আতিকুল ইসলাম,নাজমুন হাসান কুবাদ,আকবর হোসেন স্বপন,শাহ আলাউদ্দিন,জাবেদ আহমেদ,আবুল কালাম, মোশাদীন জে রাশেদ, আজিজুল হক স্বপন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট বিভাগের নিউইযর্কের বিভিন্ন জেলা ও উপজেলা সমিতির নেতৃবৃন্দ।
সংগঠনের সভাপতি বদরুল হোসেন খান বলেন, জালালাবাদবাসীর ঐক্যের স্বার্থে আমি এবং আমার পরিষদ সংগঠনের সমস্যা সমাধানের জন্য প্রস্তুত। তিনি সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
কার্যকরী পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মোহাম্মদ আলিম, প্রচার ও দপ্তর সম্পাদক ফয়সাল আলম,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হোসেন আহমেদ, ক্রীড়া সম্পাদক মান্না মুনতাসির,আইন ও আন্তর্জাতিক সম্পাদক বুরহান উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক: জাহিদ আহমেদ খান, কার্যকরী সদস্য শামীম আহমেদ ও দেলোয়ার হোসেন মানিক।
যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি ঃ যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ মার্চ জ্যাকসন হাইটসে বাংলাদেশ প্লাজার মামাস পার্টি হলে পার্টির নেতা-কর্মী ও কমিউনিটি নেতৃবৃন্দ এ অনুষ্ঠানে অংশ নেন।
যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রিয় সদস্য মোহাম্মদ এ বার ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসেফ বারী টুটুলের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহ্বায়ক, সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রিয় সদস্য আবদূন নূর। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন উদযাপন কমিটির সদস্য সচিব শাহজাহান সাজু।
আলোচনায় অংশ গ্রহণ করেন যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির উপদেষ্টা মুক্তিযোদ্ধা সৈয়দ শওকত আলী, সাবেক সংসদ সদস্য সহিদুর রহমান, উপদেষ্টা মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী, তোফায়েল আহমদ চৌধুরী, আবু নাসের, সবির লষ্কর, এস এম ইকবাল, আবেদ চৌধুরী, নুর ইসলাম বর্ষন, আব্দুল বাই কায়্যূম,ওয়াসিম খন্দকার,আবদূল কাদির লিপু,উত্তম ডাকুয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন,হাবিবা বেগম, এ এস এন রুবেল প্রমুখ।
অনুষ্ঠানে ইফতার ও দো’য়া মাহফিল পরিচালনা করেন মাওলানা সিহাব উদ্দিন আহমেদ। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
সভাপতি মোহাম্মদ এ বার ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক আসেফ বারী টুটুল বলেন, আজ উৎসবমুখর পরিবেশ ও ভ্রাত্রিত্ববোধের যে পরিবেশ সৃষ্টি হয়েছে তার জন্য সংগঠনের সকল নেতা-কর্মীকে ধন্যবাদ জানাই। দলে বিশৃংখলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা উল্লেখ করে বড় ভূঁইয়া বলেন, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টিকে সুসংগঠিত করার মাধ্যমে পার্টির চেয়ারম্যান জি এম কাদের এমপির হাতকে শক্তিশালী এবং সুসংগঠিত করতে হবে।
কুষ্টিয়া জেলা সমিতি :গত ২৫ মার্চ রোজ শনিবার জ্যাকসন হাইট্স নবান্ন পার্টি হলে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা এবং পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোঃ আসাদুজ্জামান। সঞ্চালনায় ছিলেন আদিত্য শাহীন, নাজমুল আহসান দুলাল ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির ট্রাষ্টি বোর্ডের অন্যতম সদস্য মোঃ গিয়াস উদ্দিন, মোঃ রাশেদুল আলম, মোঃ সাজেজুল ইসলাম সুজন, মোঃ হাফিজুর রহমান, মাসুদুল আলম লিপু,মোঃ হালিম চৌধুরী, মোঃ আবু তালেব ,মুন্সী মর্তুজা আলী , মোঃ ফাহাদ ফাতেহ প্রমূখ।
