ফুটপাতে জমে উঠেছে শীতের পোশাকের বেচাকেনা
নারায়নগঞ্জ প্রতিনিধি
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:৩৪ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৮ বুধবার

দু’দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ঠান্ডা বেড়ে যাওয়ায় গরম কাপড়ের চাহিদা বেড়েছে। বেচাকেনা জমে উঠেছে নারায়ণগঞ্জের ফুটপাতের দোকানগুলোতে। নতুন কাপড়ের দাম বেশি হওয়ায় পুরনো কাপড়ের দোকানের দিকে বেশি ঝুঁকছেন ক্রেতারা। সকাল থেকে রাত পর্যন্ত চলছে বেচাকেনা।
বুধবার (১৯ ডিসেম্বর) সকাল শহরের চাষাঢ়া বঙ্গবন্ধু সড়ক, ডিআইটি ও ২নম্বর রেলগেট এলাকায় গিয়ে এমন চিত্র দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, ফুটপাত বা উন্মুক্ত ভ্যানে রাখা শীত পোশাকের দোকানগুলোতে নিম্নবিত্ত থেকে শুরু করে প্রায় মধ্যবিত্ত পরিবারের ক্রেতারা ভিড় করছেন। তাদের মনোযোগ আকর্ষণে হরেক রকম বাহারি পোশাকের পসরা সাজিয়ে বসেছেন ফুটপাতের দোকানিরা। এখানের দোকানগুলোতে পুরনো সব রকমের পোশাকের কদর বেশি।
ফুটপাতের দোকানিরা বলেন, দু’দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ঠান্ডা বেড়ে যাওয়ায় গরম কাপড়ের চাহিদা বেড়েছে। কম দামে ভালো পণ্য কেনার আশায় নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির লোকজন এসব দোকানে ভির করছেন।
শহরের লুৎফা টাওয়ারের গলির ফুটপাতের দোকানি ওয়ালিউল্ল্যাহ বাংলানিউজকে জানান, মঙ্গলবার (১৮ ডিসেম্বর) ভালো বেচাকেনা করেছি। বুধবার সকালেও ক্রেতাদের ভিড় রয়েছে। আর কয়েকদিন শীত থাকলে আমাদের ব্যবসা-বাণিজ্য ভালো হবে।
গরম কাপড় কিনতে আসা চাকরিজীবী রহমত জানান, হটাৎ শীত বেড়েছে। বাড়িতে বাচ্চাদের জন্য নতুন কিছু শীতের কাপড় কিনে পাঠাতে হবে। তাই এখানে আসা।