মঙ্গলবার   ০৯ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৫ ১৪৩২   ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

নোয়াখালীসহ বিভিন্ন স্থানে ওবায়দুল কাদেরের জন্য দোয়া

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:২৬ এএম, ৪ মার্চ ২০১৯ সোমবার

নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ওবায়দুল কাদেরের নিজ এলাকা কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে বাদ আসর দোয়া মাহফিল হয় 

নিজ জেলা নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে রোববার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দ্রুত সুস্থতা চেয়ে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। এর মধ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জ, সদর, সুবর্ণচর, কবিরহাট, বেগমগঞ্জ, চাটখিল ও সেনবাগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। রোববার বাদ মাগরিব হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ দোয়া ও মিলাদের আয়োজন করে। মন্ত্রীর দ্রুত রোগমুক্তি চেয়ে চট্টগ্রামবাসীর কাছে দোয়া চেয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। এক বিবৃতিতে এ দোয়া চান তিনি। এ ছাড়া প্রধান কার্যালয়সহ সারাদেশের কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। প্রধান কার্যালয়ে দোয়ায় অংশ নেন বিআরটিএর চেয়ারম্যান মশিয়ার রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কর্মচারীরা। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

নোয়াখালী : নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ওবায়দুল কাদেরের নিজ এলাকা কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে বাদ আসর দোয়া মাহফিল হয়। মন্ত্রীর বাড়ির মসজিদে খতমে শেফা ও খতমে কোরআন অনুষ্ঠিত হয়। মোনাজাতে নেতাকর্মীরা কান্নায় ভেঙে পড়েন। এতে উপস্থিত ছিলেন মন্ত্রীর স্বজন, আওয়ামী লীগ নেতা খিজির হায়াত খান, ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, নুর নবী চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা।

সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিনের উদ্যোগে বাদ জোহর উপজেলা পরিষদ মিলনায়তনে দোয়া, মিলাদ ও কোরআনখানি অনুষ্ঠিত হয়। এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান সর্দারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একই সময় কবিরহাট উপজেলা ও কবির হাট পৌর আওয়ামী লীগের উদ্যোগে কবিরহাট জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। বাদ আসর নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণের উদ্যোগে চৌমুহনী শহরের মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

বাদ আসর সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে জেলা আওয়ামী লীগ সভাপতি খায়রুল আনম সেলিম ও উপজেলা নির্বাহী অফিসার আবু ওয়াদুদ উপস্থিত ছিলেন।

নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে বাদ মাগরিব জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল হয়। এ সময় জেলা আওয়ামী লীগ সভাপতি খায়রুল আনম সেলিম, অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন, পৌর আওয়ামী লীগ সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, আওয়ামী লীগ নেতা আবদুল মতিন বিএসসি, মাওলা জিয়াউল হক লিটন, মাহমুদুর রহমান জবেদ, আতাউর রহমান নাসেরসহ জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া নোয়াখালী-১ আসনের (চাটখিল-সোনাইমুড়ী) সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের উদ্যোগে চাটখিল ও সোনাইমুড়ীর বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

সিলেট : হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে দোয়া মাহফিলে অংশ নেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, নগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, আওয়ামী লীগ নেতা আবদুল খালিক, শফিউল আলম চৌধুরী নাদেল, অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, জাবেদ সিরাজ প্রমুখ।

এর আগে বাদ আসর বঙ্গবন্ধু সৈনিক লীগ মহানগর শাখার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল হয়। এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন আহমদ লালা, বঙ্গবন্ধু সৈনিক লীগ নগর শাখার সাধারণ সম্পাদক জাবেদ হোসেন, যুগ্ম সম্পাদক দ্বীন মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক রমজান আলী, সুলতান আহমদ, শাওন আহমদ, সিরাজুল ইসলাম প্রমুখ।