নজিরবিহীন আয়োজনে বাঙালির ঢল
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৪

চলচ্চিত্র উৎসবের মঞ্চে (বা থেকে) ঋতুপর্ণা সেনগুপ্তা, মৌসুমী, ফেরদৌস আহমেদ, রানো নেওয়াজ, শাহ নেওয়াজ, এশা রহমান ও আকাশ রহমান ছবি: মিনহাজ আহমেদ
নিউইয়র্কে সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব
নিউইয়র্কের বাঙালি দর্শকদের মাতিয়ে দিয়ে গেল দুদিনব্যাপী সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসব। বাংলার বাইরে এই সুদূর প্রবাসে শুধুমাত্র বাংলা ছায়াছবি নিয়ে একটি আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবের এত বড় আয়োজনের দৃষ্টান্ত আর নেই। প্রথমবারের মতো অনুষ্ঠিত এই উৎসবে বিনোদনপ্রিয় মানুষের ঢল নেমেছিল। বাংলা চলচ্চিত্রের বৃহৎ এ আসরে বাংলাদেশ ও ভারতের ৩৯টি ছবি প্রদর্শিত হয়। শেষ দিন রোববার বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ, ভারত ছাড়াও এই দুই দেশের অভিবাসী ক্যাটাগরিতে ৩১টি পুরস্কার দেওয়া হয়। শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার পায় হাওয়া (বাংলাদেশ), দোআঁশ (ভারত) ও রেডিও (অভিবাসী)। উৎসবে সুচিত্রা সেন অনারারি অ্যাওয়ার্ডস তুলে দেওয়া হয় বাংলাদেশের অভিনয়শিল্পী নায়ক ফেরদৌস আহমেদ, ভারতীয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তা ও চিত্র পরিচালক রেশমী মিত্রের হাতে।
এছাড়াও শ্রেষ্ঠ পরিচালক মেজবাউর রহমান সুমন (হাওয়া-বাংলাদেশ) ও সায়ন বন্দ্যোপাধ্যায় (দোআঁশ-ভারত) এবং শ্রেষ্ঠ ডেব্যু পরিচালক হন যথাক্রমে হৃদি হক (১৯৭১: সেইসব দিন-বাংলাদেশ) ও অভিজিৎ শ্রীদাস (বিজয়ার পরে-ভারত)। শ্রেষ্ঠ অভিনয়শিল্পীর পুরস্কার পান (পূরুষ-বাংলাদেশ) চঞ্চল চৌধুরী, যৌথভাবে প্রসেনজিত ও কৌশিক গাঙ্গুলি (ভারত) ও রাজুব ভৌমিক (অভিবাসী)। শ্রেষ্ঠ অভিনয়শিল্পী (নারী-বাংলাদেশ) নির্বাচিত হন নাজিফা তুষি (বাংলাদেশ), পায়েল সরকার (ভারত) ও সিন্ডি রোলিং (অভিবাসী)। শ্রেষ্ঠ সিনেমাটোগ্রাফারের পুরস্কার পান কামরুল হাসান খসরু (বাংলাদেশ) ও শুভজিৎ রায় (ভারত)।
উৎসবে শর্ট ফিল্ম ছুরত ও দ্যা ক্যাট (বাংলাদেশ), তৃতীয় রিপু ও রজনীগন্ধা (ভারত) এবং লাইট ক্যামেরা মেগা! (অভিবাসী) পুরস্কার পায়। ডক্যুফিল্ম-এ পুরস্কার পায় নানজিবা খানের দি আন ওয়ান্টেড টুইন (বাংলাদেশ), বাউল: সউল অব বেঙ্গল (ভারত) ও ড. নূরুন নবী: একজন আজীবন মুক্তিযোদ্ধা (অভিবাসী)। শিশুতোষ চলচ্চিত্র মাইক (বাংলাদেশ) ও মানিক কাকুর ক্যামেরা (ভারত)।
পপুলার ক্যাটাগরিতে প্রিয়তমা ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ শিল্পী (পূরুষ) শাকিব খান ও সুরঙ্গ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনয় শিল্পী (নারী) নির্বাচিত হন তমা মির্জা।
