তৃতীয় বারের মতো শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন এসপি হারুন অর রশিদ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৩৬ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
নারায়ণগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদ তৃতীয় বারের মতো ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে মনোনীত হয়েছে। নারায়ণগঞ্জ জেলায় যোগদানের পর তিনি টানা তৃতীয় বারের মতো শ্রেষ্ঠ পুলিশ সুপার হবার গৌরব অর্জন করলেন। গতকাল মঙ্গলবার ঢাকা রেঞ্জ অফিসে ক্রাইম কনফারেন্স সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন (বিপিএম) এর সভাপতিত্বে ঢাকা রেঞ্জের ক্রাইম কনফারেন্স সভায় তার হাতে ওই পুরস্কার তুলে দেওয়া হয়।
মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, শিল্প এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষাসহ নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষ জনক হওয়ায় সর্বসম্মতিক্রমে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদকে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসাবে মনোনীত করে পুলিশ সুপারের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
পুলিশ সুপার হিসেবে নারায়ণগঞ্জে যোগদানের পর ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেফতার করে আলোচনায় আসেন তিনি। নারায়ণগঞ্জবাসীর দুর্ভোগ লাঘবের জন্য শহরের ফুটপাত হকার মুক্ত ও সড়ক যানজট মুক্ত করেন।
হারুন অর রশিদ ৩বার বিপিএম ও ২বার পিপিএম পদকে ভূষিত হয়েছেন।
