রোববার   ১৩ জুলাই ২০২৫   আষাঢ় ২৯ ১৪৩২   ১৭ মুহররম ১৪৪৭

নারায়ণগঞ্জে কয়েলের আগুনে একই পরিবারের ৯ জন দগ্ধ

নারায়নগঞ্জ প্রতিনিধি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:৪১ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৮ বুধবার

নারায়ণগঞ্জ সদরের ফতুল্লায় মশার কয়েল থেকে আগুন লেগে ঘরের আসবাব পুড়ে একই পরিবারের নয়জন দগ্ধ হয়েছে।

বুধবার ভোরে ফতুল্লার কোতালেরবাগ এলাকায় জাকির মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। দগ্ধদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন, নারায়ণ (৪০), রমিত (১৪), শাওন (১০), অর্চন (২৮), অর্পিতা (১০), শ্রীনাথ (৩৫), অনামিকা (১৫), সুম্মিতা (২৭) ও হরিদাস (৫৫)।

প্রতিবেশীরা জানান, রাতে ঘুমানোর সময় পরিবারটি মশার কয়েল জ্বালিয়ে রেখেছিল। আর কয়েলের আগুন তাদের কাপড়ে ও আসবাবপত্রে লেগে তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ওই পরিবারের সকলে ঘুমিয়ে ছিল। চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ঢামেক হাসপাতালের নিরাপত্তা বিভাগের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দগ্ধদের মধ্যে দুইজন কিছুটা বেশি পুড়েছে। নয়জনকেই চিকিৎসা দেয়া হয়েছে।