আনন্দের সাথে পাঠদান পদ্ধতি অনেক বেশি কার্যকর : কাউন্সিলর অসিত
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৩৩ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রকস) ফেইস-২ প্রকল্পের আওতায় পরিচালিত নতুন জিমখানা আরবান স্লাম আনন্দ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার বিকাল ৩টায় স্কুলের অস্থায়ী কম্পাউন্ড ৬৫নং নয়ামাটিতে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস।
বিশেষ অতিথি রকস ফেইস-২ এর প্রোগ্রাম অফিসার মোঃ জহিরুল ইসলাম, ১৫নং ওয়ার্ড সচিব মোঃ আবুল কালাম, সিপ এর প্রোগ্রাম অফিসার আব্দুর রাজ্জাক ও তরিকুল ইসলাম, স্কুলের প্রধান শিক্ষক সুমনা আক্তার, সহকারী শিক্ষক রুনা ফারুক, তানিয়া আক্তার, খাদিজা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল কমিটির সভাপতি রহিমা বেগম। অনুষ্ঠানে লাল সবুজের পোশাক পড়ে প্রতিযোগিতায় অংশগ্রহন করে স্কুলের ছাত্র ছাত্রীরা। ১৫১জন ঝরে পড়া ছাত্র ছাত্রী নিয়ে এই স্কুলটি পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অসিত বরণ বিশ্বাস বলেন, বসন্তে যেমন গাছে গাছে নতুন কচিপাতা দেখা দেয় তেমনি আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে কোমলমতি শিশুরা নতুন প্রাণ সঞ্চারিত করবে।
লেখাপড়ার পাশাপাশি কবিতা, নৃত্য, আবৃত্তি, নাটক, খেলাধুলার মধ্য দিয়ে দেশের সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে।
তিনি বলেন আনন্দের সাথে পাঠদান পদ্ধতি যে কার্যকর তার প্রমান আজকের এই অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানই প্রমান করে স্কুলের নামকরনের স্বার্থকতা। তিনি ভবিষ্যতে শিশুদের নিয়ে এই ধরনের অনুষ্ঠান আয়োজনের আগ্রহ প্রকাশ করেন।
