পুরান ঢাকায় জবি’র শিক্ষার্থীরা সড়ক অবরোধে
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৫৮ এএম, ২০ মার্চ ২০১৯ বুধবার

বেপোরয়া বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহতের ঘটনায় ফের সড়কে নেমে বিক্ষোভ করছেন বিইউপিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নিরাপদ সড়কের দাবিতে সড়ক অবরোধে একাত্বতা প্রকাশ করে রাজধানীর পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড় অবস্থান নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছে বিশ্ববিদ্যায়ের আশাপাশের স্কুল শিক্ষার্থীরাও।
বুধবার সকাল ১০টার দিকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সড়ক অবরোধ করে জবি শিক্ষার্থীরা। রাস্তা অবরোধের আগে জবি শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করে। পরে জবি ক্যাম্পাসে মিছিল করে এসে পুলিশের বাধা উপেক্ষা করে রায়সাহেব বাজারে অবস্থান নেন তারা। এতে করে পুরান ঢাকার সব গুরুত্বপূর্ণ স্থানের সঙ্গে নগরীর যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
পরে বিশ্ববিদ্যায়ের আশাপাশের স্কুল শিক্ষার্থীরা এতে যোগ দেন। আবরার হত্যার প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবিতে তারা নানা স্লোগান দিচ্ছেন।