নারায়ণগঞ্জে বিজিবি মোতায়েন, টহল শুরু
নারায়ণগঞ্জ প্রতিনিধি
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:১০ পিএম, ২১ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাদ সুষ্ঠু করতে মাঠে নেমেছে প্রশাসন। আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নারায়ণগঞ্জে বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) থেকে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নের্তৃত্বে বিজিবি শহরে টহল দেওয়া শুরু করে।
এ সময় নির্বাহী ম্যাজিষ্টেট আহমেদ জানান, নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি বিশেষ দায়িত্ব পালন করবে।
জেলার নারায়ণগঞ্জ-১, নারায়ণগঞ্জ-২, নারায়ণগঞ্জ-৩, নারায়ণগঞ্জ-৪, নারায়ণগঞ্জ-১, নির্বাচনি এলাকায় বিজিবি এবং পুলিশ আগামী ২ জানুয়ারি পর্যন্ত নির্বাচনি দায়িত্ব পালন করবেন বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ জানান।