গত ২০ ও ২১ এপ্রিল নিউইয়র্কে জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টারে দুই দিনের অনুষ্ঠানে মানুষের উপচেপড়া ভিড় ছিল। দুদিনই পাঁচশ আসনের হলটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দ্বিতীয় দিন হাজারো মানুষ অনুষ্ঠান স্থলে প্রবেশ করতে না পেরে লবিতে, বাইরের প্রাঙ্গণে আড্ডা দিয়ে সময় কাটান। অনেকেই ফিরেও যান। এজন্য উৎসবের আয়োজক সংগঠন সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএসএ’র প্রতিষ্ঠাতা ও উৎসব কমিটির আহ্বায়ক গোপাল সান্যাল দু:খপ্রকাশ করেছেন। তিনি বলেন, আমরা সবক্ষেত্রে সফল হয়েছি। সারা বিশ্বের মানুষ যারাই উৎসবে এসেছেন তারাই আমাদের অনুষ্ঠান দেখে প্রশংসা করেছেন। শুধু একটি ক্ষেত্রে ব্যর্থ হয়েছি-আমরা হাজারো মানুষকে স্থান সংকুলান না হওয়ায় ভেতরে প্রবেশ করতে দিতে পারিনি। এছাড়াও আমরা প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছি। দুবাই এয়ারপোর্ট ডুবে বন্ধ হয়ে গিয়েছিল। তাই বাংলাদেশ ও ভারতের বেশিরভাগ অতিথি সময়মতো নিউইয়র্কে এসে পৌছাতে বিড়ম্বনায় পড়েন। তারা কয়েক ঘণ্টার নোটিশে এয়ারলাইন্স পরিবর্তন করে শেষমেষ নিউইয়র্কে এসে পৌঁছান। গোপাল সান্যাল বলেন, আমাদের অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের উপস্থাপক নাজিম শাহরিয়ার জয় ত্রিশ ঘণ্টা বিমানবন্দরে আটকে ছিলেন। নিউইয়র্কে এসে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তারপরও আমরা যে একটি বৃহৎ ও স্মরণীয় অনুষ্ঠান করতে পেরেছি এজন্য অতিথি ও নিউইয়র্কের দর্শকদের ধন্যবাদ জানাই।
এরআগে শনিবার সকাল ১১টা থেকে ছবি প্রদর্শনী শুরু হয়। উৎসবে ৪৩৮টি ছবি জমা পড়ে। এরমধ্যে বাছাই করে ৩৯টি ছবি দেখানো হয়। এই ছবিগুলো থেকেই জুরি সদস্যরা পুরস্কারের জন্য মনোনয়ন দেন। জুরি সদস্যদের মধ্যে ছিলেন নিউইয়র্কের ভিজ্যুয়াল আর্টসের ফিল্ম ডিপার্টমেন্টের প্রধান মেরি লী গ্রিসান্তি ও ভারতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা, নাসার সাবেক বিজ্ঞানী বেদব্রত পাইন। দুবাই এয়ারপোর্ট বন্ধ থাকায় উৎসবের আরেক জুরি বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম আসতে পারেননি। অনুষ্ঠানে তিনি পরিস্থিতি ব্যাখ্যা করে ভিডিও বার্তা দেন। জরি কোঅর্ডিনেটর ছিলেন শাহরিয়ার তৈমূর।
সকাল থেকে ছবি প্রদর্শনী শুরু হলেও উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয় শনিবার সন্ধ্যার ঠিক আগে আগে। উদ্বোধন করেন বাংলাদেশের চলচ্চিত্র নায়ক ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। এরপর তিনি ও দেশের সর্বকনিষ্ঠ নির্মাতা নানজিবা খানকে নিয়ে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এসময় উৎসবের প্রধান উপদেষ্টা ডা. জিয়াউদ্দিন আহমেদ, চিফ পেট্রন শাহ নেওয়াজ গ্রপের মালিক ও গোল্ডেন এজ হোম কেয়ারের প্রধান শাহ নেওয়াজ, কো-পেট্রন আশা হোম কেয়ারের প্রধান আকাশ রহমান বক্তব্য রাখেন। এসময় উৎসবের উপদেষ্টা নজরুল মিন্টো, লুতফুন নাহার লতা, খাইরুল ইসলাম পাখি ও নূরুল আমিন বাবু, আহ্বায়ক গোপাল সান্যালসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
