শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫   কার্তিক ২২ ১৪৩২   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

না.গঞ্জ কলেজে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:১০ এএম, ১৮ মার্চ ২০১৯ সোমবার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ কলেজে কেককাটা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (১৭ মার্চ) সকালে নারায়ণগঞ্জ কলেজ অডিটরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৯তম জন্মদিনে চাষাঢ়া বিজয়স্তম্ভে শ্রদ্বাঞ্জলী অর্পন করা হয়।  

 

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হক রুমন রেজার সভাপতিত্বে ও সাংস্কৃতিক ক্লাবের আহ্বায়ক ও ব্যবস্থাপনা বিভাগের প্রকাশক রত্না দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলেজ গভর্নিং বডির শিক্ষা কমিটির আহ্বায়ক এএম মোস্তফা কামাল, নারায়ণগঞ্জ  কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

 

অনুষ্ঠানে  কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।