জুয়া, মাদক, সন্ত্রাসমুক্ত নগরী উপহার দিতে অভিযান চলবে:এসপি হারুন
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৩৮ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
অন্যায়, মাদক ও সন্ত্রাসমুক্ত উপহার দেয়ার ঘোষাণা দিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেছেন, জুয়া, মাদক, সন্ত্রাস, ভূমিদস্যূ, অন্যায়-অসামাজিক কার্যকালাপমুক্ত নগরী নারায়ণগঞ্জবাসীকে উপহার দিতে অভিযান পরিচালনা করছে পুলিশ। আমাদের এ সকল অভিযান অব্যাহত থাকবে। বুধবার (১৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ ঘোষনা দেন।
প্রসঙ্গত, নগরীর বাসস্ট্যান্ড, কালীরবাজার,বঙ্গবন্ধু সড়কের একাধিক এলাকায় প্রকাশ্যে জুয়ার আসর বসত। পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের নির্দেশনায় জুয়ার আসরে নারায়ণগঞ্জ জেলা ডিবির একাধিক টিম বিশেষ অভিযান পরিচালনা করে।
নারায়ণগঞ্জ শহরের ৫ নং ঘাট এলাকা, কালিরবাজার, বঙ্গবন্ধু সড়কের আশে পাশের এলাকায় এবং সাইনবোর্ড এলাকায় বিভিন্ন জুয়ার আসর হইতে, ৪০ জন কে গ্রেফতার এবং ৩ লাখ ১২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
এছাড়া সাইনবোর্ড এলাকার শাপলা আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকালাপের জন্য ৩ জন মহিলাসহ মোট ১০ জন পুরুষকে আটক করা হয়।
