শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫   কার্তিক ২২ ১৪৩২   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

শামীম ওসমানের অপেক্ষায় এসপি হারুন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৪৩ পিএম, ২ মার্চ ২০১৯ শনিবার

 নারায়ণগঞ্জে যোগদানের পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, মাদকদ্রব্য উদ্ধার, পোশাক কারখানা স্থিতিশীল রাখতে অবদান রাখায় তৃতীয় বারের মতো ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হয়েছেন মোহাম্মদ হারুন অর রশীদ।


নগরীতে অবৈধ ফুটপাত ও স্ট্যান্ড উচ্ছেদেও তিনি সাফল্য পেয়েছেন। বারবার তিনি সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ ও ব্যবস্থা গ্রহণ করেছেন। নগরীর সবচেয়ে বড় জুয়ার আসর গুঁড়িয়ে দিয়েছেন। তাঁর এমন কর্মকা-ে আশার আলো দেখছে নারায়ণঞ্জবাসী।


খোদ ঢাকা রেঞ্জের ডিআইজিও বুঝতে পেরেছেন পুলিশের উপর আস্থার জায়গা তৈরি হয়েছে নারায়ণগঞ্জে। চলতি সপ্তাহে বেশকটি অনুষ্ঠানে অংশ নিয়ে এসপি হারুনের দাবি, সাংসদ শামীম ওসমানও মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। তিনিও আমাদের এ ব্যাপারে পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে তাঁদের কথা দিয়েছেন।


পুলিশ সুপারের উপর নারায়ণগঞ্জবাসীর আস্থার জায়গা থেকে জেলার প্রভাবশালী নেতা সাংসদ শামীম ওসমানেরও মুখে প্রশাসনকে সহযোগিতার ঘোষণা শুনতে চায় জনগণ। সাধারণ মানুষ ধারণা করছেন, শনিবার ডিআইটি চত্ত্বরে শামীম ওসমানের সমাবেশ থেকে তাঁর মুখ থেকেও এব্যাপারে ঘোষণা আসতে পারে।  


শামীম ওসমানের তরফ থেকে এমন ঘোষণা পেলে প্রশাসনের উপর সাধারণ মানুষের আস্থার ভীত আরো মজবুত হবে। বিশিষ্টজনেরাও বলছেন দীর্ঘ এক দশকের মধ্যে এই প্রথম আইনশৃঙ্খলা পরিস্থিতির এতোটা উন্নতি হতে তারা দেখেছেন। কিছু বিচ্ছিন্ন ঘটনা ব্যতিত আইনশৃঙ্খলা পরিস্থিতি সবার প্রশংসা কুড়িয়েছে। আরো ভালো করতে এসপি শামীম ওসমানসহ অন্যান্য সাংসদদের সহযোগিতা চেয়েছেন।

 


বিশিষ্টজনের মত, প্রশাসনের উপর নারায়ণগঞ্জবাসীর এই আস্থার জায়গা আরো বাড়বে যখন শামীম ওসমান তাঁর হাজারো নেতাকর্মীর সামনে যখন প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার কথা জানাবেন। অন্যায় করে কেউ পার পাবেনা, বর্তমান সরকার ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর, নারায়ণগঞ্জ তাঁর অপবাদ ঘুঁচানোর সুযোগ পেয়েছে এসব কিছু আরেক নতুন মাত্রা পেতে পারে শামীম ওসমানের ঘোষণার মধ্য দিয়ে।


সর্বশেষ পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসপি হারুন বলেছেন, শামীম ওসমানসহ সকল এমপির সহযোগিতা থাকলে পর্দার অন্তরালে থাকা মাদক চোরাকারবারি, ভূমিদস্যু, চাঁদাবাজদেও বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করতে পারবেন তিনি। নারায়ণগঞ্জের মানুষ যেভাবে সমর্থন যোগাচ্ছেন তাতে কোন প্রভাবশালী অপরাধ করে পার পাবেননা।  


রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শামীম ওসমানের জন্য ডিআইটি জনসভাটি অন্যরকম সুযোগ বহন করে। উদ্দেশ্য জানা না থাকলেও হাজারো নেতাকর্মী সমাবেশে অংশগ্রহণ করবেন। আর এ সমাবেশে যদি শামীম ওসমান প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার ঘোষণা দেন তাহলে এটিকে নারায়ণগঞ্জবাসীও সাদরে গ্রহণ করে নেবে। মাত্র কিছুদিন আগে এক সফরে নারায়ণগঞ্জে আসেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

 

সেখানে তিনি পুলিশ সুপারকে সহযোগিতার কথা বলেছেন। ডিআইটির সমাবেশে যদি শামীম ওসমানও প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার ঘোষণা দেন তবে তা হবে নারায়ণগঞ্জবাসীর জন্য নতুন দিনের আশার আলো। ডিআইটিতে শামীম ওসমানের সেই ঘোষণার অপেক্ষায় থাকবে নারায়ণগঞ্জবাসী!