বর্ণ কালো-সাদা হওয়ার পেছনে কারো অবদান নেই: রাব্বী মিয়া
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৫৪ এএম, ১২ মার্চ ২০১৯ মঙ্গলবার
প্রতিবন্ধী ছেলেমেয়েদের বাবা-মাকে যখন কেউ তাদের জন্মের জন্য দায়ী করেন তখন তাঁর খুব দুঃখ হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসক রাব্বী মিয়া।
তিনি বলেন, ছেলে-মেয়ের জন্ম এবং তাদের বর্ণ কালো-সাদা হওয়ার পেছনে কারো অবদান নেই। সৃষ্টিকর্তা যাকে যেরকম সৃষ্টি করেছেন সেরকমই হবে। এটির রহস্য সৃৃষ্টিকর্তাই ভালো জানেন। পিছিয়ে পড়া শিশুদের কল্যাণে কাজ করার সুযোগ পাওয়ায় হয়তো আপনি বেহেশতও পেতে পারেন।
সোমবার (১১ মার্চ ) সকাল সাড়ে ১১টায় নগরীর সুইড বুদ্ধি প্রতিবন্ধী স্কুল প্রাঙ্গণে স্কুল কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠান ও ২১ শে ফেব্রুয়ারী উপলক্ষে অনুষ্ঠিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা এখানে (সুইড বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে ) অনেকক্ষণ থাকেন। আপনাদের যদি সেলাই বিষয়ে প্রশিক্ষণ জানা থাকলে এখানে সমাজ সেবা অফিস থেকে সেলাই মেশিনের ব্যবস্থা করে দিবো। স্কুলের স্টুডেন্ট ও অভিভাবকরা তা ব্যবহার করতে পারবে।
স্কুলের বিদ্যুৎসহ নানা সমস্যার সমাধানে তিনি তাৎক্ষণিক এ সমস্যার সমাধানে ব্যবস্থা গ্রহণ করেন জেলা প্রশাসক।
সুইড বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক ফজলুল আমিনের সভাপতিত্বে ও সহকারি শিক্ষিকা রুমা আক্তার সঞ্চালনায় অনুষ্ঠানে র্যাব ১১’র এএসপি মোস্তফিজুর রহমান, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহাবুবর রহমান মাসুম, জেলা পরিষদের সদস্য মোস্তাফা হোসেন, বিএমএ নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি ডা. শাহ নেওয়াজ চৌধুরী, প্রতিবন্ধী বিষয়ক কর্মকতা হাবিবা ইয়াছমিন প্রমুখ উপস্থিত ছিলেন।।