এছাগা অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি মহিউদ্দীন দেওযান ও সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকি, মামনু টিউটরিয়ালের কর্ণধার শেখ আল মামুন ,মোঃ মফিজুর রহমান,সাখাওয়াত বিশ্বাস, গাজি ওহিদুজ্জামান লিটন, মোঃ জাফর আহম্মদ ফুলটন,সুবল দেবনাথ,তরিকুল ইসলাম বাদল প্রমুখ ।
ইফতারের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের আত্মার মাগফেরাত কামনা করেন ।
পরিশেষে দোয়া মাহফিল অনুষ্ঠানটি পরিচালনা করেন ইমাম ফয়সাল জালালী।
বাংলাদেশ দূতাবাস: ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ, তথ্যচিত্র প্রদর্শন এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে দূতাবাস প্রাঙ্গণে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
পরে রাষ্ট্রদূত দূতাবাসের কর্মকর্তাদের উপস্থিতিতে বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।
দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
পরে জাতির পিতা ও মুক্তিযুদ্ধে জীবনদানকারী সকল শহিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এক বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। কর্মসূচি পরিচালনা করেন ফার্স্ট সেক্রেটারি মোঃ আতাউর রহমান। প্রেস রিলিজ
জাতিসংঘে স্থায়ী মিশন : ২৬ মার্চ নিউইয়র্কে জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদেও সাথে নিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়।
মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে সবাইকে
মূল অনুষ্ঠানে যাওয়ার পূর্বে উপস্থিত সবাইকে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মহান মুক্তিযুদ্ধেও শহীদদেও পবিত্র আত্মার মাগফিরাত কামনা কওে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মাগরিবের নামাজ শেষে জাতীয় পতাকা উত্তোলন ও সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর অনুষ্ঠানটিতে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।
যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের সম্মানে আয়োজিতএ অনুষ্ঠানে
কমিউনিটির বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়।এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
প্রেস রিলিজ
কনস্যুলেট জেনারেল ঃ ২৭মার্চ প্রবাসী বাংলাদেশীদের অংশ গ্রহণে একটি অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করে নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।
যেখানে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধিমোহাম্মদ আব্দুল মুহিত,যুক্তরাষ্ট্রে প্রবাসী বীর মুক্তিযোদ্ধা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধ ুশেখমুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্য,জাতীয় চারনেতা, ৭১-এর সকল শহীদ,শহীদ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশের অব্যাহত সুখ,শান্তি ও সমৃদ্ধিও জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের ধারাবাহিকতায় গত ২৮ মার্চ বিভিন্ন দেশের কনসাল জেনারেল ও বিদেশী কুটনীতিকদেও উপস্থিতিতে কনস্যুলেটে পৃথক একটি অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রেস রিলিজ।
বাংলাদেশী আমেরিকান কমিউনিটি : গত ১৮ মার্চ বাংলাদেশী আমেরিকান কমিউনিটি অব লং আইল্যান্ড,নিউইয়র্কের উদ্যোগের্ লং আইল্যান্ডের থাই কালচারাল সেন্টারে স্বাধীনতা দিবস উদযাপন করা হয় ।
এ উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আসন অলংকৃত করেন সুনি স্টুনিব্রুক ইউনিভার্সিটির বাংলাদেশী চিকিৎসক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ডা. জাহাঙ্গীর আলম বলেন , মুক্তিযোদ্ধারা তাঁদের প্রাণ দিয়ে একটি স্বাধীন দেশ ও একটি পতাকা দিয়ে গিয়েছেন । আমাদের সকলের উচিত ঐক্যবদ্ধভাবে এ দেশকে গড়ে তোলা। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জিল্লুর রহমান,মীর এম আলীসহ আরো অনেকে !
