নারায়ণগঞ্জ জাতির পিতার পদধূলিতে মুখরিত ছিল : রাব্বী মিয়া
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:০৯ এএম, ১৮ মার্চ ২০১৯ সোমবার
জেলা প্রশাসক রাব্বি মিয়া বলেন, যে কোনো একটি জাতির ভাগ্য পরিবর্তনের জন্য একটি নেতা দরকার। আমাদের দেশে সেই নেতা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর বর্তমান নেতা হলো প্রধানমন্ত্রী। আমি মনে করি নারায়ণগঞ্জ জেলার সাথে জড়িয়ে আছে বাংলাদেশ আওয়ামীলীগের জন্ম।
এই নারায়ণগঞ্জ জাতির পিতার পদধূলিতে মুখরিত ছিল। সে জন্যই নারায়ণগঞ্জকে সবসময় বিশেষভাবে দেখা হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক হিসেবে আমি অত্যন্ত আনন্দিত।
কারণ নারায়নগঞ্জ জেলা বাংলাদেশের অত্যন্ত পরিচিত একটি জেলা। বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে ৬৩টি জেলা এক দিকে আর নারায়গঞ্জ এক দিকে। বাংলাদেশ সহ সারা বিশ্বে নারায়ণগঞ্জের পরিচিতি রয়েছে।
রোববার (১৭ মার্চ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০১৯ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত কেক কাটা, শিশু সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রাব্বী মিয়া এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা যেমন জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন পালন করছি। আমরা যদি দেশের কল্যাণে কাজ করি। তাহলে আমরা যেদিন এই পৃথিবীতে থাকব না সেদিন মানুষ আমাদের জন্মদিন পালন করবে। আমরা দেশের জন্য এমন কিছু অবদান রেখে যাব যাতে করে আমরা বঙ্গবন্ধুর মতো হতে না পারি কিন্তু আমাদের কেও যেন মানুষ একসময় স্মরণ করে। সেজন্য জাতির গঠনে আমাদেরকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে।
শিশুদের উদ্দেশ্যে তিনি বলেন, জাতীর পিতার আদর্শ থেকে সর্বপ্রথম শিষ্টাচার শিখতে হবে। বাবা-মা এর কথা শুনতে হবে, শিক্ষক শিক্ষিকার কথা শুনতে হবে। প্রিয় ছাত্র-ছাত্রীরা মনে রাখবে পৃথিবীতে বিকাশিত হতে হলে বাবা-মা কে সম্মান করা ছাড়া কোনো ভাবেই বিকাশিত হওয়া যায় না।
জাতির পিতাও নিজের বাবা-মা কে অনেক সম্মান করতেন। জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ নিজের মধ্যে লালন করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ন হলো শিষ্টাচার শিখা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া। আশা করি নারায়নগঞ্জ থেকে একজন জাতির পিতার মত এমন একজন নেতা তৈরী হয় তাহলে সে নারায়ণগঞ্জ সহ সারা বাংলাদেশকে বদলে দিতে পারবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সেলিম রেজা সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মনিরুল ইসলাম, বিজিবির অধিনায়ক লে. কর্নেল আল আমিন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি খালেদ হায়দার খান কাজল।
