বাংলাভাষা রপ্ত করে এদেশে বিদেশীরা ব্যবসা-বাণিজ্য করতে আসবে : ডিসি
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:৫৪ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেছেন, ‘বাংলাদেশকে আমরা এমন উন্নত বাংলাদেশে পরিণত করবো, যাতে চীন, জাপান, ইংলিশ ভাষাভাষী লোকজন বাংলা ভাষা রপ্ত করে বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য, চাকুরি করতে আসে। সেই বাংলাদেশ গড়ার কাজে নিয়োজিত আছি।’
বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যেগে আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বক্তব্যের প্রথমে চকবাজারো চুড়িহাট্টায় অগ্নিদগ্ধ হয়ে নিহতদের আত্মীয় স্বজন ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তিনি বলেন, যার স্বজন হারিয়েছে তিনিই একমাত্র বুঝেন যে স্বজন হারানোর কি ব্যাথা!
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জসিম উদ্দীন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুমন রেজা।
অনুষ্ঠানের শুরুতে মহান ভাষা আন্দোলনের শহীদগণের প্রতি এক মিনিট নিরবতা পালন করা হয়।
