মার্চের জনসভা সফল করতে শামীম ওসমানের কঠোর পরিশ্রম
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৪১ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৯ রোববার
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজনীতির মাঠ একেবারেই মসৃণ। তবে নির্বাচনের পরও একটি জনসভা আয়োজন ও সেটিকে সফল করতে কঠোর পরিশ্রম করছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান।
নির্বাচনের পর দেড়মাস বিরতি দিয়ে হঠাৎ করেই ১৬ ফেব্রুয়ারি বিকেলে নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে (নম পার্ক) এক কর্মীসভায় একটি জনসভা আয়োজনের ডাক দেন। মার্চের ২ তারিখ নগরীর ডিআইটি চত্ত্বরে তিনি এ বৃহৎ জনসভা আয়োজন করতে নেতাকর্মীদের নির্দেশ দেন।
জনবহুল নগরীর মধ্যে এ জনসভার উদ্দেশ্য হিসেবে তিনি নেতাকর্মীদের কাছে তুলে ধরেছেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে আবারো জানান দিতে, ভবিষ্যতে পরিস্কার পরিচ্ছন্ন ও বিতর্কহীন নারায়ণগঞ্জ কেমন হবে সেটির করণীয় সম্পর্কে বার্তা দেয়ার জন্য।
২০ ফেব্রুয়ারি বিকেলে হীরা মহলে প্রয়াত এমপি শামসুজ্জোহার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ সমাবেশ জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দের উপস্থিতির বিষয়টি তদারকির জন্য জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও মহনগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহাকে দায়িত্বভার দেন। তবে সমাবেশটি কার ব্যানারে হবে এ ব্যাপারে কেউ কিছু জানাননি।
জনসভাকে সফল করতে শামীম ওসমান নিজেও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দের সাথে বসে কথা বলছেন। সর্বশেষ শনিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে বন্দরের কয়েকস্তরের নেতাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছেন শামীম ওসমান।
কয়েকটি সূত্র জানিয়েছে, সেখানে মূল আলোচ্য বিষয়ই ছিলো মার্চের জনসভাকে সফল করা। সেখানে মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি খোকন সাহা উপস্থিত ছিলেন।
সূত্র আরো জানায়, শামীম ওসমান জনসভায় বিস্তর লোকের উপস্থিতি নিশ্চিতের ব্যাপারে তৃণমূল নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন। শুধু বন্দর নয়, ফতুল্লার বাংলা ভবনে নেতাকর্মীদের নিয়ে তিনি ২৬ ফেব্রুয়ারি এমন রুদ্ধদ্বার বৈঠক করবেন। ২৭ ফেব্রুয়ারি নম পার্কে সিদ্ধিরগঞ্জের নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠিত হবে এমন আরেকটি বৈঠক।
