ফার্মগেট-বারিধারায় সড়কে শিক্ষার্থীরা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৫৭ এএম, ২০ মার্চ ২০১৯ বুধবার

বাসচাপায় বিইউপি শিক্ষার্থী আবরার আহম্মেদ চৌধুরী নিহতের ঘটনায় দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। রাজধানীর বিভিন্নস্থানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নিয়ে নিরাপদ সড়কের দাবিতে স্লোগান দিচ্ছেন।
রাজধানীর ফার্মগেট এলাকায় সকাল সাড়ে ৯টার দিকে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করতে গেলে পুলিশ তাদের সড়িয়ে দেয়। এর কিচ্ছুক্ষণ পরে শিক্ষার্থীরা আবারো রাস্তায় এসে জড়ো হয়। নিরাপদ সড়ক ও আবরারের দূর্ঘটনা ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো যমুনা ফিউচার পার্কের সামনে রাস্তা অবরোধ করে কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। সকাল সাড়ে ৯ টার দিকে রাস্তা অবরোধ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবরোধে বিইউপির ও এআইইউবির শিক্ষার্থীসহ আরো বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছে।
মঙ্গলবার ক্লাসে যাওয়ার জন্য সকাল ৭ টার দিকে নর্দ্দায় যমুনা ফিউচার পার্কের সামনে দাঁড়িয়ে থাকা বিইউপির বাসে উঠতে যাচ্ছিলেন আবরার। এ সময় সুপ্রভাত পরিবহনের দ্রুতগতির একটি বাস জেব্রাক্রসিংয়ের উপর তাকে চাপা দেয়। দুর্ঘটনার পর যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক অবরোধ করেন আবরারের সহপাঠী, বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিচার দাবিতে স্লোগান দেন।এদিকে ৮ দফা দাবিতে অনড় থাকলেও গতকালের মতো সড়ক থেকে উঠে গিয়েছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। এছাড়া আজ থেকে সারাদেশে ক্লাস বর্জন ও সড়ক অবরোধেরও ডাক দেন বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা।