শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫   কার্তিক ২২ ১৪৩২   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

সুন্দর সমাজ প্রতিষ্ঠায় যুদ্ধ হবে মাদকের বিরুদ্ধে : এড. নূরুল হুদা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৩৬ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নূরুল হুদা বলেছেন, সুন্দর সমাজ গঠনে মাদকের বিরুদ্ধে লড়াই অনিবার্য।

যুদ্ধকালীন সময়ে পাকসেনারা যেমন এই বাংলার মুক্তি পাগল মানুষ গুলোকে হত্যা করেছে ঠিক তেমনি মাদক আজ আমাদের যুব সমাজকে হত্যা করে চলছে। 
 
আর তাই ’৭১’র মতো করেই এই ২০১৯ সালে আরও একটি যুদ্ধে অবতীর্ণ হতে হবে। এবারের লড়াই হবে সুন্দর সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে, যুদ্ধ হবে মাদকের বিরুদ্ধে। এ লড়াইতে হেরে যাবার কোন সুযোগ নেই, জয় আমাদের সুনিশ্চিত।
 
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) হাজীগঞ্জ বাজারস্থ’ হাজীগঞ্জ ক্লাবে অনুষ্ঠিত মাদক বিরোধী সজেতন নাগরিক সমাজ আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
 
অ্যাডভোকেট নূরুল হুদা বলেছেন, প্রতিবেশীর ঘরে নোংরা দূর্গন্ধ থাকলে নিজ গৃহ যতই পরিচ্ছন্ন হোক না কেন দূর্গন্ধ থেকে মুক্তি পাওয়া যেমন সম্ভব নয় ঠিক তেমনি শুধু নিজে মাদক মুক্ত থাকলেই চলবেনা সমাজকেও মাদক মুক্ত করার দায়িত্ব গ্রহন করতে হবে।
 
সভায় মাদক বিরোধী সজেতন নাগরিক সমাজ এর আহবায়ক বদরুল আলম বলেছেন, মাদকের আগ্রাসনে আমাদের যুব সমাজ আজ ধ্বংসের মুখোমুখি। আমাদের সমাজে মাদকের ভয়াবহতায় এতই কিস্তৃত লাভ করেছে যে কোমলমতি কিশোর কিশোরিরাও এর থেকে মুক্তি পাচ্ছে না। 

 

প্রতিদিন আমাদের আশপাশেই কোথাও কোথাও বসছে মাদকের হাট বাজার, হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে এই মরণ নেশার দ্রব্য। তিনি বলেন আর তাই কাল বিলস্ব না করে এখনই এর থেকে পরিত্রানের পথ বেড় করতে হবে। তা না হলে গোটা জাতি এক সময় ধ্বংসের মুখোমুখি হবে।
 
মাদক বিরোধী সজেতন নাগরিক সমাজ এর সদস্য সচিব আবু হাসান টিপুর সঞ্চালনায় মতবিনিময় সভাতে বক্তব্য রাখেন, পাঠানটুলী পঞ্চায়েত প্রতিনিধি নূর হোসেন, পানির কল পঞ্চায়েত প্রতিনিধি হাজী মোহাম্মদ শামসুদ্দিন প্রধান, এম সার্কাস পঞ্চায়েত প্রতিনিধি গাজী শাহ আলম, তল্লা পঞ্চায়েত প্রতিনিধি মোঃ মোক্তার হোসেন, এনায়েত নগর পঞ্চায়েত প্রতিনিধি মোঃ ইয়াছিন মিয়া, মোঃ মোস্তফা হাওলাদার, আকরাম হোসেন বাচ্চুু, অ্যাডভোকেট সুমন মিয়া, মোঃ আবুল হোসেন, আনোয়ার হোসেন মুক্তি, শফিকুল ইসলাম আরজু, খোকন রাজ, নূরুজ্জামান কাউসার প্রমূখ।