খামাখা পোষ্টার লাগিয়ে পয়সা নষ্ট করবেন না : সেলিম ওসমান
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৪৭ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
আসন্ন বন্দর উপজেলা নির্বাচনকে কেন্দ্র উৎসুক প্রার্থীদের উদ্দেশ্য করে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেছেন, বন্দরে আমরা সবাই এক ও অভিন্ন। আসন্ন উপজেলা নির্বাচন নিয়ে এ অঞ্চলে কোন ডিস্টার্ব হবে না। আমি কোন ঝামেলা চাইনা।
যারা নির্বাচনে অংশ নিতে চান মনোনয়ন জমা দিন। পরে আমরা সবাইকে নিয়ে বসবো। তারপর ভাববো কাকে দেয়া যাবে আর কাকে দেয়া যাবে না। আমি বন্দরে কোন গ্রুপিং হোক তা চাইনা। বন্দরে কোন দল নাই। দল একটাই আছে তা হল উন্নয়ণের দল। খামাখা পোষ্টার লাগিয়ে নিজের অর্জিত পয়সা নষ্ট করবেন না।
সোমবার বন্দর উপজেলা আইন-শৃঙ্খলা মিটিংয়ে মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাচনের প্রার্থীদের উদ্দেশ্য করে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী,বন্দর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল,বন্দর উপজেলা সহকারী কমিশনার(ভুমি) রোমানা আক্তার,বন্দর থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম,বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এম এ রশিদ,নারায়ণগঞ্জ জেলা জাপা'র সভাপতি আবুল জাহের প্রমূখ।
