সোমবার   ২৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৬ ১৪৩১   ২০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
২৪২

মনোমুগ্ধকর আবৃত্তি অনুষ্ঠান

জয়িতার গল্পে নিজের কথাই বললেন শুক্লা

প্রকাশিত: ১৭ জুন ২০২৩  



   
আজকাল প্রতিবেদন -
‘এই যে আমি, আমার সব সময় মনে হয় প্রত্যেক মানুষের নিজস্ব একটা আলো থাকে। সবাই কি সেই আলোর খোঁজ পায়? অন্ধকারে হাজার প্রদীপ জ্বালিয়েও কখনও  হয়ত সে আলোর দেখা মেলে না। সে আলোর শক্তি অনুভবে, বিশ্বাসে’।
কানায় কানায় পূর্ণ মিলনায়তনের শ্রোতারা, মুগ্ধ হয়ে শুনছিলেন একজন জয়িতার গল্প। জয়িতার জীবনের গল্প। না শুধু জয়িতা নয়, জয়িতার জীবনের সাথে জুড়ে থাকা আর একটি নাম, শোভনের গল্প। জয়িতা আর শোভনের গল্পই আমাদের শোনাচ্ছিলেন শুক্লা রায়। জয়িতা মানিকগঞ্জের কালীগঙ্গা তীরের গ্রাম থেকে উঠে আসা এক মেয়ে। জয়িতা বুড়িগঙ্গার তীর ছুঁয়ে হাডসনের তীরে থিতু হওয়া এক মেয়ে। এ জয়িতা জানে তার আর কালীগঙ্গার তীরে ফেরার পথ নেই। তবুও জয়িতার চোখে এখনও ভাসে তার গ্রামের দিগন্ত বিস্তৃত অনন্ত নীল আকাশ। জয়িতার সেই আকাশ আজ সীমিত হয়ে গেছে ম্যানহাটানের আকাশচুম্বি ভবনচূড়ার ছোট্ট পরিসরে।
জয়িতা সাধারণ এক মেয়ে। এই সাধারণ একটি মেয়ের গল্প আমরা পিনপতন নীরবতায় স্তব্ধ হয়ে শুনছিলাম শুক্লা রায়ের মুখে। এমন সাধারণ মেয়ে তো আমাদের সমাজে সর্বত্রই বিরাজ করছে। শুক্লা রায়ের ভাষায়, সব সাধারণ মেয়ের জীবনেই চড়াই-উৎরাই আছে, প্রেম আছে। প্রেমের পরিণতিতে সাফল্য যেমন আছে, ব্যর্থতাও আছে। এই আটপৌরে জীবনের চৌহদ্দির বাইরে জয়িতা নামের মেয়েটার এমন আর কোন বিশেষত্ব নেই যা তাকে ভিন্ন কোন বৈশিষ্ট্য দিতে পারে। তার প্রেমও এই সাধারণ চৌহদ্দির সীমা অতিক্রম করতে পারেনি, কখনই মুখ ফুটে শোভনকে বলতে পারেনি ভালবাসার কথা। তার অনুযোগ, সব কথাই কি মুখ ফুটে বলতে হবে? শরীরের কি কোন ভাষা নেই? জয়িতাকে নিয়ে শুক্লা রায়ের এ গল্প পুরো দেড় ঘন্টার। যে গল্প শুধু বিষাদই ছড়িয়েছে, যে গল্পে রয়েছে শুধু দীর্ঘশ্বাস। যে গল্পে জয়িতার বড় বোনের মৃত্যুর কথা আছে, যে গল্পে আছে জয়িতার মায়ের দুঃখ-কষ্টের কাহিনী। যে কাহিনী বলতে গিয়ে শুক্লা নিজের অশ্রু সংবরণ করতে পারেননি, শ্রোতাদের চোখও ভিজিয়ে দিয়েছেন। কাহিনীর মাঝেই চোখের পানি মুছে নিয়ে শুক্লা দর্শক আসনে সামনের সারিতে বসা তাঁর মাকে হাত জোড় করে প্রণাম জানিয়ে পরিবেশটা আরো ভারি করে তোলেন।   
জয়িতার গল্প তিনি শেষ করেছেন রফিক আজাদের কবিতা ‘যদি ভালবাসা পাই আবার শুধরে নেব  জীবনের ভুলগুলি’, নজরুলের ‘আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে’ আর সবশেষে রবীন্দ্র সঙ্গীত ‘আমার মুক্তি আলোয় আলোয়’ দিয়ে। জয়িতার গল্প শেষ করেই শুক্লা বললেন, ‘আমার জীবনের গল্পটা কিন্তু এর থেকে আলাদা কিছু নয়’। বললেন, ‘সবাই জয়ী হতে আসে, সবার গলায় কিন্তু সেই পদক জোটে না। আমি জয়ী হতে আসিনি, আমি কেবল নিজের আলো ছড়াতে এসেছি’।   
