শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫   কার্তিক ২২ ১৪৩২   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

জামায়াত প্রীতি নেই এমন প্রার্থীকেই আমরা সমর্থন দিব : মাহমুদা মালা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৩৬ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহমুদা মালা বলেছেন, নির্বাচনে অনেকেই প্রতিদ্বন্দিতা করবে এটাই স্বাভাবিক। 


জামায়াত প্রীতি নেই এবং যার পরিচ্ছন্ন ভাবমূর্তি আছে এমন প্রার্থীকেই আমরা সমর্থন দিব। সেক্ষেত্রে দল যার পক্ষে কাজ করার জন্য নির্দেশনা দিবে সেই প্রার্থীর পক্ষেই আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।


আসন্ন বন্দর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে শনিবার বিকেলে বন্দরের কলাগাছিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রুহুল আমিনের বাড়ীতে বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসক কথা বলেন।  


এ সময় কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম কাশেম, নারায়ণগঞ্জ মহানগর মহিলা আওয়ামী লীগ নেত্রী নিলা আহম্মেদ নিশি ও রাশিদা বেগম, অত্র ইউপি’র ৭,৮ ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইয়ানুর মিয়া, মদনপুর ইউনিয়ন সাবেক ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহীন তাহেরী, সাধারণ সম্পাদক সোয়েব মোঃ লিটন, সহ-সভাপতি মাহমুদুল হাসান জুয়েল, ২১নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান খোকন, মদনপুর ইউনিয়ন যুবলীগ নেতা আতাবুর ও শাকিল প্রধান, ১৯নং ওয়ার্ড যুবলীগ নেতা দায়েন হোসেন, বন্দর থানা ছাত্রলীগ নেতা মফিজুল ইসলাম, কলাগাছিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শাওন, সাংগঠনিক সম্পাদক রবিন, দপ্তর সম্পাদক রফিকুল ইসলামসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত থেকে মতবিনিময় সভায় অংশ নেন।