শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫   কার্তিক ২২ ১৪৩২   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

মাদক ও দুর্নীতির বিরুদ্ধে বড় অভিযান পরিচালনা করা হবে : ডিসি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:১৩ এএম, ১২ মার্চ ২০১৯ মঙ্গলবার

মাদক ও দুর্নীতির বিষয়ে কোন রকম ছাড় দেয়া হবেনা। এ ব্যাপারে পুলিশ সুপার ও র‌্যাবের সিওকে সাথে নিয়ে বড় আকারের কয়েকটি অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক রাব্বী মিয়া। রোববার (১০ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


জেলা প্রশাসক জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে মাদক, জঙ্গিবাদ এবং সন্ত্রাস থেকে স্কুলের শিক্ষার্থীদের দূরে রাখতে এ ব্যাপারে সচেতনতা বৃদ্ধির জন্য কয়েকটি স্কুল পরিদর্শনের তাগিদ দেন।


জেলা প্রশাসক আইনশৃঙ্খলা সভায় উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, জেলার নদীপথে নিরাপত্তায় ও  যেকোন দূর্ঘটনা এড়াতে বাল্কহেড চলাচল নিয়মতান্ত্রিক করা হবে। ম্যাজিস্ট্রেট, র‌্যাব, নৌ-পুলিশের সমন্বয়ে কমিটি গঠন করে চলাচলকৃত নৌযানের তদারকি করা হবে। তদারকিকালে কাগজপত্র-লাইসেন্স, প্রশিক্ষণ সার্টিফিকেট, অগ্নিনির্বাপন যন্ত্র থাকা, পরিমিত পণ্য পরিবহন ইত্যাদি দেখা হবে। যেসব  নৌযানের সব কাগজপত্র ঠিক থাকবে শুধুমাত্র তারাই চলাচল করতে পারবে। প্রয়োজনে বিজিবিকে এই কমিটিতে সম্পৃক্ত করে অভিযান পরিচালনা করা হবে।


সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জসিম উদ্দিন হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিররুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট যুথিকা সরকারসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও নাগরিক সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।