আমি মন্ত্রীত্ব নেইনি, আমার যোগ্যতা হয়নি : শামীম ওসমান
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:১২ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ রোববার
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সাংসদ একেএম শামীম ওসমান বলেছেন, বিগত সময়ে আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাহাবুবুল আলম হানিফ ভাইয়ের সামনে আমাকে জেলা আওয়ামীলীগের সভাপতির পদসহ মন্ত্রিত্ব নেয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন।
আমি মন্ত্রীত্ব নেইনি। কারন শেখ হাসিনার মন্ত্রীসভায় থাকার যোগ্যতা আমার হয়নি বলে আমি মনে করি। তাই আমার কাছে মন্ত্রীত্ব বড় নয়, জনগণের পাশে থাকাই আমার কাছে বড় ব্যাপার। আমি মন্ত্রী হিসেবে নয়, আমার নেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবেই থাকতে চাই।
আমি দূরে যেতে চাই না। আমি আমার নারায়ণগঞ্জেই থাকতে চাই। চাওয়া-পাওয়ার আশা করি না। খাওয়ার জন্য যেহেতু রাজনীতি করি না, ভোগের জন্য রাজনীতি করি না তাই নারায়ণগঞ্জে কাউকে টেক্স দিয়ে রাজনীতি করবো না। যা বলবো নেতৃত্ব দিয়েই করবো। যা করবো নারায়ণগঞ্জের মানুষের জন্য করবো। আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য করবো।
শনিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ফতুল্লার নাসিম ওসমান মেমোরিয়াল (নম) পার্কে নেতাকর্মীদের সাথে নির্বাচন পরবর্তী এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ত্যাগী নেতাকর্মীদের চিহ্নিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের পাশে আমাদের দাঁড়ানো উচিৎ সবার আগে। তাদের পাশে দাঁড়ানোটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। আপনারা তাদের চিহ্নিত করুন, আমি আবারও বসবো। আপনাদের কথা শুনবো। আমি আপনাদের পাশে থাকবো।
দিনের বেলায় বিএনপি আর রাতের বেলায় জামাত করে না তারাই নারায়ণগঞ্জ আওয়ামী লীগে থাকবে। এইবার আমার শেষ টাইম আগেই বলছি। তাই অরিজিনাল আওয়ামীলীগের হাতেই দায়িত্ব দিয়ে বিদায় নেবো, তার আগে না।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক এম শওকত আলী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, জেলা আদালতের পিপি ও আওয়ামী লীগ নেতা ওয়াজেদ আলী খোকন, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি চন্দন শীল, যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু ভূইয়া, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম রাফেল প্রধান, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু প্রমুখ।
