শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫   কার্তিক ২৩ ১৪৩২   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

জনগণের কাছে সকল অপশক্তি সবসময় হার মানবে : মেয়র আইভী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:২৩ এএম, ৯ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী বলেছেন, এখানে সবাই স্টেডিয়াম চায়। এখানে কি খেলা হয়। ফুটবল  আর ক্রিকেট খেলা হয়। আমি দুই বছর আগে এখানে এসে বলেছিলাম এখানে মাঠ আছে এবং মাঠই থাকবে। এর জন্য টেন্ডার সম্পূর্ণ হয়েছে। আন্তর্জাতিক মাঠের একটি মাপ রয়েছে। জনগণ সকল ক্ষমতার মালিক। আমি আপনাদের পাশে আছি। জনগণের কাছে অপশক্তি সব সময় হার মানবে। শুধু মাঠের জন্যই টেন্ডার করা হয়নি।

 

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) শুক্রবার বিকেল ৫টায় বন্দরে ২০নং ওয়ার্ড দূরন্ত ক্লাব আয়োজিত মাহমুদনগর প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, এখানে কবরস্থান, পুকুর, এক ফুট রাস্তা জন্য টেন্ডার হয়ে গেছে। এর জন্য ইতিমধ্যে ২০ কোটি টাকা টেন্ডার দেওয়া হয়েছে। আমরা জায়গা চেয়ে জায়গা পাইনা। জেলা পরিষদ কর্নফুলীকে জায়গা দিয়েছে। নারায়ণগঞ্জে যেখানে যেখানে মাঠ আছে সেখানেই মাঠ থাকবে। সিরাজদৌল্লা মাঠে কাজ করেছি। মদনগঞ্জ মাঠে কাজ হচ্ছে। উন্নয়নের স্বার্থে আপনারা সব সময় আমার সাথে থাকবেন। আমি আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এক সাথে কাজ করব। কাউন্সিলরদের নেতৃত্বে কাজগুলো করা হবে। আমি আপনাদের সাথে নিয়ে জনগণের সেবা করতে চাই। এ সুযোগগুলো আপনারা আমাকে করে দিবেন।   

ফাইনাল খেলার উদ্বোধক নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, নারায়ণগঞ্জে উন্নয়নের রোল মডেল মেয়র আইভী দেখেছি। আপনি বন্দরকে বদলে দিয়েছেন। মেয়র মহাদয় আপনাদের দাবী পুরণ করেছে। দাবি আর কি করবেন। 

তিনি আরো বলেন, নারায়ণগঞ্জে যে দিকে তাকাই সেখানে সন্ত্রাসী ও ভূমিদস্যুদের দেখতে পাই। শিল্পপতি থেকে শুরু করে ভূমিদস্যুরা এবার খেলার মাঠে চোখ ফেলেছে। এই মাঠে অনেক খেলোয়ারের জন্ম হয়েছে। 

 

কদমতলী শিল্প মালিক সমিতি সভাপতি আব্দুস সালাম খানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাদামতলী চাউল আড়ৎ বনিক সমিতির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন আহাম্মেদ।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান, সিটি করপোরেশন প্যানেল মেয়র বিভা হাসান, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম নবী মুরাদ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাওন অংকন, সমাজ সেবক হাজী শিপন আহাম্মেদ, মো.জাহাঙ্গীরসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফাইনাল খেলায় মদনগঞ্জ মাহি স্পোটিং ক্লাব মাহমুদনগর কলাবাগান ইয়াং স্টার ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরভ অর্জন করে। 

ক্রিকেট খেলায় সার্বিক সহযোগিতায় ছিলেন রিফাদ আহাম্মেদ শুভ, মাজহারুল ইসলাম সবুজ, বাপ্পী হাসান, ফয়সাল আরেফিন, রিফাত আহাম্মেদ শয়ন, সোহান, পাপ্পু ও আরিফ প্রমুখ।