শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫   কার্তিক ২২ ১৪৩২   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে সদর উপজেলায় আলোচনা সভা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৩৯ পিএম, ১৬ মার্চ ২০১৯ শনিবার

“নিরাপদ মানসম্মত পণ্য” শ্লোগানকে সামনে রেখে শুক্রবার (১৫ মার্চ) সকালে না.গঞ্জ সদর উপজেলা কার্যালয় মিলনায়তনে বিশ্ব ভোক্তা অধিকার দিনস-২০১৯ উপলক্ষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সহকারি কমিশনার (ভূমি) ও সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কমর আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নৃপেন চন্দ্র্র ভদ্র ও সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মনিরুল হক।

সদর উপজেলা সহকারি মাধ্যমি শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল গণির সঞ্চালনায় অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষর্থীরা অংশগ্রহণ করে।