পুরো দেড় ঘন্টার অনুষ্ঠানে দর্শকরা মন্ত্রমুগ্ধের মতো স্থাণু হয়ে ছিলেন। এ অনুষ্ঠান ছিল নিউইয়র্কের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ আবৃত্তিশিল্পী শুক্লা রায়ের একক আবৃত্তির। তাঁর আলো ছড়ানো এ অনুষ্ঠানের নাম ছিল ‘আমার আপন আলোয়’। একক আবৃত্তির অনুষ্ঠান অনেকই হচ্ছে, কিন্তু  শুক্লার এই অনুষ্ঠানের উপস্থাপনা ছিল একেবারেই ভিন্নধর্মী। অনুষ্ঠানে ছিল নতুনত্ব, পরিবেশনা ছিল ব্যতিক্রমী। অনুষ্ঠানটি ছিল এক কথায় অসাধারণ। নিপুণ এবং সুচারু একটি আয়োজন।
শুক্লা রায় আবৃত্তি করেছেন জসীমুদ্দিন, যতীন্দ্রমোহন বাগচী থেকে শুরু করে রবীন্দ্রনাথ, সুভাষ মুখোপাধ্যায়, শামসুর রাহমান, নির্মলেন্দু গুণ, রফিক আজাদ, আবিদ আজাদ-সহ মোট একুশজন কবির কবিতা। কিন্তু সব কবিতার উপস্থাপনাই ছিল তাঁর গল্পের অংশ হিসেবে। পরিবেশনার শুরুতেই শুক্লা বলেছিলেন, তিনি একটি গল্প শোনাতে চান। জয়িতা আর শোভনের গল্প। সেই গল্প শুনিয়ে তিনি আবেগাপ্লুত করেছেন শ্রোতাদের। গল্পের অনুষঙ্গ হিসেবে তিনি সংযোজন করেছেন কবিতা আর গান। সন্নিবেশ ঘটিয়েছেন সেতার, বাঁশি আর কী বোর্ডের আবহ। সব মিলিয়ে প্রশংসনীয় একটি আয়োজন। নিটোল তাঁর গল্পের বর্ণনা, যেমন ভাষায় তেমনি গ্রন্থনায়।
গত রোববার জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে সাহিত্য একাডেমী এবং আবৃত্তি ডটকমের সহযোগিতায় নান্দনিক আয়োজিত শুক্লা রায়ের এই অনুষ্ঠানে লক্ষ্য করার মতো বিষয় ছিল শ্রোতা সমাগম। নিউইয়র্কে কবিতাপ্রেমী বাংলাদেশিদের এমন ব্যাপক বিস্তৃতি নিঃসন্দেহে আনন্দদায়ক।  শুক্লার গল্প আর কবিতার সঙ্গে ছিল ওস্তাদ মোরশেদ খানের সেতারের মূর্চ্ছনা, মোহাম্মদ মজিদের বাঁশির উদাসী সুর, রিচার্ড রিকি গোমেসের সঞ্চালনায় কিবোর্ডের সঙ্গত। আবৃত্তি অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন ক্রিস্টিনা লিপি রোজারিও তাঁর সঙ্গীত দিয়ে। রবীন্দ্র, নজরুল, ডিএল রায়,  আধুনিক, বাউল ঘরাণার সব গানই পরিবেশনায় ছিলেন তিনি। তাঁর সাথে শেষ রবীন্দ্র সঙ্গীতটিতে গলা মিলিয়েছেন রিচার্ড রিকি গোমেস। রিকি এককভাবেও পরিবেশন করেছেন ভূপেন হাজারিকার ‘গঙ্গা তুমি বইছ কেন’ গানটি। অনুষ্ঠানের সঞ্চালনা ছিল উল্লেখ করার মতো। এ কৃতিত্ব তাহরিনা পারভীন প্রীতির। আর শুক্লা রায়ের পরিচিতি শ্রোতাদের কাছে তুলে ধরেন আবৃত্তিকার পারভীন সুলতানা। তিন ভাগে ভাগ করা মঞ্চের ব্যবস্থাপনাকে আপাতভাবে আড়ম্বরহীন মনে হলেও মঞ্চসজ্জা ছিল আকর্ষণীয়। মঞ্চে ছিল কিছু কবিতার বই, সাবেকী আমলের প্রতীকী একটি বড় লন্ঠন, ছিল পত্রগুল্ম শোভিত পুষ্পাধার, ছিল ছোট টবে ফুটন্ত ফুল। সব কিছুই শৈল্পিক, দৃষ্টিনন্দন।
দীর্ঘ সময় ধরে গল্প শুনিয়ে গেছেন শুক্লা রায়। মাঝে মাঝে মনে হয়েছে এ তাঁর আবৃত্তির অনুষ্ঠান নয়, তাঁর গল্প বলাটাই এখানে মুখ্য হয়ে উঠেছে। কিন্তু বলতেই হবে একুশটি কবিতা নিয়ে সাজানো তাঁর আবৃত্তি অনুষ্ঠানের এই আঙ্গিক শ্রোতারা গ্রহণ করেছেন, অনুষ্ঠান শেষে তারা বিপুলভাবে অভিনন্দিত করেছেন তাঁকে। শুক্লার পরিবেশনায় কোথাও কোন ছন্দ পতন ছিল না,  ছিল না তাল-লয়ের অসঙ্গতি। সাবলীলভাবে সাধারণ ভাষায়, এবং বলতে দ্বিধা নেই, যথেষ্ট সাহসের সঙ্গে বলে যাওয়া তাঁর এই আত্মজৈবনিক গল্প সবার হৃদয় স্পর্শ করেছে। তাঁর কন্ঠের কারুকার্যে, তাঁর প্রকাশভঙ্গীতে, তাঁর অভিব্যক্তিতে জীবন্ত হয়ে উঠেছে গল্প-বলা। তাঁর এই অনবদ্য পরিবেশনা  দর্শকদের মনে ধরা রইবে বহুদিন।

 

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল