শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫   কার্তিক ২২ ১৪৩২   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলা : তৎপর র‌্যাব-১১

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৫৫ এএম, ১৮ মার্চ ২০১৯ সোমবার

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে উপসনালয়গুলোতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক রাখতে টহল কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে র‌্যাব-১১।


রবিবার (১৭ মার্চ)  র‌্যাব-১১ এর  অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান এ কথা জানান। তিনি জানান,  নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে যাতে কোনো প্রকার বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে খ্রিষ্টান সম্প্রদায়ের উপাসনালয় ও গির্জাসমুহে  কোনো প্রকার হামলা করতে না পারে।  


স্বার্থান্বেষী মহল কোন প্রকার নাশকতামুলক কার্যকলাপ সংঘটিত করার প্রয়াস চালাতে না পারে  সেই লক্ষ্যে  র‌্যাব-১১ এর আওয়াতাধীন এলাকায় সংখ্যালঘু এলাকা ও খ্রিষ্টান সম্প্রদায়ের উপাসনালয় ও গির্জাসমুহে এবং সংখ্যালঘু ও খ্রিষ্টান অধ্যুষিত এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা তথা টহল কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।