বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে সেলিম ওসমানের ভিন্ন আয়োজন
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৫৩ এএম, ১৮ মার্চ ২০১৯ সোমবার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ভিন্ন আয়োজনে পালন করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান। বন্দর উপজেলার বন্দর উপজেলার সবকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩০ হাজার শিক্ষার্থীদের অংশগ্রহণে ৫০০ পাউন্ডের কেক কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করা হয়।
বর্ণাঢ্য এ আয়োজনের ব্যবস্থাপনা করেন বন্দর উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের গ্রাম থেকে উঠে এসে বঙ্গবন্ধু হয়ে ওঠার ইতিহাস তুলে ধরা হয়। এরআগে বন্দরের সমরক্ষেত্র মাঠে অস্থায়ীভাবে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সেলিম ওসমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে আমাদের কৃষি, সংস্কৃতি সম্পর্কে জানতে ও শিখতে হবে। শিক্ষার্থীদের মেধা বিকাশে সামনে উপজেলায় বিজ্ঞান মেলা আয়োজনের কথা জানান তিনি। এ ব্যাপারে সংশ্লিষ্টদের কাজ করার ব্যাপারেও তাগিদ দেন তিনি। শিক্ষা সফরের জন্য পর্যাপ্ত বাস সরবরাহ করা হবে বলে জানান তিনি।
শিক্ষার্থীরা জাঙ্গাল এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ,বিএম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে জেনারেটর ব্যবস্থা, লাঙ্গলবন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বসার জন্য পর্যাপ্ত পরিমাণ বেঞ্চ সরবরাহ, মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে সাইন্সল্যাব স্থাপন, নাজিম উদ্দিন ভুইয়া ডিগ্রি কলেজের যাতায়াতের রাস্তাটি সংস্কার করাসহ বেশ কয়েকটি দাবী উপস্থাপন করলে সেলিম ওসমান সমস্যা সমাধানের আশ্বাস দেন।
অনুষ্ঠানে বন্দর থানা আওয়ামীলীগে সভাপতি এম এ রশিদ, পিপি এড. ওয়াজেদ আলী খোকন, জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের, বন্দর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী প্রফেসর শিরীন বেগম, মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আকরাম আলী শাহীন, বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারীসহ বিভিন্ন জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সেলিম ওসমান শিক্ষার্থীদের নিয়ে ৫০০ পাউন্ডের কেকটি কেটে শিশুদের খাইয়ে দেন। এরপর সংগীতানুষ্ঠান ও বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নেয়া ২৬ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
