শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ৪ ১৪৩২   ২৮ জমাদিউস সানি ১৪৪৭

কাতলা মাছের দাম ৬০ হাজার টাকা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:২১ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

নগরীর বালুরমাঠ নূর মসজিদের সামনে ২৮ কেজি ওজনের কাতলা মাছ বিক্রয় করতে বসেছে এক বিক্রেতা। তিনি মাছটির দাম হাঁকিয়েছেন ৬০ হাজার টাকা।

 

অনেকে মাছটি কেনার জন্য আগ্রহ দেখালেও দরদামে মিল না হওয়ায় শেষ খবর পাওয়া পর্যন্ত মাছটি অবিক্রিতই রয়ে গেছে। 

এক ক্রেতা জানান, আমি মাছটি কিনতে দাম জিজ্ঞাসা করলে বিক্রেতা কেজি প্রতি ২২০০ টাকা চেয়েছেন। 

বিক্রেতা জানান, যমুনা নদী থেকে মাছটি ধরা হয়েছে। শেষ পর্যন্ত কোন যুঁতসই কোন ক্রেতা পাওয়া না গেলে মাছটি কেটে কেজি দরে বিক্রি করবো।