জেলা পুলিশের বিশেষ অভিযানে ৬২ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:৫৫ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ রোববার
জেলা পুলিশের বিশেষ অভিযানে দু’দিনে জেলার সাত থানায় মাদকসহ ৬২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর থেকে শনিবার (১৬ ফেব্রুয়ারি) পর্যন্ত জেলাজুড়ে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে ৪ হাজার ৯১২ পিস ইয়াবা ট্যাবলেট, ৫গ্রাম হোরোইন, ৩০০ গ্রাম গাঁজা, ৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। মোট ৫ টি মাদক মামলা দায়ের করা হয় এবং এ সংক্রান্তে ৩৩ জনকে গ্রেফতার করা হয়।
এছাড়া অভিযানে ১৮ টি গ্রেফতারি পরোয়ানা (জি আর) ও ১০ টি সিআর তামিল করা হয় এবং ১ টি সাজা পরোয়ানা গ্রেফতার করা হয়। মোট ২৯ টি পরোয়ানা (ওয়ারেন্ট) নিষ্পত্তি করা হয়।
উক্ত অভিযানে মুখ্য ভুমিকা পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আলা মামুন। অভিযান পরিচালনায় কাজ করে মোট ১৪ টি টিম। প্রতি টিমে একজন করে সাব ইন্সপেক্টরসহ ৯ থেকে ১০ জন করে ফোর্স অংশগ্রহণ করে।
