শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫   কার্তিক ২২ ১৪৩২   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

‘বঙ্গবন্ধু একটি ইতিহাস’: বিদ্যানিকেতনে কাজী সাজ্জাদ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:১৩ এএম, ১৮ মার্চ ২০১৯ সোমবার

স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা কর্ণেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হত না। বঙ্গবন্ধু একটি ইতিহাস। বঙ্গবন্ধু আমাদের বাঙালি জাতিকে মাথা তুলে দাঁড়াতে শিখিয়েছে। বাঙালি জাতি গর্বিত জাতি, মাথা নত না করার জাতি। তিনি বলেন, বঙ্গবন্ধুর প্রেরণায় আমরা সংগ্রামের জাতিতে পরিণত হয়েছি। 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রোববার (১৭ মার্চ) বিকেলে নগরীর ভূঁইয়ারবাগ বিদ্যানিকেতন হাই স্কুলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 

কাজী সাজ্জাদ বলেন, ইতিহাস থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হবে। যে স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধুর নির্দেশে আমরা বাঙালি জাতীয় চেতনা জাগ্রত করতে পেরেছিলাম আমাদের আজকের সেই চেতনাকে আবার জাগ্রত করতে হবে। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো আমাদের আগামী প্রজন্মকে সমাপ্ত করতে হবে। 

 

বর্তমান প্রজন্মের উদ্দেশ্যে তিনি বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হবে। আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি তারা জীবনের শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছি। সেজন্য মুক্তিযুদ্ধের ইতিহাসকে বর্তমান প্রজন্মের কাছে যদি তুলে ধরতে না পারি তাহলে মুক্তিযুদ্ধের চেতনা বিলুপ্ত হয়ে যাবে। এই ব্যর্থতার দায়ভার আমাদেরই বহন করতে হবে। 

 

সিনিয়র সাংবাদিক জাহিদুজ্জামান ফারুক বলেন, ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশে বসবাস করার অধিকার পেতাম না। বঙ্গবন্ধু শুধু আমাদের দেশ স্বাধীন করিয়েই দেননি তিনি আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছেন। তাই আমাদের প্রত্যেকের কর্মে বঙ্গবন্ধুর চিন্তা-চেতনাকে ধারণ করতে হবে। এর আগে বঙ্গবন্ধুর জন্মদিনে বিদ্যালয়ের শিক্ষার্থীরা গান, নাচ ও আবৃত্তি পরিবেশন করেন।’ 

 

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ূনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক জাহিদুজ্জামান ফারুক, সিনিয়র সাংবাদিক ও একাত্তরের বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আহমেদুজ্জামান বিকেএমইএ’র সাবেক সহসভাপতি শিল্পপতি আসলাম সানি, নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের অধ্যক্ষ সামসুল আলম আজাদ, মাননীয় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার, চিকিৎসক ও গবেষক ডা.সমীর কান্তি সাহা, বিদ্যানিকেতন ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম, সদস্য সচিব দেলোয়ার হোসেন চুন্নু ও প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।