শিশুরা সত্যিকারের মানুষ হলে দেশ এগিয়ে যাবে : লিপি ওসমান
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:৪০ পিএম, ৫ মার্চ ২০১৯ মঙ্গলবার
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের সহর্ধমিনী ও নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার সভাপতি সালমা ওসমান লিপি বলেন, আজকের শিশুরা আগামী দিনে কারো বাবা, কারো মা হবে। তাই আমাদের বাচ্চাদের শুধু মাত্র ক্লাসে ফাস্ট, সেকেন্ড ও থার্ড করে বড় না করে আমরা যেন তাদের কে মানুষের মত মানুষ বানাতে পারি সেই চেষ্টা করতে হবে।
যদি ওরা সত্যিকারের মানুষ হয় তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে, প্রতিষ্ঠিত হবে। আমার বিশ্বাস আমাদের বাচ্চারা আমাদের থেকে অনেক স্মার্ট হবে কারন তাদের কাছে বিভিন্ন অপশন রয়েছে যেটা আমাদের কাছে সেটা ছিলনা ।
দলমত নির্বিশেষে কে কোন দল সাপোর্ট করে, কে কোন ধর্মের মানুষ বড় বেপার সেটা নয়। বড় বেপার হলো আমরা সবাই মানুষ। যদি আমাদের বাচ্চাদেরকে সঠিক মানুষ করতে পারি সঠিক বাঙ্গালী করতে পারি, তাহলে বাংলাদেশে যে মাদক, সন্ত্রাস ও লুটপাট সমস্যা আছে তা আর থাকবে না।
সোমবার (৪ মার্চ) দুপুরে দেলাপাড়া খেলার মাঠে দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদ এর সভাপতি আলহাজ্ব মোঃ মোতাহের হোসেন।
এ সময় সালমা ওসমান লিপি শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে বলেন, গর্জে উঠো আবার পেছেনে ফেলে সামনে বারো জয় বাংলা বলে আগে বারো। জয় বাংলা কেন বলি এটা জানতে হবে। আমাদের সরকার যেই সরকারই হউকনা কেন সে শুধু মাত্র সেই সরকার বাংলাদেশকে উন্নত ও পরিপূর্ণ করে দিতে পারবেনা। যদিনা আমরা সজাগ হই, যদিনা আমরা সরকারকে সহযোগিতা করি, যদিনা আমরা সমাজকে সহযোগিতা করি।
তিনি আরো বলেন, আমি নির্বাচনের আগে যে যে জায়গায় গিয়েছিলাম ও কথা বলেছিলাম সেই জায়গাই আমি আবার অবশ্যই যাব। দেলপাড়াবাসীকে আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাছি দেশের উন্নয়নের লক্ষ্যে শেখ হাসিনাকে আরেকবার প্রধানমন্ত্রী বানানোর জন্য এবং শামীম ওসমানকে জোনগনের ভোটের মাধ্যমে জয়ী করার জন্য। আপনারা দোয়া করবেন শামীম ওসমান যেন আল্লাহর রহমতে আপনাদের সমস্যাগুলোকে সমাধান করে সফল হতে পারেন ।
অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত থেকে মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম বলেন, আধুনিক শিক্ষা ব্যবস্থা নিশচিত করার জন্য একটা মেডিকেল কলেজ নির্মানের জন্য নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি জননেতা শামীম ওসমান যে কাজ করে যাচ্ছে সেটা সফল করার জন্য তাকে আপনাদের ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করার জন্য আপনাদের শামীম ওসমানের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা ও অভিন্দন জানাই। শামীম ওসমানের নেতত্বে মাদক, সন্ত্রাস, ইপটিজিং এবং ভূমিদস্যুদের হাত থেকে এই সমাজকে রক্ষা কারার আহবান রাখলাম আপনাদের কাছে ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদসর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মনিরুল আলম সেন্টু, কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিন, ৪,৫ও৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাহাঙ্গির আলম, বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ও সাঊেশ সভাপতি আলহাজ্ব মোঃ মোজাম্মেল হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির বেপারী, আলহাজ্ব মোঃ সাখাওয়াত হোসেন ডিটু, আলহাজ্ব মোঃ আব্দুল আউয়াল মিয়া, কুতুবপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রাসেল মোল্লা, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী জনতালীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেলসহ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও শিক্ষক বৃন্দ ।
