শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫   কার্তিক ২২ ১৪৩২   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

আমাদের সবারই দেশের জন্য কাজ করতে হবে : পারভীন ওসমান

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৩১ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

প্রয়াত সাংসদ নাসিম ওসমানের সহধর্মিণী, পারভীন ওসমান বলেছেন, স্বাধীন দেশে আমরা যারা আছি আমাদের পদ পদবিই থাক বা নাই থাক, আমাদের সবারই দেশের জন্য কাজ করতে হবে । পদ পদাবিই বড় কথা না। দেশের জন্য কিছু করা, দেশের মানুষের জন্য কিছু করতে পারা এটাই বড় কাজ, এটা আমরা দৃঢ় বিশ্বাস।


শুক্রবার ( ১৫ ফেব্রুয়ারি) বিকালে  চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে সোনার বাংলা সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে আয়োজিত বাল্যবিবাহ ও শিশুশ্রম বন্ধে করণীয় শীর্ষক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।


তিনি আরও বলেন, এই স্বাধীন দেশের সবারিই উচিত ঐক্যবদ্ধ হয়ে এই স্বাধীনতা বিরোধীদের  চক্রান্ত শেষ করা । সবাই মিলে ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে দেশটাকে কোনো কুচক্রী মহল ধ্বংস করতে না পারে। যারা আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে, বঙ্গবন্ধুকে হত্যা করেছে প্রধানমন্ত্রী ক্ষমতায় এসে তাদের বিচার করেছেন এবং যারা বাকী আছেন তাদের বিচার হবে ।


যুব সমাজারে প্রতি আহ্বান জানিয়ে পারভিন ওসমান বলেন , তোমারা স্বাধীনতা বিরোধীদের বিপক্ষে একমত হয়ে কাজ হয়ে কাজ করবে। বাংলাদেশে তিনিটি জিনিস খুবিই গুরুত্বপূর্ণ; স্বাধীনতার অপশক্তি রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিশুশ্রম বন্ধ করা। বাল্যবিবাহ প্রতিরোধে জন্য প্রশাসন কাজ করে যাচ্ছে। এখনো বাংলাদেশে লুকিয়ে লুকিয়ে অনেকে বাল্যবিবাহ দেয়।

 


বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবুল কালামের সভাপতিত্বে এবং সোনার বাংলা সাংস্কৃতিক একাডেমীর সাংগঠানিক সম্পাদক মনজুর আহমেদ আকশের সঞ্চালনায় অনুষ্ঠানেবিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক খোকন । 


আরও উপস্থিত ছিলেন দৈনিক অগ্রবাণীর চিফ রিপোর্টার মো. আল মামুন খাঁন, সংগীত শিল্পী মো. হাসান ইমাম, মানবাধিকার কর্মী শাহানাজ বেগম, এড. নূর জাহান প্রমুখ ।