শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫   কার্তিক ২২ ১৪৩২   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

যার ভেতরে দেশপ্রেম নেই সে কখনো মানুষ হতে পারেনা : মেয়র আইভী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:০৫ এএম, ১৮ মার্চ ২০১৯ সোমবার

 যার ভেতরে দেশপ্রেম নেই সে কখনো মানুষ হতে পারেনা  বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেন, এমন ব্যক্তি যদি অনেক টাকার মালিকও হয় তবুও সে মানুষ হিসেবে গণ্য হবেনা। শিশুদের মাঝে যদি যদি সততা ও দেশপ্রেম থাকে তবে সবকিছু মিলিয়ে দেশ এগিয়ে যাবে।  

 

রোববার (১৭ মার্চ) বিকেলে নগরীর শেখ রাসেল পার্কে ‘বই পড়া ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নাসিকের সকল প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজন করে সিটি করপোররেশন।   

খেলাঘরের সহযোগিতা নিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস সমৃদ্ধ একটি বই করা হয়েছে উল্লেখ করে মেয়র আইভী বলেন, শিশুদের জন্য লেখা এ বইটি নারায়ণগঞ্জ, বন্দর এবং সিদ্দিরগঞ্জে বিভিন্ন স্কুলে ২০ হাজার শিক্ষার্থীদের মাঝে বিতরণ  করা হয়েছে। আজকের এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আরো ২০ হাজার বই বিতরণ করছি। প্রতিবছর এমন আয়োজন করে আরো ৫০ হাজার বই বিতরণ করা হবে। এগুলো করার অর্থ হচ্ছে আমরা চাই আমদের এ দেশ বঙ্গবন্ধুর চেতনায় অগ্রসর হোক। 

 

জনপ্রিয় এই মেয়র আরো বলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে, ছোট ছোট বাচ্চারা ভবিষ্যৎে তারা নেতৃত্ব দিবে,  তারা ইতিহাস জানুক বঙ্গবন্ধুকে চিনুক, শেখ হাসিনা এবং আমাদের এই লক্ষ লক্ষ মুক্তি সেনা যারা তাদের প্রাণবাজি রেখে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে তাদের কথা সকলেই জানুক । জেনে, শুনে ও বুঝে দেশকে প্রচন্ডভাবে ভালোবাসুক। 

শিশুদের প্রতি মেয়র অনুরোধ করে বলেন, দেশকে ভালোবাসতে হলে তোমরা স্কুলে বঙ্গবন্ধু কে ছিল, আমাদের দেশ কিভাবে স্বাধীন হলো সেসব জানার চেষ্টা করতে হবে। মা-বাবাকে  ভালোবাসার সাথে সাথে  প্রতিটা মানুষকেই সম্মান করবে।

শিশুদের সততা ও সত্য কথা বলার অভ্যাস গড়ে তোলার প্রতি মনোযোগী করে তোলার জন্য অভিভাবকদের আহবান জানান। 

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা খেলাঘর সভাপতি রথিন চক্রবতী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনোয়ারা সুরুজ, জেলা নাগরিক কমিটির সভাপতি এড. এবি সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ভূঁইয়া জুলহাস, এহসান কবির রমজান, মহিউদ্দিন মোল্লা, নাসিক কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, কবীর হোসেন, সুলতান আহম্মেদ ভূঁইয়া, হান্নান সরকার, সিটি করপোরেশনের সমাজ কল্যাণ বিষয়ক কর্মকর্তা কে.এম ফরিদুল মিরাজ প্রমূখ উপস্থিত ছিলেন।