শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫   কার্তিক ২২ ১৪৩২   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

জন্মদিনে শিক্ষার্থীদের সাথে শরীফ উদ্দিন সবুজ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৩৫ এএম, ১২ মার্চ ২০১৯ মঙ্গলবার

নিজের জন্মদিনে ও মায়ের মৃত্যুবার্ষিকীতে গলাচিপা ৩৫নং বালক ও ৩৬নং বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ব্যাগ উপহার দেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক শরীফ উদ্দিন সবুজ।

সোমবার (১১ মার্চ) সকালে বিদ্যালয়টির একটি কক্ষে শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেন সবুজ। এরআগে সাহিত্যিক, বিজ্ঞানকর্মী ও সাংস্কৃতিক কর্মী হিসেবে পরিচিত শরীফ উদ্দিন সবুজের দীর্ঘায়ু ও তাঁর মা শাহ্ শরীফুন নেছার রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

 

শরীফ উদ্দিন সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে  অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, বিকেএমইএ ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুল হক, দৈনিক সংবাদের জ্যেষ্ঠ সাংবাদিক সালাম জুবায়ের, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মিজানুর রহমান মিজান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম বলেন, ‘আজ এখানে এসে আমি অবাক। আসার আগে জানতে পেরেছিলাম আজকে শরীফ উদ্দিন সবুজ ভাইয়ের জন্মদিন। কিন্তু এখানকার আয়োজন দেখে আমি আশ্চর্য হলাম যে জন্মদিনে এমন আয়োজনও হয়। আসলেই যে আমাদের সমাজ পরিবর্তনের দিকে হাঁটছে এটা তারই প্রমাণ। যা আমরা অনেকেই করতে পারি না।’

 

এসময় শিক্ষার্থীদের বড় হওয়ার স্বপ্ন তাগিদ জানিয়ে তিনি বলেন, ‘শুধু ডিসি, এসপি নয় জীবনে আরো অনেক বড় হওয়ার স্বপ্ন দেখতে হবে। মনে রাখবে একটি মানুষ তত বড় যত বড় তার স্বপ্ন।’ 

প্রসঙ্গত, শরীফ উদ্দিন সবুজ ১৯৭৭ সালের ১১ মার্চ  ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে জন্মগ্রহণ করেন। ঢাকা সিটি কলেজে পড়ার সময় থেকে তিনি সাংবাদিকতা শুরু করেন। এরপর তিনি বিভিন্ন সময়ে দৈনিক যুগান্তর, কালেরকন্ঠ, সকালের খবর, বাংলা ভিশন, সিএসবি নিউজ, সময় টেলিভিশনে কাজ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর জেলা প্রতিনিধি। প্রায় একুশ বছর ধরে তিনি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের কমিটিতে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন ও করছেন। নারায়ণগঞ্জ  জেলা সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) তিনি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকও তিনি। তার জন্মদিনের দিন ২০০৮ সালে তার মা শাহ শরীফুন নেছা ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।