শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫   কার্তিক ২২ ১৪৩২   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

সোনারগাঁওয়ে ধর্ষণের আসামি গাজীপুরে গ্রেপ্তার

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:১৬ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

সাহাদাত হোসেন (৩৬) নামে ওই যুবককে সোমবার গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার-বিন-কাশেম জানিয়েছেন।

 

 

সাহাদাত নারায়ণগঞ্জের রূপগঞ্জের মধুখালী গ্রামের মৃত সাহাবুদ্দিনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধ স্বীকার করেছেন বলে র‌্যাব জানায়।

 

লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বলেন, “ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে সাহাদাত বেড়ানোর কথা বলে গত ২৪ জানুয়ারি সোনারগাঁওয়ের হোটেল তাজমহল পিরামিডে নিয়ে যায়। সেখানে ধর্ষণের পর তার ভিডিওও ধারণ করে রাখে সে এবং ওই কিশোরীকে ভয় দেখিয়ে সম্পূর্ণ ঘটনা গোপন রাখতে বলে।”

বাড়ি ফিরে মেয়েটি তার মাকে সব খুলে বললে তিনি বাদী হয়ে সোনারগাঁও থানায় মামলা করেন।

মামলার পর সাহাদাত গাজীপুরের কোনাবাড়িতে পালিয়েছিলেন বলে র‌্যাব জানায়।