রোববার   ০৯ নভেম্বর ২০২৫   কার্তিক ২৪ ১৪৩২   ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

নারায়ণগঞ্জে নির্বাচনি মাঠে ১৫ ম্যাজিস্ট্রেট

নিজস্ব প্রতিবেদক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:০৫ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

নারায়ণগঞ্জ: আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের নির্বাচরি আচরণবিধি নিশ্চিত করণের লক্ষ্যে দায়িত্ব পালনের জন্য জেলা ব্যাপী ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মাঠে নামানো হয়েছে। বুধবার বিকেল থেকে জেলার ৫টি নির্বাচনী এলাকায় তাদেরকে মাঠে নামানো হয়েছে। ভোটগ্রহণের পরদিন পর্যন্ত তারা মাঠে দায়িত্ব পালন করবেন।

 

সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রাব্বী মিয়া জানান, নির্বাচনি মাঠের আচরণবিধি নিশ্চিত করণের জন্য ১৫ জন ম্যাজিস্ট্রেট জেলার ৫টি নির্বাচনি আসনে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া তাদেরকে র‌্যাব ও পুলিশ সহায়তা করবে।

 

বৃহস্পতিবার থেকে নারায়ণগঞ্জের ৫টি নির্বাচনি এলাকায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে নামবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।