এই সরকার উন্নয়নমূখী শিক্ষাবান্ধব সরকার :বস্ত্র ও পাট মন্ত্রী
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:২৭ এএম, ৯ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার
বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার উন্নয়নমূখী শিক্ষাবান্ধব সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পর একটি যুগোপযোগী শিক্ষানীতি করতে চেয়েছিলেন। কিন্তু ঘাতকের বুলেটে তাঁর সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি। কিন্তু তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে একটি যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের শিক্ষানীতি করেছেন।’
শুক্রবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় মুড়াপাড়া সরকারী কলেজের বীরপ্রতীক গাজী অডিটোরিয়ামে ৪৮তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের আয়োজন করে রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি রূপগঞ্জ উপজেলা শাখা।
মন্ত্রী আরো বলেন, ‘দেশের শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে বর্তমান সরকার শিক্ষকদের বেতনভাতা বৃদ্ধি করেছে। যে প্রধান শিক্ষক ১০ বছর আগে ৮ থেকে ১০ হাজার টাকা বেতন পেতেন, এখন তারা ২৯ থেকে ৩০ হাজার টাকা বেতন পান।"
তিনি বলেন, ‘সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে এবং তার ভবিষ্যত গঠনে একজন মা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। শিশুরা স্কুলে শিক্ষকদের কাছে থাকে ৬ ঘণ্টা আর বাকি ১৮ ঘণ্টা থাকে তার মায়ের কাছে। তাই সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত হিসেবে গড়ে তুলতে মায়েদের ভূমিকা শীর্ষে।’
আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড বিবরণ দিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছেন। বছরের প্রথম দিনে ৩৬ কোটি ২২ লাখ নতুন বই বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছেন। বিএনপি-জামায়াতের আমলে যে শিক্ষক ৬ হাজার ১০০ টাকা বেতন পেতেন সেই শিক্ষকের বেতন ২৯ হাজার টাকা করেছেন জননেত্রী শেখ হাসিনা।
তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে দেশের শিক্ষাখাতে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, অতীতে কোন সরকারের আমলে এতো উন্নয়ন হয়নি। দেশের এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই, যেখানে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ছোঁয়া লাগেনি।
তিনি বলেন, খেলাধুলায় ছেলেদের পাশাপাশি মেয়েরাও এগিয়ে যাচ্ছে। কয়েক বছরের ব্যবধানে বাংলাদেশে বিভিন্ন খেলায় মেয়েদের অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে খেলাধুলায় বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। এক্ষেত্রে বর্তমান প্রধামন্ত্রী শেখ হাসিনার অবদান অনস্বীকার্য।
রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক ভুঁইয়া, মারুফ-শারমীন স্মৃতি সংস্থার সভাপতি লায়ন মোহাম্মদ মোজাম্মেল হক ভুঁইয়া, মুড়াপাড়া সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুকুমার দাস, মুড়াপাড়া সরকারী কলেজ ছাত্র সংসদের ভিপি শাহরিয়ার পান্না সোহেল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আউয়াল মোল্লা, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম প্রমুখ।
অনুষ্ঠানে যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের বীমা গ্রাহক মরহুম হুমায়ুন কবির মোল্লার মৃত্যু দাবীর ৫ লাখ ৮০ হাজার টাকার চেক হস্তান্তর করেন, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