উৎসবে যোগ দিতে বাংলাদেশ থেকে আসেন সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, বাংলাদেশের জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, জনপ্রিয় অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী, চিত্রনায়িকা তমা মির্জা, সোহানা সাবা, হৃদি হক, ভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তা, পায়েল সরকার, রেশমী মিত্র, ভারতীয় ফিল্ম ডিস্ট্রিবিউটর ও প্রডিউসার শংকর বসু, শর্মিষ্ঠা চক্রবর্তী বাবলী, ব্রিটিশ ভারতীয় সংগীত শিল্পী রিক্তা মুখার্জি, বাংলাদেশের সংগীত পরিচালক সাংবাদিক তানভীর তারেক প্রমুখ।
উদ্বোধনী পর্বে অ্যানি ফেরদৌসের নৃত্য পরিচালনা ও সেলিমা আশরাফের সংগীতে অর্ধশতাধিক নৃত্যশিল্পী নাচ পরিবেশন করেন। জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টারের বাইরের প্রাঙ্গণটি তখন দর্শকদের ভিড়ে উপচে পড়ে। দুদিনের উৎসবে সাংস্কৃতিক পর্ব ও অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বাংলা ও ভিন্ন ভাষাভাষীর শিল্পীরা জমকালো বিনোদন অনুষ্ঠান উপহার দেন। অনুষ্ঠানের মধ্যে ছিল নাচ, গান, ফ্যাশন শো। ভিন্নধারার এসব অনুষ্ঠান দর্শকরা দারুণ উপভোগ করেন।
উৎসব উপলক্ষে একটি থিম সঙ তৈরি করা হয়। হাসানুজ্জামান সাকীর লেখা ও রাজর্ষী শীলের সুরে চমৎকার এই থিম সঙের মিউজিক ভিডিও নির্মাণ করেন নিউইয়র্কের তরুণ নির্মাতা সৈয়দ ইমন। এতে নৃত্য পরিবেশন করেন সৈয়দা জ্যোতি, আপিয়া পম্পি ও কাজী মুস্তা। মিউজিক ভিডিওটির মাধ্যমে অনুষ্ঠানের ভেতরে সাংস্কৃতিক পর্ব শুরু হয়।
এরপর নিউইয়র্কের সংগীত শিল্পী কামরুজ্জামান বকুল, লেমন চৌধুরী, শাহ মাহবুব, কৃষ্ণা তিথি, মরিয়ম মারিয়া ও অনিক রাজ সংগীত পরিবেশন করেন। বাংলাদেশ একাডেমী অব ফাইন আর্টস বাফা ‘তোমার রূপের মাধুরী রেখেছি সঞ্চয়ে’ নামে একটি নৃত্যানুষ্ঠান করে। স্বার্ণালী দিনের গান পরিবেশন করেন রবিন খান ও কানিজ দীপ্তি, ছায়াছবির গান পরিবেশন করেন লন্ডন থেকে আগত শিল্পী রিক্তা মুখার্জি। চিত্রনায়িকা ঋতুপর্ণাকে সম্মান জানিয়ে পরিবেশিত হয় ‘ঋতুরঙ্গ’। এই পর্বের গ্রন্থনা ও সংগীত পরিবেশনায় ছিলেন ভারতীয় শিল্পী সাহানা ভট্টাচার্য।
নিউইয়র্কের সাংস্কৃতিক সংগঠক ও আবৃত্তিশিল্পী নজরুল কবীরের পরিকল্পনা ও পরিচালনায় ‘সুরের আকাশে তারারমেলা’ নামে মনোজ্ঞ কোরিওগ্রাফী দর্শকদের মুগ্ধ করে। এতে প্রায় ২০ জন স্থানীয় শিল্পী অংশগ্রহণ করেন।
রোববার দ্বিতীয় দিন যথারীতি সকাল ১১টায় ছবি প্রদর্শন শুরু হয়। সন্ধ্যায় আওয়ার্ডস অনুষ্ঠান শুরু হয় থিম সঙ দিয়ে। পরে চন্দ্রা ব্যানার্জির দল নৃত্যাঞ্জলী পরিবেশন করে ‘সোনাঝরা সন্ধ্যা’। নজরুল কবীরের পরিকল্পনা ও পরিচালনায় এবং ডিজাইনার নুসরাত এলিনের পোশাকে ফ্যাশন শো ‘রূপ-অনুরূপ’, নিউইয়র্কের মূলধারায় বাংলাদেশি মডেল ইয়াসমীনের পরিকল্পনা ও পরিচালনায় নিউইয়র্ক ফ্যাশন উইকের ভিন্ন ভাষাভাষী একঝাঁক মডেলের ফ্যাশন শো দর্শকদের তাক লাগিয়ে দেয়। এ পর্বের নাম ছিল ‘বাঙালি পোশাকের বিশ্বায়ন’। ভার্জিনিয়ার নৃত্যশিল্পী রোকেয়া হাসি ও শিশুশিল্পী মাহাদিয়া ইশাল-মা ও মেয়ের পরিবেশনা ট্রিবিউট টু গ্রেট হিরোইনস’ প্রশংসা কুড়িয়েছে।
