শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫   কার্তিক ২২ ১৪৩২   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

২০ লিটার দেশীয় এ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:২১ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

২০ লিটার দেশীয় এ্যালকোহলসহ রফিকুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-১১। 

 

এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ টাকা ৮’শ ৭০ টাকা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল সেট জব্দ করা হয়। র‌্যাব ১১ সিপিএসসি, নারায়ণগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল রোববার দুপুরে নগরীর ১নং রেলগেইট এলাকা থেকে ওই এ্যালকোহলসহ রফিকুল ইসলামকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত রফিকুল কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মশাউড়া গ্রামের মৃত সাজদার মন্ডলের ছেলে। বর্তমানে সে ফতুল্লার কাশিপুর খিলমার্কেট এলাকার বাচ্চু মিয়ার বাড়ীর ভাড়াটিয়া। 


র‌্যাব জানায়, রফিকুল এদীর্ঘদিন যাবৎ ইয়াবা ট্যাবলেট বিক্রয় আসছে। গোপন সংবাদেন ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হইয়াছে।