নারায়ণগঞ্জে পোশাক কারখানায় আগুন, কোটি টাকার ক্ষতি
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:০৭ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার
নারায়ণগঞ্জে এক পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) ভোর ৪টার দিকে ফতুল্লার পূর্ব ইসদাইর বুড়ির দোকান এলাকায় অবস্থিত জেমা ফ্যাশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনের চারটি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে পরে কারখানার আগুন নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফীন জানান, চারটি ইউনিট নিয়ে ২ ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।
পোশাক কারখানাটি দ্বিতীয় তলা। নিচতলায় কোনো ক্ষতি হয়নি। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে বলে জানান ফায়ার স্টেশনের ওই কর্মকর্তা।
এ দিকে এ ঘটনায় প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মালিক পক্ষ। জেমা ফ্যাশনের মালিক সুমন মাহমুদ জানান, ভোর ৪টার দিকে খবর পেয়ে কারখানায় গিয়ে দেখি আগুন জ্বলছে। এর পর নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনে খবর দিই। পরে ফায়ার সার্ভিসকর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি জানান, দ্বিতীয় তলার ফ্লোরে গিয়ে দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে। সেখানে তৈরি পোশাক, ফেব্রিক্সসহ অনেক মেশিন ছিল। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।
