শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫   কার্তিক ২২ ১৪৩২   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

প্রধানমন্ত্রী গণমানুষের উন্নয়নের পরিকল্পনা করছেন : মন্ত্রী গাজী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৫২ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এদেশের গণমানুষের কল্যাণ ও উন্নয়নে যুগান্তকারী উদ্যোগ ও পরিকল্পনা বাস্তবায়ন করছেন বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। 


শনিবার (১৬ ফেব্রুয়াির) সকালে রূপগঞ্জে গাজী ভবনে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীককে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা "গণমানুষের শেখ হাসিনা" নামক বই উপহার দিলে মন্ত্রী এ মন্তব্য করেন। 


তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব যুগান্তকারী পরিকল্পনা নিয়ে দেশকে অগ্রগতির পথে নিয়ে যাচ্ছেন, তা অবিস্মরণীয়। প্রত্যন্ত এলাকাসহ সারাদেশে সরকার উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করছে ।’


মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন,‘বঙ্গবন্ধুর আদর্শ ও দেশ সম্পর্কে জানতে হলে প্রকৃত ইতিহাস পড়তে হবে, বই পড়তে হবে, ভাল লেখাপড়া করতে হবে।,
ছাত্রলীগ কর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ছাত্রলীগের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তাহলে দেশ ও জাতি আরও উন্নত হবে।’


ছাত্রলীগের নেতাকর্মীদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে কাজ করতে হবে এবং এ দেশকে ও জাতিকে ভালবাসতে হবে উল্লেখ করে বলেন,‘ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে এগিয়ে যেতে হবে। কারণ ছাত্রলীগ হচ্ছে একটি আদর্শের নাম।’


এ সময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম সিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাসুম, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ প্রমুখ ।