ছায়াছাবির গান পরিবেশন করেন নিউইয়র্কের জনপ্রিয় সংগীতশিল্পী রানো নেওয়াজ। এসময় একদল নৃত্যশিল্পী তাঁর সাথে নাচ পরিবেশন করেন। অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে নিউইয়র্কের নতুন প্রজন্মের শিল্পী সামিয়া ইসলাম, সাগ্নিক রিক ও আলভান চৌধুরী গান গেয়ে দর্শকদের মাতিয়ে দেন। মাজিদ ডিজায়ারের নাচে অংশ নেন তাঁর দলের একগুচ্ছ শিল্পী।
সবশেষ নিউইয়র্কের সর্ববৃহৎ সাংস্কৃতিক সংগঠন ইনস্টিটিউট অব পারফরর্মিং আর্টস-বিপার সমাপনী অনুষ্ঠান। এতে একঝাঁক নৃত্য শিল্পীর পরিবেশনা ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
দুদিনের অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন স্বাধীন মজুমদার, সাদিয়া খন্দকার, দূররে মাখনুন নবনী ও মিহির চৌধুরী। অ্যাওয়ার্ডস অনুষ্ঠান উপস্থাপনা করেন শাহরিয়ার নাজিম জয়। এলইডি স্ক্রিন, সাউন্ড ও লাইটে ছিলেন তানভীর শাহীন, পলক ও বাবর খাদেমী। অফিশিয়াল ফটোগ্রাফার মিনহাজ আহম্মেদ শাম্মু ও রেহান পি আলী। পুরো আয়োজনের ইভেন্ট সাজসজ্জায় ছিল রুবান ইভেন্টস।
উৎসবে বাংলাদেশ, ভারত, ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন দেশ থেকে প্রায় অর্ধশত অভিনেতা, অভিনেত্রী, নির্মাতা, পরিচালক, প্রযোজক, সিনেমাটোগ্রাফার-সহ কলাকূশলীরা যোগ দেন। উপস্থিত ছিলেন চিত্রনায়িকা মৌসুমী, অভিনয় শিল্পী রেখা আহমেদ, লুতফুন নাহার লতা, শিরীন বকুল, সুলতান বোখারী, খাইরুল ইসলাম পাখি, শফিক সাদেকী, বন্যা মির্জা, মিলা হোসেন, রোমানা খান, নওশীন নাহরীন মৌ ও মোজেজা আশরাফ মোনালিসা, সংগীত শিল্পী রিজিয়া পারভীন ও দিনাত জাহান মুন্নী, উপস্থাপক ফাতেমা শাহার রুমা প্রমুখ।
সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএসএ আয়োজিত দুদিনব্যাপী উৎসবের আয়োজকদের মধ্যে ছিলেন প্রধান উপদেষ্টা ডা. জিয়াউদ্দিন আহমেদ, আহ্বায়ক গোপাল সান্যাল, সমন্বয়কারী স্বীকৃতি বড়–য়া, আবদুল হামিদ, জাহেদ শরীফ, সাহানা ভট্টাচার্য ও সুখেন জোসেফ গোমেজ, অনুষ্ঠান সহযোগী শুভ রায়, পিনাকী তালুকদার, স্বাধীন মজুমদার, তাহরীনা পারভীর প্রীতি, এলি বড়–য়া, শাহরিয়ার তৈমূর, কানিজ দীপ্তি, সাদিয়া খন্দকার ও হাসানুজ্জামান সাকী এবং ঢাকা কোঅর্ডিনেটর পিয়াল হোসেন ও কলকাতা কোঅর্ডিনেটর শর্মিষ্ঠা ঘোষ।

- ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করলেন আইএমএফ প্রধান
- যুক্তরাষ্ট্রের সমর্থনে গাজা সিটিতে সবচেয়ে বড় স্থল অভিযানে ইসরায়েল
- নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ট্রাম্পের মামলা
- ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা লুক্সেমবার্গে
- ট্রাম্পের স্পষ্ট অবস্থান জানতে চান জেলেনস্কি
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- মোদির জন্মদিনে ট্রাম্পের ফোন
- সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় সোনার দাম
- ‘উত্থানের আগেই মৃত্যু’ হবে ‘আরব ন্যাটো’র?
- আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের সম্ভাবনা টিকিয়ে রাখলো বাংলাদেশ
- ভারতকে যুক্তরাষ্ট্রের কঠিন হুঁশিয়ারি
- আরও বাড়ল ঐকমত্য কমিশনের মেয়াদ
- ১৮২ জনের দপ্তর বদল,বাধ্যতামূলক অবসর ও বরখাস্ত হলেন দুই কর্মকর্তা
- পুয়ের্তো রিকোতে যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র
- বড় ধাক্কা খাবে পোশাক খাত
- সিলেটের জেলা প্রশাসক সারোয়ারকে শোকজ
- রোমানিয়ার আকাশসীমায় রাশিয়ার যুদ্ধড্রোন, উত্তেজনা
- কর্মকর্তাদের সুরক্ষায় ৫৮ মিলিয়ন ডলার চায় হোয়াইট হাউস
- ‘চুপ থাকো, তোমার জন্য এসব হয়েছে’, আদালতে মতিউরকে স্ত্রী
- ইতালির লাম্পেদুসায় তিন দিনে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী
- আমরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুত: সালাহউদ্দিন আহমদ
- সুযোগ পেয়েও যুক্তরাষ্ট্রে যেতে পারছেন না হাজার হাজার শিক্ষার্থী
- সেই মার্কিন নাগরিকের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
- ফেব্রুয়ারিতেই নির্বাচন, হবে জাতির নবজন্মের মহোৎসব : প্রধান উপদেষ্
- পাকিস্তানে তালেবানের হামলা, নিহত ১২
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- ব্যয় হয় না বরাদ্দের অর্থ, এডিপি তলানিতে
- কুয়েতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
- ওয়াশিং মেশিন নিয়ে তর্ক করায় যুক্তরাষ্ট্রে ভারতীয় ব্যক্তির শিরশ্ছে
- ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘে ভোট দিল ভারত
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- ‘আজকাল’- ৮৫৯
- ‘আজকাল’- এখন বাজারে।
- আজকালের আজকের সংখ্যা ৮৬০
- নাট্যজনদের মিলনমেলা কৃষ্টির নাট্যেৎসব প্রশংসিত
- ঈদের কেনাকাটায় কোন ধরনের পোশাক ক্রেতাদের মন কাড়ছে ?
- আজকের আজকাল ৮৬১ সংখ্যা
- টক দই খেলে কী উপকার
- ‘আজকাল’- ৮৭১ সংখ্যা
- সাপ্তাহিক আজকাল আজকের সংখ্যা ৮৬৬
- আজকাল ৮৬২তম সংখ্যা
- গরমে স্বস্তি দেবে অ্যালোভেরার জুস, আরো যে উপকার
- ইনস্টাগ্রামে ছড়ায় ছবির বিভ্রান্তি
- ‘আজকাল’- ৮৬৭ সংখ্যা
- আজকের সংখ্যা ৮৬৫
- আজকাল’- ৮৭৪
- আজকাল ৮৬৮ সংখ্যা
- ফেসবুক-ইনস্টাগ্রামে ‘ম্যাস সেন্সরশিপ’র নেপথ্যে ইসরাইল
- আজকালের আজকের সংখ্যা ৮৭২

- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
- দুবাই’য়ে কী করছেন সানাই?
- রেকর্ড গড়েই চলেছে ‘২.০’, ১১ দিনে আয়…
- বিএনপির বিরুদ্ধে লড়বেন হিরো আলম