ফুটবল নিয়ে মাঠে পুলিশ সুপার হারুন
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:০৩ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ রোববার
এবার ফুটবল নিয়ে মাঠে এসপি হারুন অর রশীদ। তবে শুধু মাঠে নেমেই ক্ষ্যান্ত হননি তিনি। একেবারে ০-৩ গোলে জিতে মাঠ ছেড়েছেন।
শনিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় নারায়ণগঞ্জ পুলিশ লাইন মাঠে নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এ ম্যাচে ০-৩ গোলে এসপি হারুন অর রশীদের দল জয় লাভ করে।
এ ব্যাপারে জেলা পুলিশের বিশেষ শাখা (মিডিয়া) পরিদর্শক (ডিআইও-২) সাজ্জাদ রুমন জানান, সুস্থসবল ও সুস্বাস্থ্যের জন্য খেলাধূলার বিকল্প নেই। তাই আজকে এসপি স্যার জেলা পুলিশের আমাদের সকলকে নিয়ে এ ফুটবল ম্যাচের আয়োজন করে।
