শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫   কার্তিক ২২ ১৪৩২   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

বিদেশি বিনিয়োগে ওয়ান স্টপ সার্ভিস চালু : সালমান এফ রহমান

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৩২ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

প্রধানমন্ত্রীর বেসরকারি খাত শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান বলেছেন,  ইকোনমিক জোনে যে বিদেশি বিনিয়োগ হয়েছে সেটা অন্য দেশে বিদেশি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করবে।

 

দেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে ওয়ান স্টপ সার্ভিস চালু করা হয়েছে। যাতে এক সঙ্গে গ্যাস , বিদ্যুৎ, ওয়াসা, রাস্তাঘাটসহ নানা যাবতীয় সুবিধা ভোগ করতে পারে। 

এ সুবিধা দেয়ার কারণে বহুদেশ বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছে।  বর্তমানে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়ার কারণে দেশে বিদেশি বিনিয়োগ বাড়ছে।   

সোমবার বেলা ১২টায় সোনারগাঁয়ের মেঘনা ইন্ড্রাস্ট্রিয়াল ইকোনমিজোনের ত্রিবদী এলাকায় এক্সসোরিজ কোম্পনিটির উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন ।   

মেঘনা ইকোনিমিক জোনে অস্ট্রেলিয়ার টিআইসি গ্রুপ ও প্যাক্ট গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান টিআইসি ম্যানুফ্যকচারিং লিমিটেডের পরিচালক মি. মার্ক গেনডুর সভাপতিত্বে উদ্বোধনীতে বক্তব্যে রাখেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার জুলিয়া নিবলেট, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, বেজার সদস্য ও অতিরিক্ত সচিব হারুন অর রশিদ, ঢাকা মেট্রোপলিটান চেম্বার অব কমার্সের সভাপতি ব্যারিস্টার নিহাদ কবির  ও বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা সম্পাদক রুপালী চৌধুরিসহ অনেকে। 

সালমান এফ রহমান বলেন, সরকারে  উদ্যোগ ও দেশে রাজনেতিক স্থিতিশীলতা বাজায় থাকার কারণেই দেশে একের পর এক বিনিয়োগ হচ্ছে। সরকার বেজার মাধ্যমে মেঘনা গ্রুপকে ইকোনমিক জোন করার অনুমতি দিয়েছে বলেই আজ বিদেশি বিনিয়োগ হয়েছে।  

তিনি বলেন, মেঘনা গ্রুপ মাত্র আড়াই বছরের মধ্যে ইকোনমিক জোনটি ডেভলাপমেন্ট করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে মেঘনা গ্রুপের মতো সারাদেশে শতাধিক ইকোনমিক জোন করার উদ্যোগ নিয়েছেন। 

 

চট্রগ্রামের  মীরসরাইয়ে প্রায় ৩০ হাজার একর জমির উপর  ইকোনমিক জোন করা হচ্ছে। মিরেরসরাইয়ে আরো অনেক বেশি বিদেশি বিনিয়োগ হবে। 

মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল বলেছেন, অস্টেলিয়ার পাশাপাশি জাপান, জার্মানি, সুইজারল্যান্ডসহ আরো বেশ কয়েকটি দেশ বাংলাদেশের মেঘনা ইকোনমিক জোনে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে। 

এরই মধ্যে জাপানের একটি কোম্পানি ৫ মিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আমাদের একাউন্টে জমা দিয়েছে। তাদের টেকনেশিয়ান ও আমাদের টেকনিশিয়ান একসঙ্গে কাজ করছে। 

জার্মানির কোম্পানির সঙ্গে বিনিয়োগের বিষয়টি চুক্তির পর্যায়ে আছে। বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্র বিদেশিরা যেভাবে আগ্রহ দেখাচ্ছে তাতে করে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। 

অস্টেলিয়ার  টিআইসি গ্রুপের পরিচালক মি. মার্ক গেনডুর বলেন, টিআইসি বিশ্বের ১৫ দেশে কাজ করছে। বিশ্ববিখ্যাত গার্মেন্টস রিটেলারদের কাছে প্লাস্টিকের গার্মেন্টস হ্যাংগার সরবরাহ করবে। টিআইসি ধীরে ধীরে তাদের ইউনিট সম্প্রসারিত করবে।