পারভীন ওসমানই এমপি হচ্ছেন!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:১৩ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯ রোববার
সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের সংসদ সদস্যদের নাম ঘোষণা করেছে শুক্রবার। গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভায় ৪১ জনের নাম চুড়ান্ত করা হয়।
তবে এর মধ্যে নারায়ণগঞ্জের নাম নেই। ধারণা করা হচ্ছে, এখানে জাতীয় পার্টির কাউকে দেয়া হবে। আর সেদিক দিয়ে এগিয়ে আছেন পারভীন ওসমান। এর আগে ৯ জানুয়ারি পারভীন ওসমানসহ ৪ জনকে মনোনয়ন দেয় জাতীয় পার্টি।
জানা গেছে, সংরক্ষিত ৫০ নারী আসনের মধ্যে আওয়ামীলীগ ৪৩ টি পেলেও দলের ৪১ জনকে মনোনয়ন দিয়েছে তারা। ২টি আসন শরীকদের জন্য ছেড়ে দিতে পারে। এছাড়া জাতীয় পার্টি ৪টি ও বিএনপি ২টি এবং স্বতন্ত্র ১টি আসন পাবে।
৯ জানুয়ারি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ দলের ৪ জনকে মনোনয়ন দেয়। এরমধ্যে নারায়ণগঞ্জে মনোনয়ন পান পার্টির প্রেসিডিয়াম সদস্য প্রয়াত নাসিম ওসমানের পতœী পারভীন ওসমান।
পার্টির স্থানীয় একাধিক নেতা জানান, জাতীয় পার্টিতে সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত নাসিম ওসমানের অবদান রয়েছে। তার পুরস্কার স্বরূপ স্বরূপ পারভীন ওসমানকে মূল্যায়ন করেছে পার্টি চেয়ারম্যান।
প্রসঙ্গত, ১৯৭৫ সালে জাতিরজনক বঙ্গবন্ধু ও পরিবারের সদস্যদের হত্যার ঘটনায় প্রতিবাদে ভূমিকা রেখেছিলেন মু্িক্তযোদ্ধা নাসিম ওসমান। সদ্য বিবাহিত নাসিম ওসমান তখন এ হত্যার প্রতিশোধ নিতে বঙ্গবীর কাদের সিদ্দিকীর ডাকে ২ বছর ঘরের বাইরে ছিলেন।
পরে ভারতে চলে গেলেও দেশে ফিরে জাতীয় পার্টিতে যোগ দেন। ১৯৮৬ সালে প্রথম তিনি এমপি হন। এরপর ১৯৮৮ সালে ও ২০০৮ সালে এবং ২০১৪ সালে নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ হন তিনি।
তবে শেষ নির্বাচনের পুরো মেয়াদ শেষ হওয়ার আগেই ২০১৪ সালের ৩০ এপ্রিল ভারতের দেরাদুনের একটি হাসপাতালে মারা যান এই সাহসী মুজিবসেনা। আর এই দেরাদুনেই মুক্তিযুদ্ধের ট্রেনিং নিয়েছিলেন নাসিম ওসমান।