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদেরকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় ! সঙ্গীত পরিবেশন করেন রোকসানা মীর্জা,শাহনাজ লিপি,রোজি ও কামরুজ্জামান বকুল। সাউন্ড সিস্টেম পরিলনায় ছিলেন তানভীর শাহীন।
বাংলাদেশী আমেরিকান জাতীয় সংগীতের পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় ।
ওয়াশিংটন ডিসি বিএনপি ঃ ২৬ মার্চ রোববার ভার্জিনিয়ার ডাটা গ্রুপ মিলনায়তনে ওয়াশিংটন ডিসি বিএনপি স্বাধীনতা দিবস ও মাহে রমজানের ইফতার এবং বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে। ওয়াশিংটন ডিসি বিএনপি'র সভাপতি হাফিজ খান সোহায়ালের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক জাকির হোসেন অনুষ্ঠান পরিচালনা করেন।
অনুষ্ঠানের শুরুতে বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ফখরুদ্দিনের পরিচালনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতা দিবসের তাৎপর্য আলোচনা কল্পে বর্তমান বাংলাদেশের স্বৈরশাসনের অবসান কামনা করে আরেকটি মুক্তিযুদ্ধের আহ্বান জানানো হয়। অন্যান্যদের মধ্যে এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়াশিংটন ডিসি বিএনপি'র সহ-সভাপতি শাহাদাত এইচ সোহরাওয়ার্দী, মজনু মিয়া, গাজী কামরুল ইসলাম, মোশাররফ হোসেন,তৌহিদুল ইসলাম তুহিন,সৈয়দ সালেহ মনসুর পরশ,দেওয়ান মঈনউদ্দিন বিপ্লব,আবদুল মুক্তাদির, আবুল হাসেম আজাদ,আরিফ উল ইসলাম, রেজওয়ান আনসারী পল্লব,নূর হোসেন বাহাদুর, মোহাম্মদ মহসিন মিয়া, মোহাম্মদ শাহজাহান সিরাজ, মীর নাজিউর রহমান নিক্সন প্রমূখ।
সবশেষে সকলকে বিশেষ ইফতার ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি হাফিজ খান সোহায়েল।
- শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন
- রেকর্ড গড়ে আইপিএলে দল পেলেন মোস্তাফিজ
- ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি ‘যেকোনো সময়ের চেয়ে কাছাকাছি’:ট্রাম্প
- হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত ৩ অস্ত্র উদ্ধার, শুটার ফয়সালের বাবা
- প্রবাসী ভোটার নিবন্ধন সংখ্যা চার লাখ ৪৫ হাজার ছাড়ালো
- খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ : প্রধান উপদেষ্টা
- বিজয় দিবসে বৈষম্যমুক্ত গণতান্ত্রিক দেশ গড়ার অঙ্গীকার
- নির্ধারিত সময়ের আগেই পদত্যাগ করলেন মার্কিন অ্যাডমিরাল
- যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলা, দুই শিক্ষার্থী ন
- ইঞ্জিনে ত্রুটি, মাঝপথেই ফিরল মার্কিন বিমান
- প্রধান উপদেষ্টাকে ফোন করে শোক প্রকাশ করলেন জাতিসংঘ মহাসচিব
- ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে সোমবার
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে
- কলকাতায় একই মঞ্চে আসছেন শাহরুখ-মেসি
- ‘ট্রাম্প ভেনেজুয়েলার তেল চান’, এটাই কি যুক্তরাষ্ট্রের আসল লক্ষ্য
- ট্যানেল দিয়ে ইউরোপে অনুপ্রবেশ, বাংলাদেশিসহ আটক ১৩০
- খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান
- সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক
- সুদানে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত
- হিরামন্ডি’র উইন্টার ফিস্ট নিউইয়র্কে দর্শক মাতালো
- ৪ লাখ ৫০ হাজার নিউ ইয়র্কার স্বাস্থ্য বীমা হারাবেন
- ব্রুকলিনে ‘মনি মেডিকেল কেয়ার’র শুভ উদ্বোধন আজ শুক্রবার
- কুইন্স বাংলাদেশ সোসাইটি’র অভিষেক অনুষ্ঠিত
- প্রহসনের বিচারের বিরুদ্ধে সোচ্চার হবার আহ্বান
- শেকল পরিয়ে ফেরত আরও ৩১ বাংলাদেশিকে
- জাতিগত ঐক্য অটুট রাখলে বাংলাদেশিদের স্বপ্ন পূরণ হবে
- ফুটবল বিশ্বকাপে লাখো দর্শকের ভিসা অনিশ্চিত
- ওয়ারেন্ট ছাড়া অভিবাসীদের গ্রেফতার নয়
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির মিলনমেলা অনুষ্ঠিত
- অভিবাসীদের পাশে থাকার বার্তা মামদানির
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- নাট্যজনদের মিলনমেলা কৃষ্টির নাট্যেৎসব প্রশংসিত
- কে এই জোহরান মামদানি ?
- আজকাল’- ৮৭৪
- আজকালের আজকের সংখ্যা ৮৭২
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- ‘আজকাল’-৮৭৫ এখন বাজারে
- টিকটক বিক্রির সময়সীমা বাড়ালেন ট্রাম্প
- সরাসরি কাবার ওপর সূর্য, বিরল মহাজাগতিক ঘটনা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- আজকের সংখ্যা ৮৭৬
- আজকাল সংখ্যা ৮৭৯
- সর্বোত্তম পথ একটি নির্বাচিত সরকার গঠন
- এক কোটি আইডি ডিলিট করল ফেসবুক, শুদ্ধি অভিযানের ঘোষণা
- কবির জন্য একটি সন্ধ্যা
- আজকালের আজকের সংখ্যা ৮৭৮
- আজকের আজকাল ৮৭৩
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- প্রার্থীর ভাড়া করা হাতির পায়ে পিষ্ট কিশোর!
