মেয়াদ বাড়লো আবাসন মেলার, বাড়ছে ক্রেতা-দশনার্থীদের ভিড়
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:৩৮ পিএম, ২ মার্চ ২০১৯ শনিবার
আবহাওয়া অনুকূলে না থাকায় নগরীর শহীদ জিয়া হল প্রাঙ্গণে আয়োচিত ৪ দিনব্যাপী আবাসন মেলার মেয়াদ আরো একদিনে বাড়িয়ে (রোববার) ৩ মার্চ পর্যন্ত করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় মেলায় ঘুরে দেখা যায়, ঢাকা ও নারায়ণগঞ্জের ১৩টি সুনামধন্য আবাসন প্রকল্পের স্টলকে ঘিরে বাড়ছে ক্রেতা-দর্শনার্থীদের ভিড়। ক্রেতাদের অকর্ষণে কোম্পানি গুলোও দিচ্ছে বিভিন্ন অফার! আর আবাসনে নিজেদের বিনিয়োগ নিরাপদ রাখতে ক্রেতারাও যাচাই করে নিচ্ছেন বিভিন্ন আবাসন গ্রুপের প্রকল্পের কাগজপত্রসহ নানা বিষয়াদী।
মেলায় আগত আনিসুল হক নামে একজন বলেন, আমি মূলত একটি ভালো ফ্ল্যাটের সন্ধানে আছি। এর আগেও আমার এক আত্মীয়কে একটি ফ্লাট নিয়ে দিয়েছি এখান থেকে। প্রতিটি স্টলেই দেখলাম তাদের কাছে সুন্দর সুন্দর কালেকশন।
মেলার প্রোপারটি ইভেন্টস’র (সি.ও) মোহব্বত খাঁন বলেন, মেলায় ক্রেতার সংখ্যা ক্রমাগত ভাবে বেড়ে চলেছে। আশা করি রোববার পর্যন্ত উপস্থিতি আরো বাড়বে।
এবারের মেলায় রুপায়ণ গ্রুপ, স্ট্রাকচার প্রপারচিজ এন্ড বিল্ডার লিঃ, লাইভ ভিউ ডেভলপমেন্ট লিঃ, প্রবাসী পল্লী গ্রুপ, সাইন হোল্ডিং লিঃ, রাজধানী হোল্ডিং লিঃ, এস.এস.জি প্রোপারটি, একান্ত নীড় হাউজিং লিঃ, স্টার ভিউ হাউজিং লিঃ এএএস নাসার প্রোপারটি, আর্টিটাকচার হাউজিং লিঃ, আল-আরফা প্লাজা, এবং আইপিডিসি ফাইনান্স অংশগ্রহন করেছে।
